Popular Post

zwani.com myspace graphic comments

Sunday, August 25, 2013

নতুন ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও গাইডলাইন দেয়ার জন্য ZOVOXZ INSTITUTE প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজন করছে ফ্রি কনসাল্টেশনের । যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন বা কোন বিষয়ে কাজ করবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান ।
অনেকেই বিভিন্ন গ্রুপ, ব্লগ বা ফোরামে সাহায্য চান কিন্তু অনেকেই সেখান থেকে সমাধান দিলেও বুঝতে পারেন না । তাই তাদের সুবিধার্থে হাতে-কলমে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়ার জন্য ZOVOXZ এর একটি ক্ষুদ্র প্রয়াস । ইতোমধ্যে কয়েক সপ্তাহে অনেক নতুন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার হতে আগ্রহীদের নিয়ে সফলভাবে কন্সালটেশনের আয়োজন করা হয়েছে । যারা ফ্রিল্যান্সিং করছেন তারা যদি কাজ করতে গিয়ে কোথাও সমস্যায় পড়েন তাহলে সরাসরি অফিসে গিয়ে ZOVOXZ TEAM এর সহায়তা নিয়ে সমস্যার সমাধান করতে পারবেন ।
Free-Consultation

কারা যোগ দিতে পারবে ?
  • নতুন ফ্রিল্যান্সার
  • ফ্রিল্যান্সার হতে আগ্রহী যে কেউ
  • প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি নিয়ে কাজ করতে ইচ্ছুক ব্যাক্তি

কি কি বিষয়ে আলোচনা হবে ?
  • স্কিল ডেভলপমেন্ট
  • ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
  • ক্যারিয়ার

কিভাবে যোগ দিবেন ?
ফ্রি কনসাল্টেশনে যোগ দিতে চাইলে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে হবে ।

অফিসের ঠিকানাঃ
জোভোক্স লিমিটেড
স্যুইট# ০৬, লেভেল# ০৮ (এ. কে কমপ্লেক্স)
১৯, গ্রিন রোড, ঢাকা-১২০৫
হটলাইনঃ ০১৫ ১১ ৯৬ ৮৬ ৯৯
ওয়েবসাইটঃ www.zovoxz.com

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু