Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label Internet. Show all posts

opera 7.5 দিয়ে আনলিমিটেড free net চালান জিপিতে।

এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে।যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না।
android trick:
go to settings=>mobile networks=>access point names=>
New apn
Neme:biju
apn:gpinternet
proxy:141.0.11.253
port:80
তারপর নিচ থেকে ওপেরা টা নামান অইটা দিয়ে এন্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রী চালান :D
http://torbd.com/software/view/11053444
(Opera টা প্রথমবার ইনষ্টল হতে MB লাগবে কিছু
তাছাড়া আপনি
Proxy:141.0.11.241
Port:80
দিয়ে ফ্রী ইনষ্টল করতে পারেন তারপর আবার 141.0.11.253 ঐ প্রক্সির সেটিংস টা এক্টিভ করতে হবে)
Tag : ,

2020 সালে আসছে 5G নেটওয়ার্ক

আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো 5G নেটওয়ার্ক সম্পর্কে কিছু কথা।
২০২০ সালে আসছে 5G   
আমরা যখন 3G নেটওয়ার্ক নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি এমন সময় দক্ষিন কোরিয়া ভাবছে 5G নেটওয়ার্ক নিয়ে।এই

প্রকল্পের জন্য তাদের খরচ হচ্ছে প্রায় ১৫০ কোটি ডলার।শুধু দেশেই নয় সারা বিশ্ব ব্যাপী এই নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চেয়েছে কোরিয়া। তাদের প্রযুক্তি মন্ত্রনালয় জানিয়েছে ২০২০ সাল লক্ষ্য করে কাজ শুরু করা হলেও 5G সেবা হাতে চলে আসবে আগামি বছরই।তবে শুরুতে এটি শুধু থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তাও আবার পরীক্ষামূলক ভাবে।আর দুবছর পর অর্থাৎ ২০১৭ সালে তৈয়েরি করা হবে 3D Mobile. কোরিয়া বলেছে এই মোবাইল এ গতি পাওয়া যাবে ১ গিগা বাইট পার সেকেন্ড।পুরো 5G সেবা চালু হবে ২০২০ সাল থেকে। কোরিয়া বলেছে স্যামসাঙ এর মধ্যে 5G নিয়ে কাজ শুরু করে দিয়েছে। অনেকটা এগিয়ে যাচ্ছে হুয়াওয়াওই।
এখন দেখা যাক কি হয়। কবে আসে 5G Network >>>>
বিঃ দ্রঃ 5G নেটওয়ার্ক হবে গতির দিক দিয়ে এক হাজার গুণ বেশি 4G এর চেয়ে।
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু