Popular Post

zwani.com myspace graphic comments

Monday, August 26, 2013

অনেক সময় পর আবার লিখতে বসা ।আপনাদের উত্সাহ নাই , লেখার জন্য প্রয়োজনীয় ধৈর্য্য আর পাইনা ।তবুও লিখতে বসলাম ।কি যে লিখি মাঝে মধ্যে নিজেই বুঝি না ।যাক আর পেচাল নয় টিউটোরিয়ালে আসি। আ্রমার আগের টিউন গুলো না দেখে থাকলে নিচে দেওযা লিংক থেকে দেখে নিন । আজকে আমি আলোচনা করব html-এর iframe নিয়ে ।
iFrame:
একই পেজের মধ্যে দুটি পৃথক সাইটের পেজ দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় l
এর প্রাথমিক গঠন হল
<iframe src=”URL”></iframe>
এর কয়েকটি Attributes হল width, height, frameborder ইত্যাদি ।
height দিয়ে Frame–এর দৈর্ঘ্য ঠিক করা হয়
গঠন <iframe src=”URL” height=”300″></iframe>
width দিয়ে Frame–এর প্রস্হ ঠিক করা হয়
গঠন <iframe src=”URL” height=”300″ width=”300″></iframe>
Frameborder দিয়ে ফ্রেমের চারিদিকের ছকের আকার পরিবর্তন করা হয় ।
গঠন <iframe src=”URL” frameborder=”0″></iframe>

অনুশীলন করুন
নিচের ছবিতে দেওয়া কোড গুলি নোটপ্যাডে লিখে .html দিয়ে সংরক্ষন করুন ।


 ব্রাউজারে আউটপুট 

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু