Popular Post

zwani.com myspace graphic comments

Thursday, December 19, 2013

আপনারা জানেন এয়ারটেলে সম্পূর্ণ ফ্রি নেট ব্যবহার করা যায় না , কিছু মেগাবাইট কিনতে হয় যা আস্তে আস্তে খরচ হয় । ধরে নিলাম , আপনি ২০ মেগাবাইটের একটি প্যাকেজ ক্রয় করেছেন , এখান থেকে আস্তে আস্তে মেগাবাইট খরচ হবে । মজার বিষয় বিভিন্ন জন বিভিন্ন সময় ধরে এই ২০ মেগাবাইট টিকিয়ে রাখতে পারে । কেউ ৫ ঘণ্টা , কেউ ১০ ঘণ্টা , কেউ আবার এর চেয়েও অনেক বেশি , প্রায় ১ সপ্তাহ । যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস ।  আমাদের উদ্দেশ্য হবে এই ২০ মেগাবাইটকে যত বেশি সময় টিকিয়ে রেখে যত বেশি ইন্টারনেট ব্যবহার করা যায় । আজকের টিউন কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি ।
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল 
খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল
১। http://www.mediafire.com/download/zqbyywx7nn3rgr7/Proximitron.zip এখান থেকে জীপ ফাইলটি ডাউনলোড করে যেকোন ড্রাইভে Extract করুন ।
২। Proxomitron এ ডাবল ক্লিক করুন । দেখুন এটি Taskbar এ দেখাচ্ছে । সেখানে ক্লিক করে Proxomitron ওপেন করুন।


৩। Automatic config ফাইল লোড না হলে, Load এ ক্লিক করুন । default config ফাইলটি চিনিয়ে দিন ।

৪। মডেম কানেক্ট করুন । APN- internet (20 MB package নেওয়ার জন্য ডায়াল করুন *321*77# )
৫। BYPASS FILTERS এ ক্লিক করুন ।

৬। Browser এ Proxy- 127.0.0.1 এবং Port- 8080 সেট করুন ।
৭। Browser এ হোমপেজ সেট করুন 0.facebook.com অথবা সরাসরি address বারে লিখুন 0.facebook.com , enter চাপুন ।
৮। 0.facebook.com পেজটি redirect হয়ে নিচের মত পেজ আসবে । url লিখার জায়গায় আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে ইন্টারনেট ব্রাউজ ও ডাউনলোড করুন । (  Download করার সময়  দেখাবে -  download from 0.facebook.com )

৯। আমি config ফাইলে কয়েকটি Proxy Server যোগ করে দিয়েছি । যেমন- hidethisip.net:80
85.17.141.35:80
german-proxy.de:80
zacebook.com:80
যদি আপনি Proxy Server পরিবর্তন করতে চান তাহলে Proxomitron এ manage proxies এ ক্লিক করে নিচের মত Proxy Server সিলেক্ট করতে পারেন ।

খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
শুধু ফ্রি নেটের ক্ষেত্রেই নয় , টাকা দিয়ে যারা অন্য ISP ব্যবহার করেন তাদের জন্যেও নিচের কিছু বিষয় কাজে আসবে আশা করি ।
১। এই পদ্ধতি ব্যবহার করার সময় আপনি কখনই ভুল করেও address বারে 0.facebook.com ব্যবহার না করে অন্য url ব্যবহার করবেন না । অবশ্যই 0.facebook.com দিয়ে enter চাপুন । আপনি ইন্টারনেটের যত গভীরেই প্রবেশ করুন না কেন , প্রত্যেকটি সাইটে url নিচের মত শুরুতে http://0.facebook.com........................... দিয়ে দেখাবে । এটি অটোমেটিক জেনারেট হবে ।

২। আপনার পিসিতে সকল ধরনের Automatic Update বন্ধ করে দিন । কারন Update নিতে গেলে এই ২০ MB আগামী ২০ মিনিটেই শেষ হয়ে যাবে ।
৩। আপনাকে খেয়াল রাখতে হবে পিসিতে Proxomitron এবং Browser ছাড়া অন্য কোন software Data / ইন্টারনেট ব্যবহার করছে কিনা , করলে ঐ Data / ইন্টারনেট ব্যবহারকে বন্ধ করতে হবে ।
প্রথমে আমরা খুঁজে বের করব এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এর জন্য Run এ লিখুন cmd , enter চাপুন । cmd ওপেন হবে । এবার লিখুন - netstat –b (netstat এর পরে একটি স্পেস হবে ) । enter চাপুন । নিচের মত লিস্ট দেখতে পাবেন । এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এখানে PID -র নং আপনার প্রয়োজন হবে।

উপরের ছবিতে দেখা যায় আমার পিসিতে শুধু Proxomitron , Firefox Browser  এবং cometbird এ ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এগুলো পরিচিত নাম তাই হয়ত PID ছাড়াই আপনি এগুলো বন্ধ করতে পারেন । কিন্তু অনেক ক্ষেত্রে PID প্রয়োজন হবে ।
ধরুন , আপনার পিসিতে অন্য software Data / ইন্টারনেট ব্যবহার করছে । তাহলে তাকে বন্ধ করবেন কিভাবে ? আমি এখানে cometbird বন্ধ করে দেখাব । মনে রাখুন এখানে cometbird এর PID –3208
এবার Ctrl+Alt+Delete চেপে Task Manager ওপেন করুন । View এ ক্লিক করুন । select columns এ ক্লিক করুন । PID তে টিক দিয়ে ok ক্লিক করুন ।


Task Manager এ Processes ক্লিক করুন । এবার উপরের PID নং মিলান । এবার সেটাতে ক্লিক করে End Process ক্লিক করুন । বন্ধ হয়ে গেল তার চুরি করে মেগাবাইট খাওয়ার গল্প ।

PID For Process Identifier
netstat –ano কমান্ডে আপনি যে তথ্য পাবেন তা Real Time তথ্য নয় ।
zacebook proxy server ব্যবহার করলে DWC error/java script error দেখাবে । এই সমস্যার সমাধান পেতে এবং ব্রাউজে স্পীড বেশি পেতে  ফলো করুন ।

ব্রাউজিং এ সুপার স্পীড পেতে আমরা যা ব্যবহার করবঃ-
ক। ১ টি Mozilla Firefox Browser
খ। জানা/অজানা কিছু Tweaks (Firefox latest version এ নিচের অনেক Tweak already অন্তর্ভুক্ত থাকতে পারে । সেক্ষেত্রে আপনি শুধু ঐ Tweak এর  value ঠিক আছে কি তা যাচাই করতে পারেন  )
গ। NoScript নামের ১ টি Firefox Add-ons ।
তাহলে শুরু করা যাক -
১। যদি Mozilla Firefox Browser ইন্সটল দেওয়া না থাকে , তাহলে ইন্সটল দিয়ে নিন । latest version হলে ভাল হয় ।
২। address bar লিখুন  about:config  এরপর enter চাপুন । I’ll be careful, I promise! এ ক্লিক করুন ।

৩। Search এ লিখুন network.http.pipelining  এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৪। Search এ লিখুন  network.http.pipelining.maxrequests এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  করে দিন ।

৫। Search এ লিখুন network.http.proxy.pipelining এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৬। Search এ লিখুন network.dns.disableIPv6 এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৭। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.interrupt.parsing
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
৮। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.max.tokenizing.time

Value দিন 2250000  এরপর ok ক্লিক করুন ।

( নিচের tweak গুলো সাবধানতার সাথে যোগ করুন । ছবি আপলোড দিতে পারলাম না বলে দুঃখিত )
৯। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.interval
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১০। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.ontimer
Value দিন true  এরপর ok ক্লিক করুন ।
১১। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.notify.backoffcount
Value দিন 5  এরপর ok ক্লিক করুন ।
১২। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন content.switch.threshold
Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।
১৩। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।
নতুন window ওপেন হলে নাম দিন nglayout.initialpaint.delay
Value দিন 0  এরপর ok ক্লিক করুন ।
১৪। Search এ লিখুন network.proxy.socks_remote_dns এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।
উপরের কাজগুলো আশা করি সঠিক ভাবে করেছেন । এবার NoScript Add-ons ইন্সটল দেওয়ার পালা । এটা কিভাবে কাজ করে তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে ।এটি অনাকাঙ্ক্ষিত সকল java script কে বাঁধা দিতে পারে যে script গুলো আপনার ব্রাউজিং স্পীডকে স্লো করে দেয় । পাশাপাশি এটি আপনার ওয়েব ব্রাউজিং এ নিরাপত্তা নিশ্চিত করে । এই দেখুন কাকে কি বলছি ! এগুলো তো আপনারা জানেন ।  তাই চলুন শুধু ইন্সটল ও সেটিং পদ্ধতি নিয়ে কিছু কথা বলি ।
১। এখানে যান । ইন্সটল কে ক্লিক করুন । allow করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । download শেষে ইন্সটল করুন ।
২। Mozilla Firefox এর Tools-Add-ons-Extensions এ গিয়ে NoScript এর options এ ক্লিক করুন ।

৩। Whitelist এ ক্লিক করুন । Whitelist এর সকল url সিলেক্ট করে কীবোর্ড এ ডিলিট চাপুন । অর্থাৎ Whitelist এর সকল url ডিলিট করে ফেলুন । ok ক্লিক করুন ।

৪। Mozilla Firefox ক্লোজ করে আবার চালু করুন ।
৫। ভাল ফলাফলের জন্য আপনাকে manually java Script বন্ধ করতে হবে । আমি এখানে একটি ওয়েব সাইট দিয়ে উদাহরণ দিব । কিন্তু আপনি যখনই কোন ওয়েব সাইটে  যাবেন তখনই manually java Script বন্ধ করে দিবেন । একবার বন্ধ করলে প্রতিদিন আপনাকে আর এই কাজ করতে হবেনা ।
৬। ধরুন আপনি http://bdmusic24.net/  সাইটে প্রবেশ করলেন । Firefox এর address bar এর ঠিক বামে , যেখানে favicon থাকে । সেখানে NoScript এর favicon  দেখাচ্ছে. সেখানে ক্লিক করুন । Untrusted এ ক্লিক করুন । mark ………….. as untrusted  . এখানে অনেক গুলো Domain দেখাচ্ছে - যেমন -
mark wordpress.com as untrusted
mark facebook.com as untrusted
mark gandrad.org as untrusted
mark  onclikads.net as untrusted
ইত্যাদি।
এক এক করে প্রতি টি Domain এ ক্লিক করুন । এমনকি http://bdmusic24.net/  সাইটকেও ।  তাহলে সবগুলো  Untrusted লিস্টে যোগ হবে । এই Domain গুলো যদি অন্য কোন সাইটে ও থাকে তারপরও আপনাকে আর কখনও এগুলো Untrusted লিস্টে যোগ করতে বলা হবে না ।  আমি কি বুঝাতে পেরেছি , নাকি পেরেছি ?

৭। Firefox এর নিচের দিকে NoScript এর একটি বার দেখাবে । সেখানে ম্যাসেজ এ আপনি দেখতে পাবেন কত টি Script কে বন্ধ করা হয়েছে । নিচের ছবির মত ।

৮। আর একটি কথা কিছু সাইট java script ছাড়া চালান সম্ভব হবে na। যেমন - ফেসবুক ।
আপনি পূর্বে ফেসবুক Untrusted এ নিয়েছেন । সমস্যা নেই । যখন ফেসবুক ব্যবহার করবেন । তখন Right-click করে temporary allow facebook.com করে দিন ।Download করার জন্য download manager add-ons ব্যবহার করতে পারেন ।
যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস ।
ভাল থাকবেন সবাই ।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু