google adsense approved হবার ফুল প্রুফ গাইড লাইন (100% কার্যকরি)
বাংলাদেশে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি আয় করা যায় গুগল এডসেন্স এর
মাধ্যমে শুধু মাত্র প্রয়োজন ভিজিটর। আর এই এডসেন্স পাওার জন্য কত কষ্ট কি
না করতে হয় এতে অনেকের হয় আবার অনেকের হয়ও না
অনেকে অনেক রকম নিয়ম দেয় এডসেন্স approved করার জন্য কিন্তু আজ আমি আপনাদের একদম সহজ উপায় বলবো জার মাধ্যমে সহজে আপনি এদসেন্স approved করতে পারবেন
তো কাজে যাওয়া যাক
আমি কিছু নিয়ম দিচ্ছি মানতে পারলে এডসেন্স ১০০%
অনেকে অনেক রকম নিয়ম দেয় এডসেন্স approved করার জন্য কিন্তু আজ আমি আপনাদের একদম সহজ উপায় বলবো জার মাধ্যমে সহজে আপনি এদসেন্স approved করতে পারবেন
তো কাজে যাওয়া যাক
আমি কিছু নিয়ম দিচ্ছি মানতে পারলে এডসেন্স ১০০%
- 1) Content: আপনার লিখা হতে হবে ইংলিশ, এই তো বিরত সমস্যা ।আবার ইংলিশ ছাড়া এডসেন্সে approved হয় না। তাই সহজ উপায় যেই কোন একটি বিষয়ের উপর সাইট বানাবেন এবং ওইটার উপর পিকচার দিয়ে দুই লাইন লিখে দিবেন
- যেমন আপনি সাইট বানালেন দেশের উপর তাইলে বাংলাদেশের পিকচার দিয়ে ্দুই বা তিন লাইন বাংলাদেশের উপর লিখে দিলেন
- 2)Page: Contact us, About us, Privacy and Policy এই তিনটি পেজ অবশ্যই বানিয়ে রাখবেন কারন এই তিনটি পেজ গুগল মামার সবচেয়ে প্রিয় পেজ এবং
- যেটা অনেক দরকার সাইটে কোন Copy paste করতে পারবেন না এবং খেয়াল রাখবেন জাতে আপনার সাইটের সকল লিঙ্ক কাজ করে কারন গুগল কোন Broken লিঙ্ক পেলে সাইট Under constraction ধরে নেয় ফলে এডসেন্সে approved হয় না
Tag :
Adsense,
কিভাবে blog লিখে ADSENSE তাড়াতাড়ি Approve করাবেন
কিভাবে ব্লগ লিখে বেশি ভিজিট্র পাবেন । আর adsense তারাতারি Apporve করতে পারবেন । নিচে তার point উল্লেখ করেন -
v on pege optimization ভালো ভাবে করতে হবে |
v h1 tag use করতে হবে keyword এ
v URL র ভিতর keyword থাকতে হবে
v Title descriptive হতে পারে কিন্তু keyword phrase টি টিক থাকবে |
v Low compititive keyword choice করতে হবে
v কন্টেন্ট লিখার আগে দেখতে হবে কম্পিটিটর কত শব্দের আর্টিকলে লিকচে এবং ডেনসিটি কত ?
v তার চাইতে ভালো কন্টেন্ট লিখেন আপনি
v Long keyword সেলেক্ট করুন বা যে সকল keyword এর ৩ তা বা তার অধিক word দিয়া গঠিত
v Img tag use করুন পোস্ট এ
v Selected keyword র competition বুজতে চেষ্টা করুন
v Selected keyword গুলোর search volume ১০০০ এর ভিতর থাকলে ভালো মনে হয়
উপরের point গুলো ফলো করুন । না বুঝতে পারলে কমেন্ট করুন ।
v on pege optimization ভালো ভাবে করতে হবে |
v h1 tag use করতে হবে keyword এ
v URL র ভিতর keyword থাকতে হবে
v Title descriptive হতে পারে কিন্তু keyword phrase টি টিক থাকবে |
v Low compititive keyword choice করতে হবে
v কন্টেন্ট লিখার আগে দেখতে হবে কম্পিটিটর কত শব্দের আর্টিকলে লিকচে এবং ডেনসিটি কত ?
v তার চাইতে ভালো কন্টেন্ট লিখেন আপনি
v Long keyword সেলেক্ট করুন বা যে সকল keyword এর ৩ তা বা তার অধিক word দিয়া গঠিত
v Img tag use করুন পোস্ট এ
v Selected keyword র competition বুজতে চেষ্টা করুন
v Selected keyword গুলোর search volume ১০০০ এর ভিতর থাকলে ভালো মনে হয়
উপরের point গুলো ফলো করুন । না বুঝতে পারলে কমেন্ট করুন ।
Tag :
Adsense,
Google adsense এবার Youtube দিয়ে নিজে নিজেই ফ্রি এক দিনের মধ্যে approve করিয়ে নিন ভিডিও টিউটোরিয়াল।
বন্ধুরা
আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই দেখছি অনেকে Google adsense
নিয়ে নানান রকমের আজেবাজে পোস্ট করে যাচ্ছে, যেমন তারা আপনার adsense
approve করিয়ে দিবে কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, মানে তাদের কিছু দিতে
হবে। যেটা খুব খারাপ একটি কথা। যেখানে এই কাজটি আপনি ফ্রিতে নিজে নিজেই
করতে পারেন, কিন্তু কথা হোল আপনারা সেই পদ্ধতিটি জানেননা বিধায় অনেকে ওদের
শরণাপন্ন হয়ে থাকেন। তাই আমি আপনাদের সেই সব অসৎ লোকদের হাত থেকে রক্ষা
করার জন্য অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।
যেটি দেখে আপনি নিজে নিজেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে Google adsense
নামক সেই সোনার হরিণ পেয়ে যাবেন। তাই দেরি না করে দেখে নিন কিভাবে পাবেন
আপনার সেই স্বপ্নের জিনিসটি।
http://www.youtube.com/watch?v=oo9TYkGx7aI
http://www.youtube.com/watch?v=oo9TYkGx7aI
Tag :
Adsense,
খুব সহজে আপনিও পেতে পারেন google adsense (100% নিশ্চিত থাকুন যে আপনি পাবেন)
আজ অনেক দিন পর দেখলাম যে টেকটিউনস এ একজন একটা পোস্ট করেছে যে সে অ্যাডসেন্স পাইয়ে দিবে বিনিময়ে তাকে ৮০০ টাকা দিতে হবে। আসলে টেকটিউনস কি কোন বাণিজ্যিক ব্লগ? নিশ্চয়ই না।
যাই হোক আজ আমি আপনাদের একটা উপায় বলে দিব, যদিও অনেকে জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য।
যা যা লাগবেঃ
Yes, Proceed to Google Account Sign In এ ক্লিক করে সাইন ইন করে ফরমটি পুরন করে দিন। ব্যাস কাজ শেষ এবার অপেক্ষা করুন আশা করি ২ থেকে ৩ ঘণ্টার ভিতর অ্যাডসেন্স Approve হয়ে যাবে।
যাই হোক আজ আমি আপনাদের একটা উপায় বলে দিব, যদিও অনেকে জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য।
যা যা লাগবেঃ
- একটি গুগল অ্যাকাউন্ট
- একটি ভিডিও ফাইল ( সেটা হতেপারে আপনার কোন ধারন করা ভিডিও)
- একটি মোবাইল নাম্বার
Yes, Proceed to Google Account Sign In এ ক্লিক করে সাইন ইন করে ফরমটি পুরন করে দিন। ব্যাস কাজ শেষ এবার অপেক্ষা করুন আশা করি ২ থেকে ৩ ঘণ্টার ভিতর অ্যাডসেন্স Approve হয়ে যাবে।
Tag :
Adsense,
অ্যাডসেন্সের আয় এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে! Yahooooooooooooooooo
বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশারদের জন্য সুখবর নিয়ে এসেছে গুগল। এখন থেকে
চেকের বদলে ব্যাংকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ঘরে আনা যাবে গুগল
অ্যাডসেন্সের আয়। মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবীর।
কয়েক মাস ধরে দেশের অ্যাডসেন্স পাবলিশাররা চেকের মাধ্যমে ব্যাংক থেকে তাদের অর্জিত অর্থ তুলতে পারছিলেন না। গুগল বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে গুগল প্রধান কার্যালয়ে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করে আসছিলেন। তারই পরিপেক্ষিতে গুগল ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অ্যাডসেন্সের আয় তোলার নতুন পদ্ধতি চালু করবো।
কাজী মনিরুল কবীর বলেন, ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার চেকের পরিবর্তে দ্রুত, সহজ ও নিরাপদ একটি মাধ্যম। আগের পেমেন্ট সিস্টেম ব্যবহারকারীরা নতুন পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট আপগ্রেড করার মাধ্যমে এই সুবিধা পাবেন। যারা এখনো নতুন পেমেন্ট সিস্টেমে আপগ্রেড করেন নাই অথচ অ্যাকাউন্টে ১০০ ডলারের বেশি জমা হয়েছে তারা অ্যাকাউন্ট আপগ্রেড করে নভেম্বর মাসেই এই সুবিধা পাবেন। ফলে এই মাস থেকেই চেকের পরিবর্তে অ্যাডসেন্সের অর্থ পাওয়া যাবে ব্যাংকেই। গুগল ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ নেই। তবে ব্যবহারকারীকে অবশ্যই ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ঠ ব্যাংকের চার্জ সম্পর্কে জেনে নেওয়া ভালো।
অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ-ইন করে ব্যাংকের দেওয়া তথ্য সংযুক্ত করতে হবে। গুগল হেল্প সেন্টারে ওয়্যার ট্রান্সফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশে অবস্থানরত অ্যাডসেন্স পাবলিশাররা দেশীয় যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা পাবে বলে জানান তিনি। শীঘ্রই আরও অনেক দেশের জন্য এই সুবিধা চালু করবে গুগল।
কয়েক মাস ধরে দেশের অ্যাডসেন্স পাবলিশাররা চেকের মাধ্যমে ব্যাংক থেকে তাদের অর্জিত অর্থ তুলতে পারছিলেন না। গুগল বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে গুগল প্রধান কার্যালয়ে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করে আসছিলেন। তারই পরিপেক্ষিতে গুগল ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অ্যাডসেন্সের আয় তোলার নতুন পদ্ধতি চালু করবো।
কাজী মনিরুল কবীর বলেন, ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার চেকের পরিবর্তে দ্রুত, সহজ ও নিরাপদ একটি মাধ্যম। আগের পেমেন্ট সিস্টেম ব্যবহারকারীরা নতুন পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট আপগ্রেড করার মাধ্যমে এই সুবিধা পাবেন। যারা এখনো নতুন পেমেন্ট সিস্টেমে আপগ্রেড করেন নাই অথচ অ্যাকাউন্টে ১০০ ডলারের বেশি জমা হয়েছে তারা অ্যাকাউন্ট আপগ্রেড করে নভেম্বর মাসেই এই সুবিধা পাবেন। ফলে এই মাস থেকেই চেকের পরিবর্তে অ্যাডসেন্সের অর্থ পাওয়া যাবে ব্যাংকেই। গুগল ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ নেই। তবে ব্যবহারকারীকে অবশ্যই ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ঠ ব্যাংকের চার্জ সম্পর্কে জেনে নেওয়া ভালো।
অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ-ইন করে ব্যাংকের দেওয়া তথ্য সংযুক্ত করতে হবে। গুগল হেল্প সেন্টারে ওয়্যার ট্রান্সফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশে অবস্থানরত অ্যাডসেন্স পাবলিশাররা দেশীয় যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা পাবে বলে জানান তিনি। শীঘ্রই আরও অনেক দেশের জন্য এই সুবিধা চালু করবে গুগল।
Tag :
Adsense,
আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ, মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই
আজকে
আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা
যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ
কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ - এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
৩ নং ধাপ - যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ - এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ - টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ - টাইপ করুন ( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ - টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ - এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
৩ নং ধাপ - যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ - এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ - টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ - টাইপ করুন ( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ - টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
Tag :
Software,
গুগুল এডসেন্স কি কি ভাষা সাপোর্ট করে?
গুগুল
এডসেন্স হচ্ছে গুগল কতৃর্ক পরিচালিত এডভারটাইজিং প্রোগ্রাম। যা পাবলিশারদের
(ওয়েবমাষ্টার) সাইটে টেক্সট, ইমেজ, ভিডিও ও বিভিন্ন ধরণের (interactive
media advertisements)এডভারটিজমেন্ট সার্ভ করে। গুগুল এডসেন্স সব সময়
টার্গেটেড এড প্রদান করে থাকে। এটি একটি পে-পার ক্লিক প্রোগ্রাম।
আজকে আমরা
জানবো, গুগুল মামা কর্তৃক পরিচালিত গুগুল এডসেন্স প্রোগ্রাম কি কি ভাষা
সাপোর্ট করে? নিচের প্রদত্ত লিষ্টে লক্ষ্য করুন। বর্তমানে গুগুল এডসেন্স
প্রোগ্রাম ৩৬ টি ভাষা সাপোর্ট করে। (adsense)
বি:দ্র:
গুগুল এডসেন্স এর জন্য আবেদনের সময় প্রাইমারি ল্যাংগুয়েজ সিলেক্ট করতে
হবে। যদি আপনার আবেদন গুগুল টিম গ্রহণ করে, তাহলে এড সার্ভ করতে পারবেন,
এছাড়া multiple supported languages বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। তবে
একটা বিষয় সব সময় মনে রাখবেন, unsupported language এ এড প্রদর্শন করলে
ব্যান খাওয়ার সম্ভবনা ১০০%. গুগুল এডসেন্স আবেদনের আগে এডসেন্স প্রোগ্রাম
পলিসি ভালোভাবে ২-৩ করে পড়ে নিন।
নোট: গুগুল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না। তবে ইদানিং কিছু বড় বড় বাংলা ব্লগে, অনলাইন পত্রিকায় এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শণ করছে। Tag :
Adsense,
যে সব বিষয়বস্তুর উপর Google Adsense Approve করা হয় না যারা Adsense থেকে আয় করতে চান
Google যে সব বিষয়বস্তুর উপর Ad sense Approve করে না সেই সকল বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব ।
তাহলে পুরো বিষয়বস্তু নীতিগুল দেখুন:
বন্ধুরা comment করতে ভুলবেন না। আর আমার post টি যদি আপনাদের ভাল লাগে তাহলে এখানে গিয়ে আমাকে একটি Like দিতে পারেন ধন্নবাদ
- পর্নোগ্রাফি, বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের সামগ্রী
- হিংসাত্মক সামগ্রী
- কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতিগত অসহিষ্ণুতা বা মতবাদের সম্পর্কিত বিষয়বস্তুর
- অত্যাধিক অশ্লীল
- বিষয়বস্তু হ্যাকিং
- অবৈধ ড্রাগ এবং ড্রাগ সাজসজ্জার সামগ্রী
- বিয়ার বা হার্ড অ্যালকোহলের বিক্রয়
- তামাক বা তামাক সংক্রান্ত পণ্য বিক্রয়
- ওষুধের প্রেসক্রিপশান বিক্রয়
- অস্ত্র বা গোলাবারুদ (যেমন আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উপাদান, যুদ্ধ ছুরি, অচেতন বন্দুক) বিক্রয়
- Replicas বা ডিজাইনার অনৈতিক নকল বা অন্যান্য জিনিষপত্র যে পণ্য বিক্রয়
- বিক্রয় বা পাঠক্রম বা ছাত্র রচনাগুলিকে বিতরণ
- বিজ্ঞাপন বা অফার ক্লিক করে অনুসন্ধান সম্পাদন, ওয়েবসাইট সার্ফ অথবা ইমেইল পড়ার জন্য ব্যবহারকারীদের ক্ষতিপূরণ প্রোগ্রাম সংক্রান্ত সামগ্রী
- অবৈধ যে অন্য কোনো বিষয়বস্তু, অন্যদের আইনগত অধিকার বেআইনি কার্যকলাপ প্রচার বা লঙ্ঘন
বন্ধুরা comment করতে ভুলবেন না। আর আমার post টি যদি আপনাদের ভাল লাগে তাহলে এখানে গিয়ে আমাকে একটি Like দিতে পারেন ধন্নবাদ
Tag :
Adsense,
যেসব কারণে google adsense account ব্যান্ড হয়
এ্যাডসেন্স ব্যান্ড হওয়ার কারনসমূহ:
১. গুগল অত্যন্ত শক্তিশালী একটি ওয়েব এ্যাপলিকেশন। আপনার প্রত্যেকটি কাজকে লক্ষ্য করা হয়ে থাকে খুবই সূক্ষ্ম দৃষ্টি থেকে। এখানে আপনি যদি মনে করেন যে গুগলের চোখ ফাঁকি দিয়ে আপনি টাকা কামাবেন অর্থাৎ নিজে নিজে এ্যাডে ক্লিক করবেন আর ব্যালেন্সে যোগ হবে ডলার তবে এটি হবে আপনার সবচেয়ে বড় বোকামি। তাই সাবধান, নিজের এ্যাডে নিজে কখনই ক্লিক করবেন না।
১. গুগল অত্যন্ত শক্তিশালী একটি ওয়েব এ্যাপলিকেশন। আপনার প্রত্যেকটি কাজকে লক্ষ্য করা হয়ে থাকে খুবই সূক্ষ্ম দৃষ্টি থেকে। এখানে আপনি যদি মনে করেন যে গুগলের চোখ ফাঁকি দিয়ে আপনি টাকা কামাবেন অর্থাৎ নিজে নিজে এ্যাডে ক্লিক করবেন আর ব্যালেন্সে যোগ হবে ডলার তবে এটি হবে আপনার সবচেয়ে বড় বোকামি। তাই সাবধান, নিজের এ্যাডে নিজে কখনই ক্লিক করবেন না।
Tag :
Adsense,
আপনি google adsense পাবলিশার ? আয় বাড়াতে পারছেন না? জেনে নিন google adsense এর আয় বাড়ানোর কিছু কিলার tips!!
Google ad sense ! নিজস্ব ব্লগ আছে এমন ব্লগারদের নিকট এক অতি মূল্যবাণ
নাম। অনেকবার চেস্টা করার পরও Google ad sense account লাভ করতে পারেননি এমন blogger ও কিন্তু কম নয়। বিশেষ করে আমরা বাঙালীরা ইংরেজীতে বরাবরই কাঁচা তাই
আমাদের ad sense পেতে ও ধরে রাখতে অনেক বেগ পোহাতে হয়। তবে এডসেন্স পেয়েছেন
এবং তার দ্বারা আয় করছেন এমন ব্যাক্তির সংখ্যাও কিন্তু কম নয়। কিন্তু
অনেকেই আছেন যারা Google ad sense পাওয়ার পরও আশানুরূপ আয় করতে পারছেন না।
অনেকের ব্লগে যথেষ্ট ভিজিটর থাকার পরও আয় হচ্ছে না । কিভাবে এই আয় বাড়ানো
সম্ভব সেটি নিয়েই আজকে আমার এই নিবন্ধ।
যাদের ব্লগে ভিজিটর আসার পরও আয় হচ্ছে না
কাদের ব্লগে ভিজিটর আছে বলে বিবেচনা করছি? জ্বি হ্যাঁ আপনার ব্লগের page view প্রতিদিন ৫০০+ হলেই আমি ধরে নিচ্ছি আপনার ব্লগে যথেষ্ট ভিজিটর রয়েছে। এবং ধরে নিচিছ আপনার ৫০০+ পেজ ভিউতে বর্তমানে প্রতিদিন ক্লিক পড়ছে ১০ থেকে ১২ টি এবং আয় হচ্ছে ১ থেকে ১.৫ ডলার. এ আয় বাড়ানোর কোন উপায় আছে কি? এ ব্যপারেই এখন কথা হচ্ছে।প্রথমত,
লক্ষ্য করুন আপনার ওয়েবসাইটের কীওয়ার্ড গুলো কি কি? গুগল এডসেন্স কিন্তু আপনার কীওয়ার্ড বা বিষয়বস্তুর উপরই বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। আপনি Google এডওয়ার্ডস এর সাহায্যে কোন কীওয়ার্ডে কেমন রেভিনিউ প্রদান করা হয় তা জানতে পারেন। অতএব আপনি এমন সব বিষয় নিয়ে সাইট তৈরি করুন যাতে ১০ / ১২ টি ক্লিক পড়লেও আপনার একাউন্টে অন্তত ৮/১০ ডলার জমা হয়।দ্বিতীয়ত,
আপনাকে এ্যড বসানোর ব্যাপারে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। যেন তেন ভাবে এ্যড বসানোর কারণেও আপনার ভিজিটর রা আপনার এ্যডে ক্লিক করেনা। এ্যড বসানোর কিছু জায়গা নির্বাচন করুন যেখানে সহজে বিজ্ঞপন গুলো চোখে পড়ে । যেমন পোস্টএর শুরুতে এবং পোস্টের শেষে অবশ্যই এ্যাড রাখবেন। এছাড়া সাইডবারে কিংবা হেডার অংশে এ্যাড বসাতে পারেন। অত্যাধিক এ্যড আপনার আয় বাড়াবে না বরং সঠিক জায়গায় এ্যড দিতে পারলেই আপনার আয় বাড়বে।তৃতীয়ত,
আপনার ওয়েবসাইটের কনটেন্ট লোকল স্ট্যান্ডার্ড না করে গ্লোবাল কোয়ালিটির করুন। এতে করে শুধু লোকাল ভিজিটরই নয় আপনি গ্লোবাল ভিজিটর পাবেন এবং স্বভাবতই লোকাল ক্লিকের চেয়ে গ্লোবাল ক্লিকের মূল্য বেশি হবে।চতুর্থত,
গুগল কখনো পক্ষপাতিত্ব করে না। অতএব একাগ্ন মনে SEO কাজ করে যান। একটি হাই কনটেস্ট কীওয়ার্ডে যদি কোন ভাবে আপনি গুগল এর প্রথম পেজে আসতে পারেন তবে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে মনে রাখবেন আপনার সফলতা একমাসেও আসতে পারে আবার এক বছরও লাগতে পারে। ভিজিটরদের যে আপনার ওয়েবসাইটের এড্রেস মুখস্ত করাতে হবে এমন কোন কথা নেই এমন লাখ লাখ ভিজিটরও এসইওর প্রভাবে আপনার ব্লগে প্রবেশ করবে যারা আপনার ওয়েবসাইটের এড্রেস জীবনে একবারও সরাসরি ব্রাউজারের এড্রেসবারে লিখবে না। তবে এডসেন্স থেকে আয় বাড়াতে ভিজিটরের বিকল্প নেই। আপনি ছল চাতুরীরর আশ্রয় নিয়ে নানা ভাবে ভিজিটর নিয়ে আসতে পারেন কিন্তু তা আপনাকে সফলতা দেয়ার গ্যারান্টি দেয় না । ওইসব ভিজিটর যেমনে আসে তেমনে যায় টাইপের!! এসইও আপনাকে সফলতার গ্যারান্টি দেয় । ভিজিটরদের ঘাড় ধরে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এই এসইও। সুতরাং এসইওর প্রতি যথেস্ট গুরুত্ব দিন।Tag :
Adsense,
google adsense এ Wire transfer এর জন্য bank account যোগ করবেন কিভাবে
গুগুল বাংলাদেশী এডসেন্স পাবলিশারদের জন্য নতুন পেইমেন্ট সিস্টেম চালু
করেছে Wire transfer to bank account, এর অর্থ হচ্ছে যে, এখন থেকে
বাংলাদেশী এডসেন্স পাবলিশারাও সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ
উত্তোলন করতে হবে। এর জন্য কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। শুধু
মাত্র আপনার গুগুল এডসেন্স একাউন্টে লগইন করুন।
Adsense Account > Login:
Click on Payment > Payment Settings > Add New Bank Account
(Look at the above picture)
Wire Transfer to Bank অপশনে ক্লিক করুন। এর পর Bank Account Holder name, Bank Name, Bank Account Number, BIC (Bank Identifier Code (BIC) The SWIFT-BIC is either 8 or 11 characters and can be found on your bank statement.) ফিলআপ করুন। সেভ বাটনে ক্লিক করুন। কাজ শেষ। এখন থেকে গুগুল এডসেন্স একাউন্ট এর আর্নিং সরাসরি ব্যাংক একাউন্টে জমা করতে পারবেন। আশাকরি সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে।
ভাল লেগে থাকলে আমার পেইজে একটা লাইক দিন
Facebook
Adsense Account > Login:
Click on Payment > Payment Settings > Add New Bank Account
(Look at the above picture)
Wire Transfer to Bank অপশনে ক্লিক করুন। এর পর Bank Account Holder name, Bank Name, Bank Account Number, BIC (Bank Identifier Code (BIC) The SWIFT-BIC is either 8 or 11 characters and can be found on your bank statement.) ফিলআপ করুন। সেভ বাটনে ক্লিক করুন। কাজ শেষ। এখন থেকে গুগুল এডসেন্স একাউন্ট এর আর্নিং সরাসরি ব্যাংক একাউন্টে জমা করতে পারবেন। আশাকরি সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে।
ভাল লেগে থাকলে আমার পেইজে একটা লাইক দিন
Tag :
Adsense,
এবার paypal SSN Verify থেকে মুক্তি পান
আপনারা সকলেই জানেন যে US Paypal Account ব্যবহারের সবচেয়ে বড় ঝামেলা
হলো SSN Verify. আমাদের কাছে কোনো SSN Card নাই তো আমরা কিভাবে এটি ভেরিফাই
করব। আমি একটা উপায় বের করেছি আর তা হলো ফেক কার্ড বানিয়ে তা জমা দেয়া। ইস
কী সোজা তাইনা! না না না! এটা সোজা না। কেনো সোজা না তার কারণগুলো দেখুনঃ
১। গুগলে অনেক SSN Card এর ইমেজ পাবেন এর একটিও Valid নয়।
২। ভেলিড হলেও ইমেজ ক্লীয়ার না।
৩। ভেলিড হলেও ওই ফরমেট গুলো পুরাতন যা বর্তমানে গ্রহণযোগ্য নয়।
৪। আসল SSN Card এর অনেক ফিচার এতে মিসিং আছে।
৫। ফটোশপে বানোনোর চিন্তা করছেন? বানান কিন্ত প্রচুর খাটনি করতে হবে তাও আবার আসলটার সাথে মিলবে কিনা সন্দেহ আছে।
তো এসব কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আসল SSN CARD। এটিকে আমি আবার ফটোশপে পিএসডি করে রেখেছি, যাতে আপনারা পছন্দ মত নাম ও নাম্বার বসাতে পারেন। যারা এই কাজটুকুও পারবেন না তারা পেপল ব্যবহার কইরেন না। মাইন্ড কইরেন না!
Download Link: https://app.box.com/s/gl897vuu230zab8ma0h4
File Password: h929h29hj2o682
আমার কাছে পাবেন এরকম সকল প্রকার ইউ এস ভেলিড ডকুমেন্ট। আমাকে দিয়ে বানাতে চাইলে কিছু চার পয়সা দিয়েন।
ইমেইল করুন সাহায্যের জন্যঃ mantusarker1@gmail.com
কিছু গুরুত্বপূর্ণ আপডেটঃ
SSN Number মনগড়া ইচ্ছেমতো বসালে হবেনা। তাহলে কিভাবে বসাবেন আসুন দেখে নেই---
প্রথম কাজ ভেলিড SSN বের করা। ধরুন আপনি নিচের Address টি পেপলে ইউজ করেছেন।
2698 Star Trek Drive
Pensacola, FL 32505
এখানে FL মানে হচ্ছে Florida State. এই স্টেট এর SSN Number শুরু হয় এই ফরমেটে 591-20-XXXX
অর্থাৎ এই স্টেট এর প্রত্যেকটি SSN Number শুরু হবে 591-20 এই নাম্বার দিয়ে। তাহলে আমি এই স্টেট অনুসারে আমার SSN Number ঠিক করবো
এরকমঃ 591-20-4592, তো এখানে আমি 4592 এটা নিজে বসিয়েছি। এখন আসুন এই তৈরি করা SSN Number টা কি Valid তা ভেরিফাই করি।
ভেরিফাই করতে এই সাইটে যান>http://www.ssnvalidator.com । আমি এই সাইটে গিয়ে আমার নাম্বার টা দিয়ে SEARCH বাটনে ক্লিক করে
এরকম একটি রেজাল্ট বের হয়েছেঃ
বুঝতেই পারসেন নাম্বারটা ভেলিড তাহলে আমি আমার ফেক SSN CARD এর জন্য এটাই নির্বাচন করলাম।
এভাবে আপনি স্টেট অনুসারে SSN number Format বের করার জন্য http://www.fakenamegenerator.com এর অ্যাডভান্স অপশনের হেল্প
নিতে পারেন।
** একটা কথা বিনা প্রয়োজনে পেপলে এটা সাবমিট করবেন না। পেপল আপনাকে দিতে বললে তখন সাবমিট করবেন।
আমার PSD তে অন্য কালার বা ফন্ট ব্যবহার করবেন না কেননা এটির ফন্ট কালার আসলটার কালারের সাথে মিলিয়ে দেয়া আছে। PSD তে শুধুমাত্র নতুন নাম আর নাম্বার বসাবেন। মনে রাখবেন নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফটোশপ থেকে ইমেজটি সেভ করার পর এটিকে কালার প্রিন্ট করুন। এরপর
প্রিন্টেড কাগজে কালো কলম দিয়ে কার্ডের নাম অনুযায়ী সাইন করুন। সবশেষে এটি স্ক্যান করে পেপলে জমা দিন
১। গুগলে অনেক SSN Card এর ইমেজ পাবেন এর একটিও Valid নয়।
২। ভেলিড হলেও ইমেজ ক্লীয়ার না।
৩। ভেলিড হলেও ওই ফরমেট গুলো পুরাতন যা বর্তমানে গ্রহণযোগ্য নয়।
৪। আসল SSN Card এর অনেক ফিচার এতে মিসিং আছে।
৫। ফটোশপে বানোনোর চিন্তা করছেন? বানান কিন্ত প্রচুর খাটনি করতে হবে তাও আবার আসলটার সাথে মিলবে কিনা সন্দেহ আছে।
তো এসব কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আসল SSN CARD। এটিকে আমি আবার ফটোশপে পিএসডি করে রেখেছি, যাতে আপনারা পছন্দ মত নাম ও নাম্বার বসাতে পারেন। যারা এই কাজটুকুও পারবেন না তারা পেপল ব্যবহার কইরেন না। মাইন্ড কইরেন না!
Download Link: https://app.box.com/s/gl897vuu230zab8ma0h4
File Password: h929h29hj2o682
আমার কাছে পাবেন এরকম সকল প্রকার ইউ এস ভেলিড ডকুমেন্ট। আমাকে দিয়ে বানাতে চাইলে কিছু চার পয়সা দিয়েন।
ইমেইল করুন সাহায্যের জন্যঃ mantusarker1@gmail.com
কিছু গুরুত্বপূর্ণ আপডেটঃ
SSN Number মনগড়া ইচ্ছেমতো বসালে হবেনা। তাহলে কিভাবে বসাবেন আসুন দেখে নেই---
প্রথম কাজ ভেলিড SSN বের করা। ধরুন আপনি নিচের Address টি পেপলে ইউজ করেছেন।
2698 Star Trek Drive
Pensacola, FL 32505
এখানে FL মানে হচ্ছে Florida State. এই স্টেট এর SSN Number শুরু হয় এই ফরমেটে 591-20-XXXX
অর্থাৎ এই স্টেট এর প্রত্যেকটি SSN Number শুরু হবে 591-20 এই নাম্বার দিয়ে। তাহলে আমি এই স্টেট অনুসারে আমার SSN Number ঠিক করবো
এরকমঃ 591-20-4592, তো এখানে আমি 4592 এটা নিজে বসিয়েছি। এখন আসুন এই তৈরি করা SSN Number টা কি Valid তা ভেরিফাই করি।
ভেরিফাই করতে এই সাইটে যান>http://www.ssnvalidator.com । আমি এই সাইটে গিয়ে আমার নাম্বার টা দিয়ে SEARCH বাটনে ক্লিক করে
এরকম একটি রেজাল্ট বের হয়েছেঃ
বুঝতেই পারসেন নাম্বারটা ভেলিড তাহলে আমি আমার ফেক SSN CARD এর জন্য এটাই নির্বাচন করলাম।
এভাবে আপনি স্টেট অনুসারে SSN number Format বের করার জন্য http://www.fakenamegenerator.com এর অ্যাডভান্স অপশনের হেল্প
নিতে পারেন।
** একটা কথা বিনা প্রয়োজনে পেপলে এটা সাবমিট করবেন না। পেপল আপনাকে দিতে বললে তখন সাবমিট করবেন।
আমার PSD তে অন্য কালার বা ফন্ট ব্যবহার করবেন না কেননা এটির ফন্ট কালার আসলটার কালারের সাথে মিলিয়ে দেয়া আছে। PSD তে শুধুমাত্র নতুন নাম আর নাম্বার বসাবেন। মনে রাখবেন নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফটোশপ থেকে ইমেজটি সেভ করার পর এটিকে কালার প্রিন্ট করুন। এরপর
প্রিন্টেড কাগজে কালো কলম দিয়ে কার্ডের নাম অনুযায়ী সাইন করুন। সবশেষে এটি স্ক্যান করে পেপলে জমা দিন
Tag :
Pay pal,