- Back to Home »
- Internet »
- আবারো ও জিপি এম এম এস দিয়ে পিসি তে ফ্রি নেট চালান
কথা না বাড়িয়ে শুরু করা যাক
প্রথমেই আপনার মডেম অথবা পিসি সুইট দিয়ে gpmms দ্বারা কানেক্ট করুন
১।এখান
থেকে:
http://www.mediafire.com/download/okvbvniyor7r3dq/SimpleServer.exe
(Simple Server.exe) ফাইলটি ডাউনলোড করুন। দাঁড়ান ইন্সটল দিতে যাবেন না
[আগের থাকলে ও চলবে]
২।এখান
থেকে: http://upfile.mobi/428130 (Simple Server.ini) ফাইলটি ডাউনলোড
করুন। এবার Simple Server.exe + Simple Server.ini এই ফাইল ২ টি নতুন ১ টি
ফোল্ডার এ রাখুন (অবশ্যই একই ফোল্ডারে)। Simple Server.ini এ হাত দিবেন না ।
ঐ ফোল্ডার থেকে Simple Server.exe তে ডাবল ক্লিক করুন , এটি CMD-র মত ওপেন হবে। Ready লেখা দেখাবে । মিনিমাইজ করে রাখুন।
তারপর
এখান থেকে:
http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/02/Privoxy.rar
(Privoxy Software) টি ডাওনলোড করে extract করুন।
ফোল্ডার এর মধ্যে বড় P লেখা privoxy.exe তে ডাবল কিল্ক করুন।
করলে এটি নীচের চিত্রের মত ওপেন হবে। ওপেন হলে মিনিমাইজ করে রাখুন ।
৩।Browser , IDM এ Proxy- 127.0.0.1 , Port- 8118 , Type – HTTP , HTTPS add করুন ।
জিপি এম এম এস যেহেতু ৩মিনিট পর পর ডিস্কানেক্ট মারে, So রিকানেক্ট সফটওয়্যার টি ব্যাবহার করতে হবেঃ-
Reconnect.ZIP: http://djtapas.mywapblog.com/files/reconnect.zip
যেহেতু GPMMS এ https/ssl সাইট চলে না , সেহেতু Google এবং Facebook চালানোর জন্য আমরা যা করব তা নিম্নরূপ
প্রথমে
Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ
লিখুন google । এবার Remove all cookies এ ক্লিক করুন ।
আবার Browser
এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন
facebook । এবার Remove all cookies এ ক্লিক করুন ।
সরসরি Google
ব্যবহার করার জন্য- Firefox address বারে লিখুন about:config , এবার enter
চাপুন । – I’ll be careful, I promise! এ ক্লিক করুন । about:config –
window তে ক্লিক করে New- String এ ক্লিক করুন । Preference নাম দিন –
general.useragent.override
Value দিন – Mozilla/5.0 (compatible; Googlebot/2.1; +http://www.google.com/bot.html)
এবার থেকে Google ব্যবহার করার জন্য Firefox address বারে লিখুন http://www.google.com
ফেসবুক
ব্যবহারের জন্য http://0.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে
address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
বিঃদ্রঃprivoxy unzip করার আগে antivirus অবশ্যই uninstall করা লাগবে...