Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label Adsense. Show all posts

এডসেন্স ফর ফিড – পর্ব ১

আগেই বলে নিই আপনার (যারা জানেন না) এডসেন্স অবশ্যই এক্টিভ/ এনাবল থাকতে হবে ফিড এডসের জন্যে।
গতকাল আমার পরিচিত এক লোক বলল উনার নাকি ফিডে এড দেখাচ্ছে না। আমি ওনাকে বললাম আপনার এডসেন্স প্যানেল থেকে ফিড add করেছেন ?
উনি বলল "ঢুকতেই তো পারছি না আপনার দেওয়া লিংকে!"
পরে বুঝলাম উনার এডসেন্স এক্টিভ না, অথচ উনি ফিড এডস দিতে চান ব্লগে!!!!!!!!
-----------------------------------------
এর আগে এডস ফর কন্টেন্ট নিয়ে হালাকা ভাবে একটা পোস্ট দিয়েছিলাম। আজকে আবার এডসেন্স নিয়ে একটু আলোচনা করব। এই পোস্টে এডস ফর ফিড নিয়ে একটু কথা বার্তা আছে।
গুগল এডসেন্সে মোট চার ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করি। বাংলাদেশে অনেকেই এই প্রোডক্ট ব্যবহার করে। কিন্তু এমনও ব্লগার আছে যারা ব্যবহার তো দূরের কথা এই সম্পর্কে জানেনই না। আবার অনেকে জানার চেষ্টা করছেন। গত মাসে আমার এক বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছিল। পরীক্ষার কারনে লিখতে পারি নাই এতদিন।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
  1. AdSense for Content
  2. AdSense for Search
  3. AdSense for Feeds
  4. AdSense for Domains

কিভাবে তৈরী ফিড এডস তৈরী করবেন ?

মেন্যুয়ালি ফিডবার্নার থেকেও করতে পারেন। আবার ব্লগার ডট কম থেকেও করতে পারেন যদি গুগলের এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার করে ব্লগ বানান। আমি ব্লগার ডট কমে কি ভাবে করতে হয় বর্ননা দিচ্ছি।
প্রথমে ব্লগার ডট কমের ড্যাশবোর্ডে যান। তারপর যে ব্লগের ফীডে এডস দেখাতে চান সেখানে Monetize অপশনে ক্লিক করেন। নিচের ছবির মত।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
এখন Adsense for Feeds এ ক্লিক করে সেট করে নিন। পোস্টের কোথায় দেখাতে চান , উপরে না নিচে ? তাপর NEXT এ ক্লিক করে ফিড সেভ করে নিন। নিচের ছবির মত।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
তারপর এই রকম একটা লেখা আসবে -
AdSense for Feeds: Setup Complete
Your blog's feed is now redirecting to http://feeds.feedburner.com/ImABadBoy, and AdSense For Feeds is enabled.
এর মানে আপনার ব্লগের ফিড বার্ন হয়ে গেছে। এটা ব্লগার অটোমেটিক করে দিয়েছে। যদি আপনি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করেন তাহলে ফিডবার্নার দিয়ে মেন্যুয়ালি বার্ন করতে হবে। যেহেতু আমি সেলফ হোস্টেড ব্লগ ইউজ করি না তাই স্ক্রিনশট দিতে পারলাম না। এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
এখনো শেষ হয় নাই ফিড এডসের কাজ! আপনাকে এডসেন্স এর প্যানেল থেকে ফিড add করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করেন https://www.google.com/adsense/aff-settings অথবা মেন্যুয়ালি এডসেন্স প্যানেল থেকে যেতে পারেন। নিচের ছবিটা দেখুন।
AdSense for Feeds
এডসেন্স ফর ফিড - পর্ব ১
আশা করি সবার কাজে আসবে। যদি না বুঝেন মন্তব্য আপনার জন্যে উন্মুক্ত।
Tag : , ,

এডসেন্স ফর কনটেন্ট সম্পর্কে একটু জ্ঞান

আমি এখনো পর্যন্ত অনলাইনে যত আয়ের উৎস দেখেছি তার মাঝে এডসেন্স থেকে আয় করা সবচেয়ে সহজ মনে হয়েছে। অন্যদের ব্যাপার জানি না। ফ্রিল্যান্সিং এ খাটুনি বেশি। সবচেয়ে বড় কথা কষ্ট করলে কেষ্ট মিলবেই।

এডসেন্সের এই আয়ের মূল হচ্ছে সার্চ ইঞ্জিন। যার কোনো বিকল্প নাই। যাই হোক, নিচের ছবিটা দিলাম এডসেন্স থেকে। নতুনেরা কিছুটা ধারনা পাবে আশা করি।

  • পেজ ইম্প্রেশন হইছে ৪৩৪৩৩,
  • ক্লিক পড়ছে ২৪৯ টা,
  • পেজ সিটিআর ০.৫৭%
  • পেজ ইসিপিএম ০.৭৩ $
  • আয় হয়েছে ৩১.৬২ $
এই ৪৩৪৩৩ পেজ ইম্প্রেশন হইছে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে। তাহলে ২৪৯ টা ক্লিক কি খুব বেশি ? মুটেও না। কিন্তু এই ২৪৯ টা ক্লিক থেকেই আয় হয়েছে ৩১.৬২ $।
কিভাবেঃ
আরনিংস = (ইসিপিএম*পেজ ইম্প্রেশন)/১০০০
এটা নিঃসন্দেহে লিগ্যাল আয় যা গুগল একজন পাবলিশারের কাছে আশা করে। ছবির আয়টা হয়ত আপনারই এক সপ্তাহের আয় বা একদিনের আয় কিংবা এক ঘন্টার আয় হতে পারে যদি আপনার সাইট সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা থাকে।
পেজ সিটিআর যদি ১০% উপরে যায় তাহলে গুগল সন্দেহের চোখে দেখে এই কথা সবাই জানে। যারা জানে না তারাই ধরা খায়। কয়েকদিন আগে এক টিউনার দেখলাম টিটিতে তার এডসেন্সের স্ক্রিন শট তোলে দিছে। উনার ইসিপিএম ১৫০% এর মত । গুগলের এলগরিদমের কথা বাদই দিলাম, যে কেউ দেখলেই বুঝবে উনি হয় নিজে ক্লিক করেন অথবা অন্য কাউরে দিয়ে ক্লিক করান।
সবার কাছে অনূরোধ দুই নম্বরি কইরেন না। গুগল মামার কাছে ধরা পড়লে জামিন পাবেন বলে মনে হয় না।
Tag : ,

গুগুল এডসেন্স নিয়ে ছোট টিপস্ কাজে আসতে পারে


গুগুল এডসেন্স নিয়ে ব্যপক তুলপাড় কিন্তু খুব কম সংখ্যক লোক সফলহয়েছেন।যারা সফল হয়েছেন তারা মাসে তার ভাল টাকা পাচ্ছেন। গুগুল এডসেন্স নিয়ে কৌতুহলের শেষ নেই।আমরা বেশির ভাগ গ্রামীন অথবা অনান্য মোবাইল ফোন অপারেটর দের ইন্টারনেট ব্যবহার করি।এসকল কোম্পানির আইপি এক তাই এডসেন্স ডিজেবল হয়ে যায়। Hide Your IP Address নাম ত অবশ্যই শুনেছেন।এটা নিয়ে পোস্ট হয়েছে ঠিকানা:http://techtunes.com.bd/hacking/tune-id/45040/।ওই পোস্ট টা দেখে আপনার পিসি তে সেট আপ করে নিন এবং আপনার আপি হাইড করুন।তারপর নতুন একটা জিমেইল আইডি খুলুন এবং একটা  ব্লগস্পট থেকে নতুন একটা ব্লগ খুলে তাতে কিছু মান সম্পন্ন পোস্ট করুন এবং তারপর এডসেন্স আবেদন করুন কিছুক্ষন পরে দেখবেন আপনার একাউন্ট টি হয়ে গেছে। লক্ষ্য রাখবেন আইপি হাইড না করে আপনার একাউন্টে প্রবেশ করবেন না।
Tag : , ,

সহজেই তৈরি করুন Google Adsense account

আপডেট: Indyarocks দিয়ে আর একাউন্ট করা যাচ্ছে না। চাইলে নিচের টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন।
----------------------------------------------
খুব সহযেই আপনি করে ফেলতে পারেন আপনার Google Adsense account। যদিও আজকাল Adsense account করা, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য বেশ কঠিন। এর জন্য আপনার blog/website এর প্রয়োজন নাই।
কিভাবে করবেন?? শুধু নিচের steps follow করেন।
Step 1: এই লিঙ্কটিতে যান এবং “Join now for free” লিঙ্কটিতে click করেন।
Step 2: ফরমটি পূরণ করুন এবং “Join the celebrations” লিঙ্কটিতে click করেন।
Step 3: এরপর “I will do it later” এ click করেন।
Step 4: Homepage টি পাবেন।
Step 5: এখন “Upload your photo” এ click করেন। নিজের original photo upload করেন profile এর জন্য। এরপর “Upload Photos” এ গিয়ে upload করুন নিজের ১০+ original photos।
Step 6: Then Account > Edit profile এ যান এবং ৫০%+ profile complete করুন।
Step 7: এরপর Media > Blogs এ যান এবং Write Blogs এ click করেন।
Step 8: এখন যেকোন বিষয়ের উপর minimum ২ টা article post করেন (without online money earn)। Article unique এবং ২৫০+ words হতে হবে।
Step 9: এখন Homepage এ গিয়ে “Google Adsense” quick link টিতে click করুন।
Step 10: Instruction follow করুন এবং Google Adsense এর জন্য apply এর করুন।
Step 11: Indyarocks আপনাকে mail করবে, এরপর Indyarocks আপনার profile check করবে। Then Google Adsense আপনাকে mail করবে। ফরমটি পূরণ করে submit করুন।
Step 12: ১-৭ দিনের মধ্যে Google Adsense account পায়ে যাবেন।
Google Adsense এর Tips and Tricks জানতে আমার blog টি দেখতে পারে।
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু