- Back to Home »
- pen drive , memory card অথবা সকল প্রকার Removable Drives এর Icon পরিবর্তন করুন (software ছাড়া)
Friday, October 4, 2013
আজকের সাধারণ এই কম্পিউটার ট্রিকস
এর মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভ, মেমোরি কার্ড অথবা সকল প্রকার
Removable Drives এর আইকন পরিবর্তন করে নিতে পারবেন। কাজটি নানান ভাবে করা
যায় কিন্তু আমরা কোন সফটওয়্যার ব্যাবহার না করে ছোট একটি ব্যাচ কোডিং এর
সাহায্যে এটি করে নিব। তাহলে শুরু করেন স্টেপ বাই স্টেপ ছবি সহ নিচে দেয়া
হল।
-
1শুরুতেই একটি আইকন তৈরি করে নিন ৩৪ pixels সাইজের। না পারলে গুগল থেকে খুজুন।
-
2এবার একটি Autorun ফাইল বানাতে হবে নোটপ্যাড খুলুন।
-
3প্রথম লাইনে [AutoRun] লিখুন
-
4এবার আপনার drive এর নাম লিখুন দ্বিতীয় লাইনে। এভাবে label=Name
-
5তৃতীয় লাইনের মাঝে আইকন যুক্ত করুন এভাবে: ICON=your-icon-file.ico
-
6Click File, then Save As. Change the file type to “All” and name it AUTORUN.inf
-
7এবার আপনার autorun.inf ফাইলটি দেখতে এমন হবে।
- [AutoRun]
label=My USB Drive
ICON=myusbdrive.ico
- [AutoRun]
-
8মনে রাখুন যে আপনার আইকন ফাইলতির নাম অবশ্যই এখানে দেয়া নাম হতে হবে।
-
9Note:
- আপনার আইকন ফাইলটি / ছবিটি যদি ফোল্ডার এর ফেতরে থাকে তাহলে ফোল্ডার পাথ দিবেন অবশ্যই।
-
- .INF ফাইলটি অবশ্যই এভাবে সেভ করবেন আগেও বলেছি।
-
10ফাইলের নামগুলো আবারো চেক করে নিন।
এবার যে কোন কম্পিউটার এ আপনার পেন ড্রাইভ ওপেন করে দেখুন আপনার আইকন দেখতে পাবেন।