Popular Post

zwani.com myspace graphic comments

Sunday, December 8, 2013

গুগুল এডসেন্স হচ্ছে গুগল কতৃর্ক পরিচালিত এডভারটাইজিং প্রোগ্রাম। যা পাবলিশারদের (ওয়েবমাষ্টার) সাইটে টেক্সট, ইমেজ, ভিডিও ও বিভিন্ন ধরণের (interactive media advertisements)এডভারটিজমেন্ট সার্ভ করে। গুগুল এডসেন্স সব সময় টার্গেটেড এড প্রদান করে থাকে। এটি একটি পে-পার ক্লিক প্রোগ্রাম।
গুগুল এডসেন্স
গুগুল এডসেন্স
আজকে আমরা জানবো, গুগুল মামা কর্তৃক পরিচালিত গুগুল এডসেন্স প্রোগ্রাম কি কি ভাষা সাপোর্ট করে? নিচের প্রদত্ত লিষ্টে লক্ষ্য করুন। বর্তমানে গুগুল এডসেন্স প্রোগ্রাম ৩৬ টি ভাষা সাপোর্ট করে। (adsense)
বি:দ্র: গুগুল এডসেন্স এর জন্য আবেদনের সময় প্রাইমারি ল্যাংগুয়েজ সিলেক্ট করতে হবে। যদি আপনার আবেদন গুগুল টিম গ্রহণ করে, তাহলে এড সার্ভ করতে পারবেন, এছাড়া multiple supported languages বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন, unsupported language এ এড প্রদর্শন করলে ব্যান খাওয়ার সম্ভবনা ১০০%. গুগুল এডসেন্স আবেদনের আগে এডসেন্স প্রোগ্রাম পলিসি ভালোভাবে ২-৩ করে পড়ে নিন।
নোট: গুগুল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না। তবে ইদানিং কিছু বড় বড় বাংলা ব্লগে, অনলাইন পত্রিকায় এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শণ করছে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু