Popular Post

zwani.com myspace graphic comments

Saturday, July 20, 2013

বন্ধুরা আমরা আমাদের পূর্বের টিউটোরিয়ালে জেনে ছিলাম ব্লগিং কি ও ব্লগিং করে আমরা কিভাবে তা হতে আয় করতে পারি। আমরাও এও জেনেছিলাম কিভাবে ব্লগিং করতে হয়। ব্লগিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা ইসক্রীপট রয়েছে। এ ছাড়াও রয়েছে অনেক বড় বড় প্লাটফর্ম। তো আমাদের ব্লগিং করার সুবিধার্থে আমরা সেই সকল বড় বড় প্লাটফর্ম গুলোর ভিতর থেকে একটি জনপ্রীয় প্লাটফর্মকে বেছে নিবো। আমি ব্যাক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেসকে পছন্দ করি। তার কারন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি মনের মত করে আপনার সাইট কে ডিজাইন করতে পারবেন। আপনাদেরকে একটি কথা বলে রাখি আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালটি যদি আপনি ভালভাবে বুঝতে পারেন তাহলে আপনি নিজেই খুব সহজে যে কোন ধরনের একটি সাইট তৈরি করে ফেলতে পারবেন। তবে হে কিছু কিছু সময় আপনি আপনার মনের মত করে সাইট ডিজাইন করতে পারবেন না। তার জন্য আপনাকে কিচু প্রোগ্রামিং শিখতে হবে। সেই সম্পর্কে আমি আপনাদের সাথে পরে আলোচনা করবো। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করবো সেহেতু আমারা এখন এক নজরে দেখে নেই আপনারা আমাদের এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটি হতে কি কি বিষয় সম্পর্কে জানতে পারবেন।:
০১. ওর্য়াডপ্রেসকি?
ব্লগিং টিউটোরিয়ালের এই অধ্যায়ে আপনি জানতে পারবেন ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেসের কাজ কি।
০২. ওয়ার্ডপ্রেসেরইতিহাস?
এই অধ্যায়ে আপনারা জানতে পারবেন ওয়ার্ডপ্রেসের ইতিহাস সম্পর্কে। কবে কথন কে কিভাবে ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু হয়েছে।
০৩. আপনিকেনওয়ার্ডপ্রেসকেবেছেনিবেনওএরসুবিধাসমূহ?
আমি একটু আগেই বলেছিলাম আমি ব্যাক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেসকেই পছন্দ করি । আপনারাযখন আমাদের এই পর্বটি পড় থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন আমি কেন ব্যাক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেসকে পছন্দ করি। শুধু এইটুকু বলে রাখতে চাই বিশ্বের প্রায় ২৫% ওয়েব সাইট বা ব্লগ সাইট ওয়ার্ডপ্রেসের সহায়তায় তৈরি হয়ে থাকে।
৪. কিভাবেওয়ার্ডপ্রেসেরনিজস্বসাইটহতেএকটিফ্রি-সাবডোমেইননিতেহবে?
আমরা যেহেতু নতুন তাই আমরা এই মূহূর্তে টাকা খরচ করে ব্লগিং করবো না। তাই প্রথম অবস্থাতে আমরা ফ্রীতে সাব-ডোমেইন নিয়ে ব্লগিং করা অনুশীলন করবো। আমারা আমাদের পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম সাব-ডোমেইন কি?
৫. কিভাবেওয়ার্ডপ্রেসেরনিজস্বসাইটব্যাতিতএকটিফ্রিসাব-ডোমেইনপাওয়াযায়?
বিশ্বে অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রীতে সাব-ডোমেইন দিয়ে থাকে। সাব-ডোমেইনগুলোর ইউআরএল দেখতে একদম পেইড করা মানে টাকা দিয়ে কিনা ডোমেইনের মত। কেউ ধরতেই পারবে না এটি একটি ফ্রী ডোমেইন। তবে মূলত এই সব ডোমেইনগুলোকে সাব-ডোমেইন হিসেবে গন্য করা হয়। এই পর্বে আপনারা এই বিষয়ে আরোও বিস্তারিত জানতে পারবেন।
০৬. কিভাবে কোন সাইট হতে ফ্রীতে হোস্টিং নিতে হয়?
এই পর্বে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার সাইটের জন্য হোস্টিং নিতে হয়। তবে কিছু কিছু সাইট তাদের সাব-ডোমেইনের সাথে হোস্টিং এর ব্যবস্থাটা বিল্টইন ভাবেই দিয়ে রাখে। ফলে আপনাকে হোস্টিংয়ের জন্য অন্য কোথাও যেতে হয় না। যেমন: ওয়ার্ডপ্রেস ডট কম, ব্লগার ডট কম।
০৭. কি ভাবে সাব-ডোমেইন হোস্টিং সার্ভারে সেটআপ করতে হয়?
এই পর্বে আপনারা কি শিখতে পারবেন আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন।
০৮. কি ভাবে হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়(পদ্ধতি -১)?
০৯. কি ভাবে হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়(পদ্ধতি -২)?
১০. কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়
১১. ওয়ার্ডপ্রেস দিয়ে কোন কিছু কিভাবে আপনার সাইটে প্রকাশ করবেন?।
১২. প্রকাশকিত কোন লেখা আপডেট করা ও সাইট হতে মুছে ফেলা।
১৩. কোন কমেন্টস এপ্রুভ করা, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
১৪. ওয়ার্ডপ্রেসের জন্য থীম ডাউনলোড, আপলোড ও ইন্সটল করার পদ্ধতি।
১৫. ওয়ার্ডপ্রেসের জন্য বিভিন্ন প্লাগইনস ও উইজেড ইন্সটল ও তার ব্যবহার।
১৬. সাইটে কোন ইউজার বা লেখককে এড করা ও কোন লেখককে সাইটথেকে রিমুভ করে দেওয়া।
১৭. কোন লেখাকে কি ভাবে পাসওয়ার্ড প্রটেক্টটেড করে রাখবেন।
৮ নং থেকে ১৭ নং পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা করা হবে আশা করি তা আপনারা টাইটেল গুলো দেখেই ধরে নিয়েছেন। আপনারা যদি এই পুরোটিউটোরিযাল গুলো ক্রমানুসরে অনুশীলন করে থাকেন তাহলে আপনার খুব সুন্দর একটি সাইট তৈরি করে ফেলতে পারবেন। তারপর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন । আশা করি আজকের টিউটোরিয়াল গুলো আপনাদের কাজে এসেছে।
টিউটোরিয়ালটি পূর্বে আমার ব্লগ বিডি ২৪ ডট কম ব্লগে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলেও আমার সাইটে আপনাদের মূল্যবান টিউটোরিয়ালটি প্রকাশিত করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু