Popular Post

zwani.com myspace graphic comments

Thursday, September 26, 2013

জুমলা শিখার জন্য কি কি লাগবে আমি আজ তা নিয়ে আলোচনা করব।
জুমলা শিখার জন্য বা ব্যবহার করার জন্য প্রথমে জুমলার সর্বোশেষ ভার্শন টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.joomla.org/download.html
এটি আপনার কম্পিউটারে চালানোর জন্য PHP ও MySQL সহ একটি ওয়েব সার্ভার ইনস্টল করা লাগবে। যেমন Apache.
এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ইনস্টল  না করে প্যাকেজ হিসেবে ইন্সটল করা সুবিদা জনক ।
আর windows এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে WAMP(Apache MySQL and PHP for Windows)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.wampserver.com/en/download.php
Linux এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে LAMP (Apache MySQL and PHP for Linux)

ডাউনলোড লিঙ্কঃhttp://www.howtoforge.com/lamp_installation_ubuntu6.06
MAC এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে MAMP (Apache MySQL and PHP for MAC)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.mamp.info/en/downloads/index.html
আর যেকোন Operating System এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে XAMPP(Apache MySQL and PHP for X) এখানে X বলতে Any Operating System বুঝায়।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.apachefriends.org/en/xampp.html
এখানে গিয়ে আপনি কোন Operating syetem এর জন্য ডাউনলোড করতে চান তা ঠিক করুন।
আপনি যে Operating System ই ব্যবহার করেন না কেন কোন সমস্য হবেনা। এগুলো Install করা খুবই সহাজ।
আমরা যেহেতু সবাই Windows  ই ব্যবহার করি তাই আপনি জুমলা(এখান থেকে) এবং WAMP প্যাকেজ Software টি (এখান থেকে) ডাউনলোড করে রাখুন। আমি খুব অল্প সময়ের মধ্যে ই Install প্রক্রিয়া নিয়ে হাজির হব। তাহলে আজকের মত এটুকুই ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি না পারলেও যারা পারে তারা উত্তর দিবে।

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু