- Back to Home »
- Internet »
- এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।
Wednesday, October 2, 2013
বর্তমানে আমরা অনেকেই একাধিক ল্যাপটপ/পিসি ব্যাবহার করে থাকি, আবার এখন মোবাইল ফোনে WiFi ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব ...সহজেই। শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার পিসি/ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন।
যা যা করতে হবেঃ
১। Hostpot Name >> নিজের ইচ্ছা মত যেকোনো নাম দিন
২। Password >> নিজের ইচ্ছা মত যেকোনো Password দিন
৩। Internet >> আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন। যেমন, Broadband চালালে Broadband সিলেক্ট করুন
৪। Advanced >> এখানে দেখুন Shar over & sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করুন।
৫। এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে। এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে। আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন।
এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।