Popular Post

zwani.com myspace graphic comments

Thursday, December 19, 2013

সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

106
ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু