- Back to Home »
- আপনার computer বা laptop er c drive space দিন দিন কমে যাচ্ছে ? তাহলে পোষ্টটি আপনার জন্য।
Saturday, September 28, 2013
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? অনেকের কম্পিউটার বা ল্যাপটপে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল না করলেও দিনে দিনে সি ড্রাইভ স্পেস কমে যায়। এই সমস্যার সমাধানে আজ নিয়ে এলাম আপনাদের জন্য ছোট্ট একটি সফটওয়্যার। সাইজ ? মাত্র 2 MB । এই সফটওয়্যারটি দ্বারা আপনার কম্পিউটারে জমে থাকা সকল আবর্জনা ও জঞ্জাট নিমিষেই সাফ করতে পারবেন। সি ড্রাইভের হারানো স্পেসও ফিরে পাবেন। ফিরে পাবেন পূর্ণ গতি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক- তবে আরেকটি কথা বলে নেই, সফটওয়্যারটির নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। আশা করছি এর কার্যকরী যোগ্যতা সম্পর্কে আর আপনাদের ধারনা দিতে হবেনা। তাহলে চলুন শুরু করা যাক-
প্রথমে আমার দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি ওপেন করুন। নিচের ছবিটির মতো দেখাবে। এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ Internet Explore Cache, Internet Explore Cookies ইত্যাদি ইত্যাদি যা দেখতেছেন সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন। তারপর Start Smart Cleaning Process এ ক্লিক করুন। এখন একটি অপশন আসবে। এবার Yes এ ক্লিক করুন। দেখুন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে। ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখুন আপনার পিসি বা ল্যাপটপ আগের চেয়ে অনেক গুন বেশী স্পিডি হয়ে গেছে। আপনার সি ড্রাইভের স্পেসও বেড়ে গেছে।
শুধুমাত্র নিরবে কাজ করে চলে যাবেননা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন সবাই।