Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label Facebook. Show all posts

সক্রিয় করুন Facebook new look!!!

সক্রিয় করুন ফেসবুকের নতুন লুক!!!

106
ফেসবুক আবার একটি বিশাল চমক নিয়ে আসল! ফেসবুক ইন্টারফেসের পরিবর্তন এসেছিল অনেক আগে, যদিও কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এইবার ফেসবুকে আনা হয়েছে সম্পূর্ণ আলাদা ইন্টারফেস। এখন আপনিও সক্রিয় করতে পারেন ফেসবুকের এই অসাধারণ ইন্টারফেস! কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও এটি উপভোগ করে পারবেন!!! ;)
নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর কি কি পরিবর্তন আনা হয়েছে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন:
Video link- https://www.youtube.com/watch?v=5ss64KfgiKM

আপনার ফেসবুক আকাউন্টে যে ভাবে এই নতুন নিউজফিড সক্রিয় করতে পারবেন:

১. আপনার ফেসবুক আকাউন্টে অবশ্যই Logged In থাকতে হবে।
২. লগইন থাকা অবস্থায় এই লিংকএ প্রবেশ করতে হবে- https://www.facebook.com/about/newsfeed
৩. ঐ পেজের একেবারে শেষে "Try the New Look" বাটনে ক্লিক করুন।
 
৪. কাজ শেষ, আপনি এখন Waiting list এ আছেন। ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে নেটিফিকেশন পাঠিয়ে দিবে, যে আপনার একাউন্টে এটি সক্রিয় হয়েছে।

৫. কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে!!
*উপভোগ করুন ফেসবুকের এই অসাধারণ লুক!!
Tag : ,

নিয়ে নিন ৪৫০ টি FACEBOOK কমেন্ট পিকচার – আর উপভোগ করুন ফেইসবুকিং

সবাইকে স্বাগত ও বিনীত অভিনন্দন জানাচ্ছি আমার এই প্রথম টিউনটি দেখার জন্য ও ধন্যবাদ জানাই টেকটিউনসকে আমাকে টেকবিষয়ক টিউন করতে অনুপ্রানীত করার জন্য । আশা করি সবাই এই ফেইসবুক কমেন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন।
ফেইসবুকে কমেন্ট পিকচার দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকেই এই পিকচার কমেন্ট করতে জানেন না, আবার যারা জানেন তারা কমেন্টের কালেকশন না থাকার কারণে তারা সবসময় সঠিক ও ভালো কমেন্ট করতে পারেন না। তাই আমি আমার এই প্রথম টিউনে সবার জন্য প্রায় ৪৫০ টি ফেইসবুক কমেন্ট দিচ্ছি যাতে সবাই ফেইসবুকটাকে আরো আনন্দময় করে তুলতে পারে।

যেভাবে কমেন্টকরবেনঃ

  • ১. যে পোস্ট এ আপনি কমেন্ট করতে চান এই কমেন্ট এর ডান পাশে লক্ষ্য করুন
  • ২. আপনি একটি ক্যামেরার মত আইকন দেখতে পাবেন
  • ৩.আপনি ওই ক্যামেরা আইকনে মাউস পয়েন্টার রাখলে Attach a photo দেখাবে
  • ৪. এইবার আপনি ওই ক্যামেরা আইকনে ক্লিক করুন
  • ৫. আপনার কমেন্ট পিকচার বা ছবিটা যেখানে আছে তা  দেখিয়ে দিন ও ওপেন করুন
  • ৬. কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন কমেন্টে আপনার কাঙ্খিত ছবিটি আপলোড হয়ে গেছে
  • ৭. এবার আপনি চাইলে এর উপরে কিছু লেখতে পারেন বা সরাসরি কি-বোর্ডের enter বাটন প্রেস করে কমেন্ট করা সম্পন্ন করতে পারেন।
  • ৪৫০ টি ফেইসবুক কমেন্ট ডাউনলোড করে নিন এইখান থেকে আর উপভোগ করুন আপনার ফেইসবুকিং
(Download it and then extract. Then use and enjoy)
Download Link: http://www.4shared.com/rar/r2gJbj0r/fb_comment_pic.html
Tag : ,

মোবাইল ফোনে বিনামূল্যে জানুন ফেসবুক আপডেট



সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক কম্পিউটারে ব্যবহার করার পাশাপাশি মোবাইল ফোন থেকেও ব্যবহার করার সুযোগ রয়েছে। এর জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয় না। অন্যান্য দেশের ব্যবহারকারীরা এসব নোটিফিকেশন - মেইলের পাশাপাশি মোবাইল ফোনেও পেয়েছেন এতদিন। এবার আমাদের দেশেও এসেছে সুযোগ। সম্প্রতি বাংলাদেশের দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বাংলালিংক ব্যবহারকা...রীদের জন্য সুবিধাটি চালু করেছে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন স্ট্যাটাস আপডেট, কারও ওয়ালে পোস্ট করা এবং নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেখার সুবিধা রয়েছে।
কীভাবে পাবেন সেবা? এর জন্য ফেসবুকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings অপশনে যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাবে যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে নিচের একটি পেজ খুলবে। যেখানে একেবারে নিচে লেখা রয়েছে Already received a confirmation code? লেখাটির ওপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নম্বর থেকে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেটির মেসেজ অপশনে গিয়ে fb লিখে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বর এবং বাংলালিংক ব্যবহারকারীদের ৩২৬৬৫ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার ফেসবুকের মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এবার যে Confirmation Code-টি এসএমএসে এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm- ক্লিক করুন। এখন কী কী নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলো ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরনের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু