বিশ্বের যেকোন পিসিতে কাজ করুন ( হ্যাকিং নয় )
আসুন দেখি কিভাবে আপনি দেশে/বিদেশে থাকা আপনার বন্ধুর পিসির কাজ করে দিবেন।
১। প্রথমে টিম ভিউয়ার সফ্টওয়ারটি লাগবে দুই পিসির জন্যই,
...
২। এখানে ক্লিক করে সফ্টওয়াটি ডাউনলোড করে নিন, ( সাইজ মত্র- 3.95 MB )
Download Link >> www.pchelplinebd.com/?p=17839
... ৩। স্বাভাবিক নিয়মেই এটা ইন্সটল করে ফেলুন,
৪। এবার সফ্টওয়ারটি ওপেন করুন দুজনই।
৫। এরপর Remote
Control ট্যাব
থেকে
Partner ID তে
আপনার
বন্ধুর
আইডি
লিখুন
। অর্থাৎ আনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এটার মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর নিকট থেকে তার আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)
৬। এবার Connect to
Partner বাটনে
ক্লিক
করে কিছুক্ষন অপেক্ষা করেলে Password চাইবে
৭। Password
দিয়ে
Log On এ
ক্লিক
করুন,
৮। আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।
এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই,
হবে কিভাবে দোকান এ না গিয়ে নিজেই নিজের জাভা ফোন USB কেব্ল এর সাহায্যে ফ্লাশ দিবেন।
আজ আপনাদেরকে দেখান হবে কিভাবে দোকান এ না গিয়ে নিজেই নিজের জাভা ফোন USB কেব্ল এর সাহায্যে ফ্লাশ দিবেন।
যা যা লাগবেঃ
#যে জাভা ফোনটি ফ্লাশ দিবেন সেটি (ফোনটি অবশ্যয় BB5 হতে হবে, আপনার ফোন BB5 কিনা দেখতে এই লিঙ্ক এ যান)
#ফোন এর USB Cable
#JAF + PKey Emulator (লিঙ্কঃ এইখানে ক্লিক করুন)
#ফোন এর প্রতি কম মায়া-দয়া
#সাহস
যা যা করতে হবেঃ
প্রথমে ফ্লাশ ফাইল ডাউনলোড করতে হবে। এই লিঙ্ক থেকে আপনার ফোন এর মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইল ডাউনলোড করুন। সেটা ওপেন করে নিচের ছবিতে দেখান লোকেশন এ সেটআপ দিন।
এখন উপরের লিঙ্ক থেকে JAF ডাউনলোড করুন। ডাউনলোড এর পর জিপ ফাইল টা আনজিপ করে দুইটা ফাইল পাবেন, এর মধ্যে সেটআপ ফাইলটা ওপেন করে ইন্সটল করুন। এরপর আরেকটা যে ফাইল আছে ওটা ওপেন করুন।
(লক্ষ্য করুনঃ Windows 7 ও Vista ব্যাবহারকারীরা ওই ফাইল টা তে রাইট ক্লিক করে Properties থেকে Compability ট্যাব থেকে Run as Windows XP Service Pack 3 সিলেক্ট করুন এবং Ok করে বেরিয়ে আসুন। নিচের ছবির মতন)
এখন Pkey Emulator ওপেন করুন। নিচের মতন দেখতে পাবেন। Go তে চাপ দিন।
এখন নিচের মতন দেখতে পাবেন।
ভয় পাবার কিছু নেই, ওকে তে চাপ দেন।
এখন JAF এর BB5 ট্যাব এ ক্লিক করুন।
নিচের মতন Dead USB, Normal Mode এ টিক আর CRT 308 থেকে টিক তুলে নিন।
এখন ফোন অফ করে USB তে কানেক্ট করুন। দেখবেন ফোন অফ থাকা সত্তেও একটা ড্রাইভার ইন্সটল হবে।
(লক্ষ্য করুনঃ Nokia PC Suite ইন্সটলড থাকতে হবে, তবে Close করে রাখতে হবে সেটা ফ্লাশ দেয়ার সময়।)
সবকিছু ঠিক থাকলে নিচের মতন দেখতে পাবেন, সবুজ বাতি জলছে।
(লক্ষ্য করুনঃ এই ফাইলটি ডাউনলোড করে যেখানে JAF ইন্সটল করেছেন সেইখানে পেস্ট করুন। Replace করতে বললেও করুন।)
(লক্ষ্য করুনঃ সবুজ বাতি না জ্বললে Use INI এ টিক দিয়ে ফোন এর লিস্ট থেকে আপনার ফোনটি সিলেক্ট করুন।)
এখন বাতির নিচের ড্রপডাউন মেন্যু থেকে লিস্ট থেকে বাংলাদেশ এবং আপনার ফোন এর কালার সিলেক্ট করুন।
এখন ফ্লাশ এ চাপ দিন আল্লাহর নাম নিয়ে। একটা ওয়ার্নিং দিতে পারে নিচের মতন, ওকে করুন।
তারপর দেখবেন Searching Phone দেখাবে স্ট্যাটাস বক্স এ। তখন ফোন টির পাওয়ার বাটন ১ সেকেন্ড এর জন্য চেপে ধরুন।
সবকিছু ঠিক থাকলে কাজ শুরু হয়ে যাবে, ৫-১০ মিনিট লাগতে পারে।
হ্যাপি ফ্লাশিং
(সতর্কীকরণঃ যা যা বলা হয়েছে ঠিক সেইরকম না হলে ফ্ল্যাশ এ চাপ দিবেন না, ভুল হলে ফোন ব্রিক হয়ে যাবার সম্ভাবনা আছে।)
পোস্টটি আমার ফেসবুক পেজ পঞ্চম মাত্রা l Fifth Dimension এও প্রকাশ করা হবে।
আমার আগামি পোস্টঃ কিভাবে জাভা মোবাইল এ অ্যাপ মিনিমাইজ করে একাধিক অ্যাপ চালাবেন! (ডিটেইলস, ছবিসহ)
এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।
বর্তমানে আমরা অনেকেই একাধিক ল্যাপটপ/পিসি ব্যাবহার করে থাকি, আবার এখন মোবাইল ফোনে WiFi ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব ...সহজেই। শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার পিসি/ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন।
যা যা করতে হবেঃ
১। Hostpot Name >> নিজের ইচ্ছা মত যেকোনো নাম দিন
২। Password >> নিজের ইচ্ছা মত যেকোনো Password দিন
৩। Internet >> আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন। যেমন, Broadband চালালে Broadband সিলেক্ট করুন
৪। Advanced >> এখানে দেখুন Shar over & sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করুন।
৫। এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে। এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে। আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন।
এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।
Tag :
Internet,
মোবাইল ফোনে বিনামূল্যে জানুন ফেসবুক আপডেট
সামাজিক যোগাযোগ সাইট
ফেসবুক কম্পিউটারে
ব্যবহার করার
পাশাপাশি মোবাইল
ফোন থেকেও
ব্যবহার করার
সুযোগ রয়েছে।
এর জন্য
মোবাইল ফোনে
ইন্টারনেট সংযোগ থাকতে হয় না।
অন্যান্য দেশের
ব্যবহারকারীরা এসব নোটিফিকেশন ই- মেইলের
পাশাপাশি মোবাইল
ফোনেও পেয়েছেন
এতদিন। এবার
আমাদের দেশেও
এসেছে এ
সুযোগ। সম্প্রতি
বাংলাদেশের দু’টি মোবাইল ফোন
অপারেটর গ্রামীণফোন
ও বাংলালিংক
ব্যবহারকা...রীদের জন্য এ সুবিধাটি
চালু করেছে।
ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন
স্ট্যাটাস আপডেট, কারও ওয়ালে পোস্ট
করা এবং
নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
দেখার সুবিধা
রয়েছে।
কীভাবে পাবেন এ সেবা? এর জন্য ফেসবুকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings অপশনে যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাবে যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে নিচের একটি পেজ খুলবে। যেখানে একেবারে নিচে লেখা রয়েছে Already received a confirmation code?। এ লেখাটির ওপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নম্বর থেকে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেটির মেসেজ অপশনে গিয়ে fb লিখে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বর এবং বাংলালিংক ব্যবহারকারীদের ৩২৬৬৫ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার ফেসবুকের মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এবার যে Confirmation Code-টি এসএমএসে এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm-এ ক্লিক করুন। এখন কী কী নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলো ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরনের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না।
কীভাবে পাবেন এ সেবা? এর জন্য ফেসবুকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings অপশনে যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাবে যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে নিচের একটি পেজ খুলবে। যেখানে একেবারে নিচে লেখা রয়েছে Already received a confirmation code?। এ লেখাটির ওপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নম্বর থেকে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেটির মেসেজ অপশনে গিয়ে fb লিখে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বর এবং বাংলালিংক ব্যবহারকারীদের ৩২৬৬৫ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার ফেসবুকের মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এবার যে Confirmation Code-টি এসএমএসে এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm-এ ক্লিক করুন। এখন কী কী নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলো ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরনের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না।
Tag :
Facebook,