- Back to Home »
- Adsense »
- CL ad posting job
Monday, August 26, 2013
এক্ষেত্রে আমি যে অসুবিধায় পড়ি তাহলে বায়াররা একে সংক্ষিপ্ত ভাবে CL add posting হিসাবে প্রজেক্টের বর্ননায় লিখত।
আসলে এটি হল আমেরিকা জনাব ক্রেইগ নিউমার্ক ১৯৯৫ প্রতিষ্ঠিত একটি সাইট
যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের পন্যের কেনাবেচার এ্যাড, চাকুরির
বিজ্ঞাপন, রেজুইমি, ফোরাম আলোচনা ইত্যাদি বিনা মূল্যে পোস্ট করতে হবে। সাইটটির ঠিকানা হলো www.craiglist.org যাহোক এব্যাপারে আপনা উইকিপিডিয়া আরও তথ্য পাবেন। তবে আমি আপনাদের যে সম্পর্ক জানাব তাহলে এতে কিভাবে এ্যাডপোস্ট করতে হয় । প্রথমেই বলে নেই , এই সাইটিতে কিন্তু খুব বেশি গ্রাফিক্সের ব্যবহার নেই এবং পেজ লোড হতে খুবই কম সময় লাগে। কিন্ত তারপর এতে এ্যাড পোস্ট করা বেশ ঝামেলার কাজ যখন আপনি আমেরিকার কোন শহরের জন্য এ্যাড পোস্ট করতে চাইবেন। এজন্য দরকার আপনার PVA ( বিস্তারিত জানতে আমার এসম্পর্কিত পোস্টটি পড়ুন) ।
বায়াররা সাধারনত চায় বিভিন্ন শহরে বিভিন্ন সময় তাদের এ্যাডটি পোস্ট করা
হোক – এতে তাদের সাইটে বা প্রতিষ্ঠানে ভিজিটর আসার সম্ভাবনা বৃদ্ধি পায়
কিনা ! এছাড়া বায়াররা সাধারনত ১০০ টি করে এ্যাড পোস্ট করতে বলে এবং এর জন্য
তারা ৩ – ৪ দিন সময় সীমা নিদ্ধারন করে থাকে। এসময়ের ভিতর আপনাকে প্রতিদিন নিদিষ্ট সংখ্যক শহরে একই বা বিভিন্ন এ্যাড পোস্ট করতে হয় এবং সেগুলোর লিক্ঙ বায়ারকে রিপোর্ট করতে হয়। কাজটি বেশ সহজ এবং এতে আয় করা যায়ও সহজে যদি আপনার একটি PVA থাকে! তবে অনেক সময় বাযাররাও PVA এর যোগান দিয়ে থাকে। সেক্ষেত্রে কোন কথাই নেই। এসম্পর্কিত কাজ গুলো গেটএফ্রিল্যান্সার সাইটেই বেশি দেখা পাওয়া যায়।