Popular Post

zwani.com myspace graphic comments

Thursday, September 26, 2013

টেকটিউনস ব্লগে সবাইকে স্বাগতম।জুমলা ১.৫ এ পর্যায়ে আলোচনা করব কিভাবে মডুইল ছাড়া ড্রপডাউন মেনু তৈরি করে।অনেকদিন পরে আজকে জুমলা নিয়ে লিখতে বসলাম,কেন জানি কোন কিছুই ভাল লাগেনা তারপরেও আপনাদের জন্যে টিউন না করলে ভাল লাগেনা।তাই আবারও আপনাদের মাঝে জুমলা ১.৫ এর চেইন টিউন নিয়ে।অনেকক্ষন প্যাচাল পুরলাম  কেউ কিছু মনে করবেননা।এবার আসি কাজের কথায় :-
কার্যপদ্ধতি :প্রথম ধাপ-প্রথমে আপনি জুমলার কন্ট্রোল প্যানেলে লগিন করুন এবং এক্সটেনশনে মাউসের কার্সরটি রাখুন এবং ড্রপডাউন আকারে কিছু ক্যাটাগরি আসবে তার মাঝে Module Manager অপশনটি দেখতে পাবেন এবং সেটিতে ক্লিক করুন।এরপরে একটি নুতন স্ক্রীনটি আসবে সেখানে অনেক Module দেখতে পাবেন এবং সেখান থেকে মেইন মেনুটি(Main Menu) নির্বাচন করূন কিংবা ডাবল ক্লিক করে ওপেন করুন এবং ডান পাশে লক্ষ্যে করুন Always show sub-menu Items = 1.No 2.Yes এখান থেকে Yes সিলেক্ট/নির্বাচন করে নিন ।অন্যান্য অপশগুলো আপনার মত করে সাজিয়ে নিবেন সমস্যা হলে বলতে দিধাবোধ মনে করবেননা।
দ্ধিতীয় ধাপ:এবারে আপনি কন্ট্রোল প্যানেল থেকে মাউসটিকে মেনুস(Menus)অপশনে নিয়ে যান এবং ড্রপডাউন আকারে কিছু ক্যাটাগরি আসবে তার মাঝে তার মাঝে মেইন মেনু*(Main Menu*)অপশনটিতে ক্লিক করুন এবং নুতন একটি স্ক্রীন আসবে।স্ক্রীন এর উপরের দিকে ডান পাশে অনেকগুলো অপশন দেখা যাবে সেখান থেকে আপনি  New বাটনে ক্লিক করবেন

নুতন একটি স্ক্রীন আসবে সেখান থেকে Articles->Front Page->Front Page Blog Layout এ ক্লিক করুন

এবং নিম্নের খালি ঘরগুলো Title:Product,Alias:Productপূরন করে  সেভ করে ফিরে আসুন পিছনের পাতায়।পিছনের পাতায় গিয়ে দেখুন Product নামে একটা মেনু তৈরি হয়েছে।

এবার Product মেনুটিকে সিলেক্ট/মার্ক করে New বাটনে ক্লিক করুন।

এর পুর্বে আপনাকে একটি আর্টিকেল তৈরি করে নিন।এবার পূর্বের ন্যায় Articles->Article->Article Layout এ ক্লিক করুন Title:Laptop,Alias:Laptop এইভাবে খালি ঘরগুলো পূরন করে নিচের দিকে দেখুন প্যারেন্ট আইটেম নামে (Parent Item) একটা অপশন আছে সেখান থেকে Product লেখাটিকে সিলেক্ট করে দিন।এরপরে ডান পাশে উপরের দিকে দেখুন শিলেক্ট আর্টিকেল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে আপনার কাঙ্খিত আর্টিকেলটিকে সিলেক্ট করে দিন এবং সেব করে বের হয়ে আসুন।এবার আপনার ব্রাউজারে প্রিভিউ দেখুন ।

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু