- Back to Home »
- Joomla »
- জুমলা শিখুন (পার্ট-৩) (Install জুমলা)
Thursday, September 26, 2013
জুমলা ইন্সটল করার জন্য প্রথমে আপনার সার্ভার ইন্সটল করতে হবে। তাই
প্রথমে WAMP প্যাকেজটা ইন্সটল করুন। ইন্সটল করা খুব সহজ। তার পর ও আমি ধাপ
গুলো দিয়েছিঃ
প্রথমে WAMP সফটওয়ার টা ওপেন করুন। দেখবেন নিছের মত আসবে।
এবার কি ভাবে জুমলা ইন্সটল করবেন তা ধাপে ধাপে দেখাচ্ছি।
প্রথমে আপনার জুমলা Zip File টিকে একটি ফোল্ডারে decompress করুন। ফোল্ডার টির একটি সহজ নাম দিন যাতে মনে রাখতে পারেন। আমি নাম দিয়েছি blog ।
এখন আপনার C ড্রাইভ বা যে ড্রাইভ WAMP ইন্সটল করেছেন তা ওপেন করুন। WAMP ফোল্ডার টি ওপেন করুন। এখনে দেখবেন WWW নামে একটি ফোল্ডার রয়েছে তার মধে আপনার decompress করা জুমলা ফোল্ডার টিকে পেষ্ট করুন।
এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐ খানে ( http://localhost/আপনার রিনেইম করা ফোল্ডারে নাম)
যেমন আমার ক্ষেত্রে http://localhost/blog লিখে ok করুন। বা http://localhost এখানে গেলে your project এর নিচে আপনার ফোল্ডারটি দেখতে পাবেন এখানে ও ক্লিক করে যেতে পারেন। ফলে নচের মত দেখতে পবেন,
Host name হিসেবে localhost লিখুন। আপনার নাম এবং পাসওয়ার্ড দিন, এবং ডাটাবেজ নেম হিসেবে আপনার ঐ ফোল্ডারের নাম দিন। আমারটির নাম ছিল blog তাই আমি blog দিলাম।
তার পর নেক্সট করুন।
আপনি FTP মানে File Transfer Protocol ব্যব্যহার করবেন কিনা। তার Configuration করুন। না করলে নেক্সট করুন। আমি করি নাই।
এখানে আপনার Email ID এবং পাসওয়ার্ড দিন। নিচে দেখবেন Install simple Data নামে একটি Option আছে এখানে ক্লিক করলে একটি সুন্দর জুমলা সাইট ইন্সটল হবে। এটা না করে আপনি নেক্সট চাপুন। তাহলে একটি খালি এবং নতুন সাইট ইন্সটল হবে। তবে আপনি জানার জন্য Install simple Data করে দেখতে পারেন। অনেক কছু জানতে পারবেন।
এটা একটু সুন্দর ভাবে খেয়াল করুন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থকবে। এগুলো মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।
এখনে বলা হয়েছে যে Installation Directory টি Remove করতে। তার জন্য প্রথমে C Drive এ ডুকে
WAMP এ যান । তার পর WWW থেকে আপনার রিনেইম করা জুমলা ফোল্ডারে ঢুকুন। আমার জন্য এ ফোল্ডারের নাম blog. এখান থেকে Installation ফোল্ডার টি Delete করে দিন। তার পর উপরের চিত্রের মত যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন। ব্যস আপনার জুমলা ইন্সটলেশন শেষ হয় গেলো। আপনাকে আপনার নতুন জুমলা সাইটে নিয়ে যাবে।
প্রথমে WAMP সফটওয়ার টা ওপেন করুন। দেখবেন নিছের মত আসবে।
নেক্সট এ ক্লিক করুন।
I accept the agreement সিলেক্ট করে আবার নেক্সট এ ক্লিক করুন।
ডিরেক্টরি পরিবর্তন না করলেও চলবে। নেক্সট এ ক্লিক করুন।
আপনার ইচ্ছে হলে সিলেক্ট করুন না হলে নেক্সট এ ক্লিক করুন।
ইন্সটল এ ক্লিক করুন।
ফিনিশ করুন। এখন wamp server রান হবে। এবং সিস্টেম ট্রে তে নতুন একটি আইকন দেখবেন।
এটার মধ্যে ক্লিক করুন।
এখান থেকে Put Online এ ক্লিক করুন। প্রথম ধাপ শেষ। আপনার কম্পটার এখন লোকাল সার্ভার এ পরিনত হয়েছে।
এখন আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐখানে localhost (http://localhost/) লিখে Ok করুন। নিছের মত দেখতে পারবেন।
যদি দেখতে না পান তাহলে আপনার কোন ভুল আছে। ভুল গুলো দেখে আবার চেষ্টা করুন।
এখন আপনি Joomla Install করার জন্য প্রস্তুত।এবার কি ভাবে জুমলা ইন্সটল করবেন তা ধাপে ধাপে দেখাচ্ছি।
প্রথমে আপনার জুমলা Zip File টিকে একটি ফোল্ডারে decompress করুন। ফোল্ডার টির একটি সহজ নাম দিন যাতে মনে রাখতে পারেন। আমি নাম দিয়েছি blog ।
এখন আপনার C ড্রাইভ বা যে ড্রাইভ WAMP ইন্সটল করেছেন তা ওপেন করুন। WAMP ফোল্ডার টি ওপেন করুন। এখনে দেখবেন WWW নামে একটি ফোল্ডার রয়েছে তার মধে আপনার decompress করা জুমলা ফোল্ডার টিকে পেষ্ট করুন।
এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐ খানে ( http://localhost/আপনার রিনেইম করা ফোল্ডারে নাম)
যেমন আমার ক্ষেত্রে http://localhost/blog লিখে ok করুন। বা http://localhost এখানে গেলে your project এর নিচে আপনার ফোল্ডারটি দেখতে পাবেন এখানে ও ক্লিক করে যেতে পারেন। ফলে নচের মত দেখতে পবেন,
এখান থেকে ভাষা সিলেক্ট করে নেক্সট করুন।
আপনার কম্পিউটারের ক্ষমতা আছে কিনা আর কি কি আছে তার একটি লিস্ট। নেক্সট করুন।
জুমলার লাইচেন্স সর্ম্পরকে বলছে। যদিও এটা ওপেন সোর্স। নেক্সট করুন।
এটা একটু সুন্দর ভাবে পূরন করুন। এটা ই প্রধান। আমি নিচের মত করে পূরন করেছি।
Host name হিসেবে localhost লিখুন। আপনার নাম এবং পাসওয়ার্ড দিন, এবং ডাটাবেজ নেম হিসেবে আপনার ঐ ফোল্ডারের নাম দিন। আমারটির নাম ছিল blog তাই আমি blog দিলাম।
তার পর নেক্সট করুন।
আপনি FTP মানে File Transfer Protocol ব্যব্যহার করবেন কিনা। তার Configuration করুন। না করলে নেক্সট করুন। আমি করি নাই।
এখানে আপনার Email ID এবং পাসওয়ার্ড দিন। নিচে দেখবেন Install simple Data নামে একটি Option আছে এখানে ক্লিক করলে একটি সুন্দর জুমলা সাইট ইন্সটল হবে। এটা না করে আপনি নেক্সট চাপুন। তাহলে একটি খালি এবং নতুন সাইট ইন্সটল হবে। তবে আপনি জানার জন্য Install simple Data করে দেখতে পারেন। অনেক কছু জানতে পারবেন।
এটা একটু সুন্দর ভাবে খেয়াল করুন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থকবে। এগুলো মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।
এখনে বলা হয়েছে যে Installation Directory টি Remove করতে। তার জন্য প্রথমে C Drive এ ডুকে
WAMP এ যান । তার পর WWW থেকে আপনার রিনেইম করা জুমলা ফোল্ডারে ঢুকুন। আমার জন্য এ ফোল্ডারের নাম blog. এখান থেকে Installation ফোল্ডার টি Delete করে দিন। তার পর উপরের চিত্রের মত যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন। ব্যস আপনার জুমলা ইন্সটলেশন শেষ হয় গেলো। আপনাকে আপনার নতুন জুমলা সাইটে নিয়ে যাবে।
যা দেখতে ইউপরের চিত্রের মত হবে।