- Back to Home »
- Internet »
- মাত্র ৩৪৫ টাকায় গ্রামীন ফোনের ২ জিবি ইন্টারনেট ব্যাবহার করুন।
Sunday, May 4, 2014
আজ আপনাদের নতুন একটি টিপস্ শেয়ার করবো, যা আমি ব্যাবহার করছি এখন ।
এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনার সীমটি বন্ধু প্যাকেজে মাইগ্রেশান
করুন। ডায়াল করুন *১১১*৪৪*১# । তার পর একটিভ করুন বন্ধু প্যাকেজের নতুন
অফার ২৫ টাকায় ৭৫ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট। ডায়াল করুন *৫০০*৫৯#
আপনি
যদি একবার এই প্যাকেজটি একটিভ করেন তাহেলে ৭২ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে
১২১ থেকে কল আসবে এবং আপনাকে বলবে, আপনি আমাদের স্পেশাল গ্রাহক। আপনার জন্য
আমাদের নতুন অফার আপনি ৩৪৫/৩৫০ টাকা রিচার্জ করুন তাহলে আপনি পেয়ে যাবেন
গ্রামীন ফোনের থ্রিজি ২ জিবি ইন্টারনেট। যাহা চালু করার সাথে সাথে পাবেন ১
জিবি এবং ১০ দিন পরে পাবেন ১ জিবি। এই ২ জিবি প্যাকেজের মেয়াদ থাকবে ৪০
দিন। তাহলে আপনিও শুরু করে দিন।