Popular Post

zwani.com myspace graphic comments

Sunday, July 21, 2013

আগেই বলে নিই আপনার (যারা জানেন না) এডসেন্স অবশ্যই এক্টিভ/ এনাবল থাকতে হবে ফিড এডসের জন্যে।
গতকাল আমার পরিচিত এক লোক বলল উনার নাকি ফিডে এড দেখাচ্ছে না। আমি ওনাকে বললাম আপনার এডসেন্স প্যানেল থেকে ফিড add করেছেন ?
উনি বলল "ঢুকতেই তো পারছি না আপনার দেওয়া লিংকে!"
পরে বুঝলাম উনার এডসেন্স এক্টিভ না, অথচ উনি ফিড এডস দিতে চান ব্লগে!!!!!!!!
-----------------------------------------
এর আগে এডস ফর কন্টেন্ট নিয়ে হালাকা ভাবে একটা পোস্ট দিয়েছিলাম। আজকে আবার এডসেন্স নিয়ে একটু আলোচনা করব। এই পোস্টে এডস ফর ফিড নিয়ে একটু কথা বার্তা আছে।
গুগল এডসেন্সে মোট চার ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করি। বাংলাদেশে অনেকেই এই প্রোডক্ট ব্যবহার করে। কিন্তু এমনও ব্লগার আছে যারা ব্যবহার তো দূরের কথা এই সম্পর্কে জানেনই না। আবার অনেকে জানার চেষ্টা করছেন। গত মাসে আমার এক বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছিল। পরীক্ষার কারনে লিখতে পারি নাই এতদিন।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
  1. AdSense for Content
  2. AdSense for Search
  3. AdSense for Feeds
  4. AdSense for Domains

কিভাবে তৈরী ফিড এডস তৈরী করবেন ?

মেন্যুয়ালি ফিডবার্নার থেকেও করতে পারেন। আবার ব্লগার ডট কম থেকেও করতে পারেন যদি গুগলের এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার করে ব্লগ বানান। আমি ব্লগার ডট কমে কি ভাবে করতে হয় বর্ননা দিচ্ছি।
প্রথমে ব্লগার ডট কমের ড্যাশবোর্ডে যান। তারপর যে ব্লগের ফীডে এডস দেখাতে চান সেখানে Monetize অপশনে ক্লিক করেন। নিচের ছবির মত।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
এখন Adsense for Feeds এ ক্লিক করে সেট করে নিন। পোস্টের কোথায় দেখাতে চান , উপরে না নিচে ? তাপর NEXT এ ক্লিক করে ফিড সেভ করে নিন। নিচের ছবির মত।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
তারপর এই রকম একটা লেখা আসবে -
AdSense for Feeds: Setup Complete
Your blog's feed is now redirecting to http://feeds.feedburner.com/ImABadBoy, and AdSense For Feeds is enabled.
এর মানে আপনার ব্লগের ফিড বার্ন হয়ে গেছে। এটা ব্লগার অটোমেটিক করে দিয়েছে। যদি আপনি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করেন তাহলে ফিডবার্নার দিয়ে মেন্যুয়ালি বার্ন করতে হবে। যেহেতু আমি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করি না তাই স্ক্রিনশট দিতে পারলাম না। এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
এখনো শেষ হয় নাই ফিড এডসের কাজ! আপনাকে এডসেন্স এর প্যানেল থেকে ফিড add করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করেন https://www.google.com/adsense/aff-settings অথবা মেন্যুয়ালি এডসেন্স প্যানেল থেকে যেতে পারেন। নিচের ছবিটা দেখুন।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
আশা করি সবার কাজে আসবে। যদি না বুঝেন মন্তব্য আপনার জন্যে উন্মুক্ত।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু