Popular Post

zwani.com myspace graphic comments

Sunday, December 8, 2013

অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি ভাবে Upgrade করবেন। তো আসুন জেনে নেয়া যাক  পর্যায় ক্রমে ঃ
প্রথম এ আমরা জানব হোশটেড  অ্যাডসেন্স  কিঃ  হোশটেড  অ্যাডসেন্স হল আমারা ব্লগার বা এইজাতীয় বিভিন্ন ওয়েবসাইট হতে যেই অ্যাডসেন্স গুলো active  করে থাকি। অর্থাৎ যেই সব ওয়েবসাইট এ ব্লগিং এর পাশাপাশি আয় করা যায় । এয় সব ওয়েবসাইট গুগল এ Host করা থাকে আর এই ওয়েবসাইট গুলো হতে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওা যায় তাকে হোশটেড গুগল  অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে।
কথায় পাবেন হোশটেড  অ্যাডসেন্স অ্যাকাউন্টঃ    হোশটেড  অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ব্লগার, হাবপেজ । উবলি আরও অনেক ওয়েবসাইট এর মারধমে পেতে পারেন এবং গুগল এ Host করা যে কোন ওয়েবসাইট এ অ্যাড প্রদসসন করাতে পারেন। কিন্তু আপনি যদি আপনার নিজের ডোমেইন ও Host ব্যবহার করে সাইট করে অ্যাড দিতে চান তাহলে  আপনি আপনার Hosted Ad sense অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না । তবে আপনি এই অ্যাকাউন্ট কে upgrade করে ব্যবহার করতে পারেন।
যে ভাবে Hosted গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট  Upgrade করবেন ঃ ্নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১.প্রথমে আপনার গুগল অ্যাডসেন্স  অ্যাকাউন্ট এ প্রবেশ করুন
২. মাই অ্যাড বাটন এ ক্লিক করুন
৩. Other Product এ ক্লিক করুন
৪. এইবার আপনি যেই ওয়েবসাইট এ অ্যাড দিতে চান সেই সাইট এর URL লিখে Submit করুন
৫. অ্যাড ইউনিট বা অ্যাড কোড নিয়া আপনার ওয়েবসাইট এ বসিয়া দিন
৬. আপনার কাজ শেষ লগ আউট করে বের হয়া আসুন

এইবার কয়েক দিন ওয়েট করুন যদি আপনার সাইট টি অ্যাড প্রদসন করার উপযুক্ত হয় তাহলে অ্যাড দেখানো সুরু করবে গুগল।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু