- Back to Home »
- Facebook »
- নিয়ে নিন ৪৫০ টি FACEBOOK কমেন্ট পিকচার – আর উপভোগ করুন ফেইসবুকিং
Sunday, December 8, 2013
সবাইকে
স্বাগত ও বিনীত অভিনন্দন জানাচ্ছি আমার এই প্রথম টিউনটি দেখার জন্য ও
ধন্যবাদ জানাই টেকটিউনসকে আমাকে টেকবিষয়ক টিউন করতে অনুপ্রানীত করার জন্য ।
আশা করি সবাই এই ফেইসবুক কমেন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন।
ফেইসবুকে কমেন্ট পিকচার দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকেই এই পিকচার কমেন্ট করতে জানেন না, আবার যারা জানেন তারা কমেন্টের কালেকশন না থাকার কারণে তারা সবসময় সঠিক ও ভালো কমেন্ট করতে পারেন না। তাই আমি আমার এই প্রথম টিউনে সবার জন্য প্রায় ৪৫০ টি ফেইসবুক কমেন্ট দিচ্ছি যাতে সবাই ফেইসবুকটাকে আরো আনন্দময় করে তুলতে পারে।
Download Link: http://www.4shared.com/rar/r2gJbj0r/fb_comment_pic.html
ফেইসবুকে কমেন্ট পিকচার দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকেই এই পিকচার কমেন্ট করতে জানেন না, আবার যারা জানেন তারা কমেন্টের কালেকশন না থাকার কারণে তারা সবসময় সঠিক ও ভালো কমেন্ট করতে পারেন না। তাই আমি আমার এই প্রথম টিউনে সবার জন্য প্রায় ৪৫০ টি ফেইসবুক কমেন্ট দিচ্ছি যাতে সবাই ফেইসবুকটাকে আরো আনন্দময় করে তুলতে পারে।
যেভাবে কমেন্টকরবেনঃ
- ১. যে পোস্ট এ আপনি কমেন্ট করতে চান এই কমেন্ট এর ডান পাশে লক্ষ্য করুন
- ২. আপনি একটি ক্যামেরার মত আইকন দেখতে পাবেন
- ৩.আপনি ওই ক্যামেরা আইকনে মাউস পয়েন্টার রাখলে Attach a photo দেখাবে
- ৪. এইবার আপনি ওই ক্যামেরা আইকনে ক্লিক করুন
- ৫. আপনার কমেন্ট পিকচার বা ছবিটা যেখানে আছে তা দেখিয়ে দিন ও ওপেন করুন
- ৬. কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন কমেন্টে আপনার কাঙ্খিত ছবিটি আপলোড হয়ে গেছে
- ৭. এবার আপনি চাইলে এর উপরে কিছু লেখতে পারেন বা সরাসরি কি-বোর্ডের enter বাটন প্রেস করে কমেন্ট করা সম্পন্ন করতে পারেন।
- ৪৫০ টি ফেইসবুক কমেন্ট ডাউনলোড করে নিন এইখান থেকে আর উপভোগ করুন আপনার ফেইসবুকিং
Download Link: http://www.4shared.com/rar/r2gJbj0r/fb_comment_pic.html