Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label Facebook. Show all posts

সক্রিয় করুন Facebook new look!!!

সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

106
ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!
Tag : ,

নিয়ে নিন ৪৫০ টি FACEBOOK কমেন্ট পিকচার – আর উপভোগ করুন ফেইসবুকিং

সবাইকে স্বাগত ও বিনীত অভিনন্দন জানাচ্ছি আমার এই প্রথম টিউনটি দেখার জন্য ও ধন্যবাদ জানাই টেকটিউনসকে আমাকে টেকবিষয়ক টিউন করতে অনুপ্রানীত করার জন্য । আশা করি সবাই এই ফেইসবুক কমেন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন।
ফেইসবুকে কমেন্ট পিকচার দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকেই এই পিকচার কমেন্ট করতে জানেন না, আবার যারা জানেন তারা কমেন্টের কালেকশন না থাকার কারণে তারা সবসময় সঠিক ও ভালো কমেন্ট করতে পারেন না। তাই আমি আমার এই প্রথম টিউনে সবার জন্য প্রায় ৪৫০ টি ফেইসবুক কমেন্ট দিচ্ছি যাতে সবাই ফেইসবুকটাকে আরো আনন্দময় করে তুলতে পারে।

যেভাবে কমেন্টকরবেনঃ

  • ১. যে পোস্ট এ আপনি কমেন্ট করতে চান এই কমেন্ট এর ডান পাশে লক্ষ্য করুন
  • ২. আপনি একটি ক্যামেরার মত আইকন দেখতে পাবেন
  • ৩.আপনি ওই ক্যামেরা আইকনে মাউস পয়েন্টার রাখলে Attach a photo দেখাবে
  • ৪. এইবার আপনি ওই ক্যামেরা আইকনে ক্লিক করুন
  • ৫. আপনার কমেন্ট পিকচার বা ছবিটা যেখানে আছে তা  দেখিয়ে দিন ও ওপেন করুন
  • ৬. কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন কমেন্টে আপনার কাঙ্খিত ছবিটি আপলোড হয়ে গেছে
  • ৭. এবার আপনি চাইলে এর উপরে কিছু লেখতে পারেন বা সরাসরি কি-বোর্ডের enter বাটন প্রেস করে কমেন্ট করা সম্পন্ন করতে পারেন।
  • ৪৫০ টি ফেইসবুক কমেন্ট ডাউনলোড করে নিন এইখান থেকে আর উপভোগ করুন আপনার ফেইসবুকিং
(Download it and then extract. Then use and enjoy)
Download Link: http://www.4shared.com/rar/r2gJbj0r/fb_comment_pic.html
Tag : ,

মোবাইল ফোনে বিনামূল্যে জানুন ফেসবুক আপডেট



সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক কম্পিউটারে ব্যবহার করার পাশাপাশি মোবাইল ফোন থেকেও ব্যবহার করার সুযোগ রয়েছে। এর জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয় না। অন্যান্য দেশের ব্যবহারকারীরা এসব নোটিফিকেশন - মেইলের পাশাপাশি মোবাইল ফোনেও পেয়েছেন এতদিন। এবার আমাদের দেশেও এসেছে সুযোগ। সম্প্রতি বাংলাদেশের দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বাংলালিংক ব্যবহারকা...রীদের জন্য সুবিধাটি চালু করেছে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন স্ট্যাটাস আপডেট, কারও ওয়ালে পোস্ট করা এবং নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেখার সুবিধা রয়েছে।
কীভাবে পাবেন সেবা? এর জন্য ফেসবুকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings অপশনে যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাবে যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে নিচের একটি পেজ খুলবে। যেখানে একেবারে নিচে লেখা রয়েছে Already received a confirmation code? লেখাটির ওপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নম্বর থেকে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেটির মেসেজ অপশনে গিয়ে fb লিখে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বর এবং বাংলালিংক ব্যবহারকারীদের ৩২৬৬৫ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার ফেসবুকের মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এবার যে Confirmation Code-টি এসএমএসে এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm- ক্লিক করুন। এখন কী কী নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলো ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরনের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না
Tag : ,

যেভাবে Facebook,Twitter এবং youtube থেকে আয় করবেন !!!

আজ আপনাদের আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি ফেসবুকের পেজের লাইক পাবেন সহজেই। এটা অনেকটা বিনিময়ের মত। মানে আপনি যতগুলো লাইক করবেন ততগুলো লাইক পাবেন। আপনি লাইক এর মাধ্যমে কয়েন অর্জন করবেন আবার সেই কয়েন এর বিনিময়ে আপনার পেজের লাইক পাবেন। সহজ হিসাব।এই সাইট এর মাধ্যমে আপনি facebook likes,facebook share,facebook page likes,facebook photo likes,youtube likes,youtube views,twitter follow ইত্যাদি খুব সহজেই বাড়াতে পারবেন এবং এর মাধ্যমে আপনি অনেক কয়েনও বাড়াতে পারবেন ।আবার আপনি চাইলে এই কয়েন সেল করে টাকা ও আয় করতে পারেন ।
আপনি payment পাবেন  bKash &  skrill  এর মাধ্যমে ।
আমার payment proof : all payments are recived by Bkash  .
Video Tutorial From Youtube For This Site :

trust
Last Payment This Friday :

2013-09-19
Share
Work Method:এখন আমি আপনাদের শিখাব facebook , Twitter কোথায় সেট করবেন এবং কিভাবে আয় করবেন । আমি আপনাদের এটা পিকচার এর মাধ্যমে বুঝিয়ে দিব ।তাহলে শুরু করা যাক । আপনি প্রথমে    রেজিস্ট্রেশন করতেCLICK HERE  http://shareyt.com/ এ লগিন করুন ।
তারপর আপনি Settings এ ক্লিক করুন । Settings এর ফাকা জায়গা গুলো পুরন করুন এবং শেষে আপনার password দিয়ে update এ ক্লিক করুন । ব্যাস , এতে আপানার facebook,twitter,youtube এবং অন্যান্য সব অ্যাকাউন্ট সেট করা হয়ে গেল । এখন Coin earn করার জন্য Earn Coin এ ক্লিক করেন । আপনি যদি Twitter follow করে Coin earn করতে চান তাহলে twitter.. Follow Users তে ক্লিক করেন । তারপর নতুন একটা পেজ আসবে । এখন আপনি Follow তে ক্লিক করবেন । প্রথমবার Follow করতে আপনার Twitter অ্যাকাউন্ট এর user name এবং password চাইবে । পরেরবার Follow করতে আর চাইবে না । শুধু Follow তে ক্লিক করলেই হবে । আপনার Follow করা হয়ে গেলে confirm এ ক্লিক করুন । তারপর red clour এর ওই লেখাটি আসলেই বুঝবেন আপনি সঠিক ভাবে Follow করতে পেরেছেন । এভাবেই আপনি facebook,twitter,youtube এবং অন্যান্য সব অ্যাকাউন্ট এর মাধ্যমে Coin earn করতে পারবেন । এখন আপনি আপনার সাইট এর ভিজিটর আনার জন্য Set Your Campaign – Start an Ad ক্লিক করুন ক্লিক করার পর একটা ফরম আসবে । ওই ফরম টায় আপনার ওয়েবসাইট এর সঠিক details দেন । সব খালি ঘরগুলো পুরন করা হলে Add Compaign এ ক্লিক করেন । তাহলেই আপনার সাইট এর বিজ্ঞাপন দেয়া হয়ে যাবে ।
Tag : ,

Facebook এর Security Code প্রায়ই মোবাইলে ৮/১০ ঘন্টা দেরি করে আসে, এই সমস্যার সমাধানে যা করতে হবে …

যারা Google এর  2 step verification ও Facebook এর Login Approval চালু করেছেন তারা জানেন Google এর verification code নিয়ে sms মূহুর্তেই আসে কিন্তু Facebook এর security code মাসে অন্তত পাচ দিন ঝামেলা করে। যাদেরটা ঝামেলা হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে। মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা বলে, Facebook হতেই এস.এম.এস আসেনি আর Facebook এর সাথে যোগাযোগ করলে তারা বলে, আমরা পাঠাইছি। Google ব্যবহার করে International No এবং Facebook করে পোর্ট (৩২৬৬৫) যা সহজে নিয়ন্ত্রনযোগ্য।

Google- এ বিকল্প দুইটা পদ্ধতি আছে : sms কোন কারনে না আসলে phone call এর মাধ্যমে তা সংগ্রহ করা যায়। পাশাপাশি তারা ১০টা ‘One Time Use – BackUp Code’ দেয়। Facebook যদি Google এর মত বিকল্প দুটি পদ্ধতি চালু করত তবে নি:সন্দেহে ঝামেলা হতে মুক্তি পেতাম। Yahoo ভিন্ন পদ্ধতি ব্যবহার করে “Sign In With Google”  (নিচের ছবিটি দেখুন)

যার মাধ্যমে “One Google Account : One Yahoo Account” এই ণীতিতে Google-এ Log In করা অবস্থায় Yahoo-র Website-এ “Sign In With Google” লিঙ্কে ক্লিক করলে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা সম্ভব হয়। এই পদ্ধতিতে লগ ইন করার সুযোগ যদি Techtunes, প্রথম আলো ব্লগ, Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa দিত তবে Hacker/Keylogger Software এর আশঙ্কা হতে মুক্ত হতাম। প্রত্যেকের হয়ত Personal PC  নেই বা বিভিন্ন কারনে বাইরে হতে লগ ইন করতে হয়।
সর্বোপরি Facebook এই বিকল্প লগ ইন চালু করলেও Security Code দেরিতে আসলে সমস্যা হত না। এই লেখাটি ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে তবে তারা হয়ত Sign In With Google ব্যবস্থা চালু করবে তবে Facebook এর দৃষ্টি আকর্ষন এর জন্য একটা Feedback Form পুরন করতে হবে, তার লিঙ্ক হল : https://www.facebook.com/help/contact/?id=142315805886940  আমি একটা খসড়া চিঠি ইংরেজীতে টাইপ করে নিচে দিলাম। যদি সহমত হন তবে নির্দিষ্ট লিঙ্কে যেয়ে ইমেইল এর জায়গায় আপনার ইমেইল ও Thanks এর শেষে আপনার নাম বসিয়ে সেন্ড করুন।
Hello Facebook,
Sometimes I have to use Facebook from Office or Cyber Café or Library. There are many hackers surrounding me who use key logger softwares and other techniques. So I must have to use  'Login Approval' Service.
PROBLEM:
I have started your 'Login Approval' Service but sometimes the Mobile Telecom Company, which I use, fails/delays to send the Security Code (for max 12 hours) at least for 5 to 6 days in a month, which results serious problem.
To get notification from Facebook is not important. Telecom can ban it but to get ‘Security Code’ is most important. Please tell the Telecom Company to charge standard sms rate for all outgoing message AND standard sms charge/free of charge for incoming ‘Security Code’ sms. What will they do for other incoming notification sms, will be decided by themselves.
PERMANENT SOLUTION :
Google sends verification code by its own name “Google” (the word Google displayed at the place of Sender’s name). Sometimes it shows a specific International no (eg. +447781470659). It is easy to block/control any port like 32665. YOU SHOULD USE AN INTERNATIONAL NO TO SEND SECURITY CODE.
(Please know, Google uses dynamic ip for HTTPS://www.youtube.com so it is hard to block YouTube by the Governments of Third world.)
I suggest you to provide Optional “Voice Call" service also like Google here. If sms delivery fails, we will collect code by receiving phone call. AND also provide Ten “One Time Use – Backup Code” like Google. If I loss my mobile phone or visit other State without roaming service, it will help.
ALTERNATIVE SOLUTION:
In the meantime, you can provide OpenID like "Sign In with Google” service including others. Yahoo uses different method “Sign in with Google” through which, based on “One Google Account : One Yahoo Account” policy anyone can login to Yahoo’s website without password just by clicking on “Sign in with Google”. I use it to login to http://www.mail.yahoo.com by my Google Account. (In Flickr it shows a small icon link for OpenID login, which looks good)
KEEP TWO SYSTEMS:
You can keep ALTERNATIVE SOLUTION beside PERMANENT SOLUTION. Then if user chooses OpenID’s icon link, s/he will directly enter to the account OR at next login (without change of settings) if s/he enters password, then server will start processing to send the ‘Security Code’
MORE FLEXIBLE:
Sometimes people are using multiple phones and also traveling world wide. Everywhere roaming is not available. If you provide the chance to use maximum 4 phone no. for getting ‘Security Code’, it will be more suitable. Two for own state, two for abroad. Just after entering the email address(ID) & password server will NOT directly send sms. It will ask to know in which no. server will send the code:
Which phone do you prefer to get the security code?
# +123*****78
# +123*****83
# +442*****33
# +880*****83
SUBMIT
After user’s selection in option button, server will send the code to specific no. Travelers will have to use one backup code after going abroad to setup a newly purchased local phone no.
Wish you good luck.
Thanks,
আরেকটু কষ্ট করুন। এই লেখাটি বাংলায় যা অন্য ভাষার পাঠকরা বুঝবেন না।  পৃথিবির বিভিন্ন রাষ্ট্র হতে বিভিন্ন ভাষার মানুষরা যদি Feedback পাঠায় তবে Facebook হয়ত দ্রুত সাড়া দিবে। আমি আমার ব্লগে Twitter, GoDaddy, Paypal, LinkedIn, Odesk, Wikipedia, Everyone, Alexa তে Feedback পাঠানোর জন্য আলাদা আলাদা চিঠির খসড়া ও লিংক দিয়েছি। হাতে সময় থাকলে ভবিস্যতের স্বার্থে, নিজের একাউন্ট নিরাপদ করার স্বার্থে সেগুলোতে-ও Feedback পাঠান।
Tag : , ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু