Archive for 2013-09-15
কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে
কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে
- ১. একই পি সি থেকে একাধিক একাউন্ট করলে আইডি ফ্ল্যাগ হতে পারে। সেক্ষেত্রে আইডি ভেরিফিকেশন করে নিলে সমস্যা হবে না।
- ২. ওডেস্ক অ্যাকাউন্ট ব্যান হওয়ার আরেকটি বড় কারণ কাভার লেটার স্প্যামিং, যেটির কারণ মূলত কপি পেস্ট। অন্যের কাভার লেটার তো কপি করবেনই না, বরং নিজের কাভার লেটারও বারংবার কপি না করে ঘুরিয়ে ফিরিয়ে লিখুন।
- ৩. কাভার লেটারে কোন প্রকার কন্টাক্ট ইনফরমেশন দিবেন না। কন্টাক্ট ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
- ৪. যারা ওডেস্কের বায়ার তাদের জন্য একটা কথা নিজের টিম মেম্বার কে হায়ার করলে অ্যাকাউন্ট ব্যান হবে না।
- ৫. বায়ার যদি আপনার সাথে কোন রকম ২ নাম্বারি করে তাহলে নিজে আ্যকশনে যাবার কোন দরকার নেই। বায়ারের সাথে কোন রকম বাকবিতন্ডা করবেন না। কারণ বায়ারের নেগেটিভ কমপ্লিমেন্ট আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই এক্ষেত্রে আপনি বায়ারের সকল উল্টা পাল্টা কর্মকান্ডের স্ক্রীনশট, তথ্য প্রমানাদি সংরক্ষন করুন এবং ঠান্ডা মাথায় ওডেস্ক কর্তৃপক্ষকে জানিয়ে দিন। তাহলে ওডেস্কই বায়ারকে ভাল উত্তম মধ্যম দিবে।
- ৬. কখনই অন্যের প্রোফাইলের জিনিসপত্র আপনার প্রোফাইলে বসাবেন না, সোজা বাংলায় নকল করবেন না। নকল করলেন তো মরলেন। একটা কথা মনে রাখবেন, ভাল একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলের অনুকরণ নয়, অনুসরণই আপনাকে সঠিক গন্তব্যে পৌছাতে সাহায্য করতে পারে।
- ৭. আপনি কখনই অন্যের পোর্টফোলিও নিজের নামে চালাতে যাবেন না। যদি এ কাজটি করেন তাহলে ফলাফল নগদেই হাতে হাতে পেয়ে যাবেন্।
Tag :
oDesk,
ডোমেইন নাম বাছাই টুল : ওয়েবসাইট তৈরি করার আগে
নতুন একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে একটি ভাল ও সুন্দর ডোমেইন নাম
বাছাই করতে হবে এটা আনেক গুরুত্বপূর্ণ একটি কাজ কারন কোন ভিজিটর যখন আপনার
ওয়েবসাইট এ আসবে ভিজিটর প্রথমে দেখবে আপনার ডোমেইন নাম। আর আমরা এমন একটি
ডোমেইন নাম বাছাই করব জাতে ভিজিটর ডোমেইনে নাম দেখেই যেন বুজতে পারে আসলে
ওয়েবসাইট কি বিষয় নিয়ে তৈরি।
আজ আমি আপানদের কষ্ট কমানোর জন্য কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা আপনাদের পসন্দের ওয়েবসাইট এর জন্য ভাল একটি ডোমেইন নাম বাছাই করতে পারেন।
ডোমেইন নাম বাছাই টুলঃ
১। Domainsbot:
এটি খুব সহজ ডোমেইন নাম বাছাই টুল। এই টুল এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কী ওয়ার্ড উপর ভিত্তি করে আপনার পছন্দের নিশ ডোমেইন নাম বাছাই করতে পারেন। আপনি এখান থেকে আপনার ডোমেইন নাম কিনতে পারেন। আরও জানতে Domainsbot
২। Nametumbler:
এটি আরও একটি ডোমেইন নাম বাছাই টুল। এখানেও আপনাকে কী ওয়ার্ড উপর ভিত্তি করে ডোমেইন নাম বাছাই করতে হবে। এই টুলটি ব্যবহার করতে আনেক সহজ। আরও জানতে NameTumbler
৩। Domain suggest tool:
এই টুলটি দিয়ে আপনি আপানর প্রয়োজনীয় ডোমেইন নাম যেমনঃ .com, .cc, .TV, .net. সার্চ করতে পাড়েন। আরও জানতে Domain suggest tool
৪। BustAName :
এটি খুব সহজ ডোমেইন নাম বাছাই টুল। এই টুল এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কী ওয়ার্ড উপর ভিত্তি করে আপনার পছন্দের নিশ ডোমেইন নাম বাছাই করতে পারেন। আরও জানতে BustAName
আজ আমি আপানদের কষ্ট কমানোর জন্য কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা আপনাদের পসন্দের ওয়েবসাইট এর জন্য ভাল একটি ডোমেইন নাম বাছাই করতে পারেন।
ডোমেইন নাম বাছাই টুলঃ
১। Domainsbot:
২। Nametumbler:
৩। Domain suggest tool:
এই টুলটি দিয়ে আপনি আপানর প্রয়োজনীয় ডোমেইন নাম যেমনঃ .com, .cc, .TV, .net. সার্চ করতে পাড়েন। আরও জানতে Domain suggest tool
৪। BustAName :
Tag :
html,