Popular Post

zwani.com myspace graphic comments

Thursday, September 26, 2013

এখন আপনি আর্টিকেল যোগ করতে পারেন। এবার কিভাবে একটি পোস্টে ইমেজ, লিঙ্ক, পেজ ব্রেক সহ অন্যান্য কিছু যোগ করা যায় তা দেখব।
এর জন্য প্রথমে আপনার সাইটের Control panel এ  যান। ঐখান থেকে Article manager  এ যান। তার পর যাদি আগের কোন পোস্ট এডিট করতে চান তা নির্বাচন করুন। আর যদি নতুন পোস্ট তৈরি করতে চান তা হলে Add new Article নির্বচন করুন।আমি আগের Bangla Blog list টাই নির্বাচন করলাম।
Add a Image: এখন কিভাবে ইমেজ এড করা যায় তা দেখবো। মাউস স্ক্রোল করে নিচে নামুন। এডিটর এর নিচে দেখবেন Image নামে একটি Option রয়েছে। তা সিলেক্ট করুন। এখানে ডিফল্ট ভাবে কয়েকটি ইমেজ দেওয়া আছে। এগুলো না ব্যবহার করতে না চাইলে আপনি এড করে নিতে পারবেন।
তার জন্য  Image নামের Option এ ক্লিক করুন। তাহলে নিছের মত একটি উইন্ডো দেখতে পারবেন।

এখানে কোনটার আগে কি করতে হবে তা ক্রমানুসারে দেখিয়ে দিয়েছি। প্রথমে একটি ছবি সিলেক্ট করুন। তারপর Start Upload তে ক্লিক করুন। Start Upload করা ছবিটি  সিলেক্ট করুন। টাইটেল দিন। image টি কোন পাশে দিবেন তা  Align থেকে ঠিক করুন। এবং শেষে Insert করুন।

দেখুন ইমেজটি সেট হয়েছে। এবার আপনার Frontend  মানে সাইটে গিয়ে রিফ্রেশ করে দেখুন।
Read More: একটি পেজ যদি অনেক বড় হয়ে যায় তাহলে Read More এর প্রয়জন পড়ে। এডিটর এর নিছে দেখবেন Read More লেখা আছে। কোথায় Read More  বাটন দিবেন তা সিলেক্ট করে Read More এ ক্লিক করুন।ব্যাস হয়ে গেলো।

এটার ফলাফল নিছের মত দেখতে পারবেন।

একটি পোস্ট বা আর্টিকেলে একটি মাত্র Read More  বাটন যুক্ত করা যায়।
Page Break:   একটি পোস্ট বা আর্টিকেলে যদি একের অধিক পেজ এর প্রয়োজন পড়ে তাহলে Page Break এর সাহায্যে তা যুক্ত করা যায়। এডিটর এর নিছে দেখবেন Page Break নামে একটি Option রয়েছে। কোথায় নতুন পেজ লাগাবেন সেখানে কার্সর রেখে তা Page Break সিলেক্ট করুন। তাহলে নিছের মত একটি উইন্ডো দেখতে পারবেন।

Page এর টাইটেল কি হবে তা Page Title বক্স এ লিখুন। আর page Index এ এর নাম কি হবে তা Table Of Contents Alias বক্স এ লিখুন।
এভাবে অনেক গুলো পেজ তৈরি করতে পারবেন। সেভ করে আপনার সাইটে যান এবং রিফ্রেশ করুন। তাহলে নিছের মত দেখতে পারবেন।

এখান থেকে Read more এ ক্লিক করলে নিচের মত আসবে।
এখানে দেখুন ডান পাশে আপনার তৈরি কৃত পেজ গুলো Article Index নামে একটি বক্সে আছে। এখান থেকে যেকোন পেজ সিলেক্ট করে ঐ পেজ এ যেতে পারবেন। বা সব গুলো পেগ এক সাথে দেখতে পারবেন। নিছে আবার Prev ও Next নামে দুটি বাটন রয়েছে। এগুলো ব্যবহার করে আগের পেজ ও পরের পেজ এ যেতে পারবেন।

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু