Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label SEO Tutorial. Show all posts

______প্রয়োজনীয় ১০টি এস ই ও এনালাইসিস টুলস_____

SEO নিয়ে কাজ করতে হলে নিজের ওয়েব সাইটের বিভিন্ন খুটিনাটি ভুল,ত্রুটি সম্বন্ধে জ্ঞান থাকা দরকার, তেমনি আমাদের প্রতিদ্বন্দী বিভিন্ন কমপিটিটর সম্বন্ধে খুব ভালো ধারনা থাকতেই হবে।  SEO এর একটি বেসিক ধারনা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দী যে সকল প্রচার প্রচারনা,মিডিয়া,ব্যাকলিন্ক ব্যবহার করেছে আমাদের তার চেয়ে  ভালোভাবে এবং বেশী জায়গায় আমাদের সাইটের প্রচার করতে হবে।তাহলেই আমাদের সাইটটি প্রতিদ্বন্দী যেকোন সাইটের চেয়ে ভালো অবস্থানে থাকবে।নিজের সাইটের এবং প্রতিদ্দন্দী সাইটের বিভিন্ন তথ্য খুজে পাওয়ার জন্য আমরা বিভিন্ন SEO Tools ব্যবহার করি।আজকে আমি এরকম ১০টি টুলস এর ব্যবহার প্রক্রিয়া আপনাদের দেখাব।
১.Woorank:  এই টুলসটি ব্যবহার করার জন্য লিন্কটিতে গিয়ে, চাইলে একটি একাউন্ট তৈরী করে নিতে পারেন।একাউন্ট করার পর website review বাটনের পশে আপনার সাইটের ইউ আর এল টি লিখুন এবং website review বাটনে ক্লিক করুন ।দেখবেন নিমিষেই আপনার সাইটের অনলাইন এবং অফলাইন এস ই ও এর জন্য প্রয়োজনীয় সকল তথ্য আপনার চোখের সামনে হাজির হয়ে গেছে।।প্রথমেই দেখবেন আপনার সাইটের জন্য একটি রেন্কিং নাম্বার প্রদান করা হয়েছে।ইচ্ছা করলে এই ইনফরমেশনগুলো পিডিএফ আকারে সংরক্ষন করতে পারবেন। যে বিষয়গুলো জানতে পারবেন তার প্রধানগুলো একনজরে টাইটেল ট্যাগ,মেটা ডেসক্রিপশন,কি-ওয়ার্ড, ব্যাকলিন্ক,ডোমেইনের বয়স,গুগল প্রিভিউ,কিওয়ার্ড কনসিসটেন্সি ।

seo tools

২.Hub spot’s marketing grader:

এই টুল’সটি ব্যবহার করার জন্য প্রথমেই লিন্কটিতে ক্লিক করুন।তারপর আপনার সাইটের ইউআরএলি এবং আপনার ইমেঈল এড্ড্রেসটি লিখুন, তারপর grade me বাটনে ক্লিক করুন।দেখবেন আপনার সাইটের একটি ইনফরমেশন এসে পড়েছে। এই টুলস’টিও আপনার সাইটের জন্য একটি রেন্কিং নম্বার প্রদান করে।কয়েকটি মেইন হেডিং এর মাধ্যমে এর তথ্যগুলো দেখায়।হেডিং গুলো হলো ব্রগিং,সোস্যাল মিডিয়া,এসইও,লিড জেনারেশন,মোবাইল।

seo tools

এখন যেকোন একটি আইটেম এ ক্লিক করে ঐ হোডিং এর বিস্তারিত তথ্যগুলো জানা যাবে।
Hub spot’s marketing grader টুলসটির প্রধান বৈশিষ্ট হচ্ছে এটি প্রতিটি সেক্টরের জন্য পরামর্শ প্রদান করে, কেন করতে হবে এর ব্যখ্যা করে। আমি মনে করি এস ই ও শেখার জন্য এটি আদর্শ টুলস।

৩.http://www.sitetrail.com/analysis/:

এই টুলসটি ব্যবহারের জন্য লিন্কটিত ‍গিয়ে আপনার সাইটের নামটি লিখে সার্চ বাটনে ক্লিক করলে সাইটের ‍সাইট প্রোফাইল,সাইট ট্রাফিক,সাইট সার্ভার সহ whois information দেখাবে। এখান থেকে ডোমেইনটি কার নামে এবং কবে কেনা হয়েছে তা জানতে পারবেন।

seo tools

৪.Seo workers:

এই টুলসটি ব্যবহারের জন্য লিন্কটিত ‍গিয়ে আপনার সাইটের নামটি লিখে সার্চ বাটনে ক্লিক করলে সাইটের সকল ইনফরমেশনগুলো কায়েকটি গ্রুপ আকারে প্রকাশ করে। এখান থেকে আপার সাইটে কিওয়ার্ড টি কত ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত জানতে পারবেন।

seo tools

৫.Lipperhey:

এই টুলসটি ব্যবহারের জন্য লিন্কটিত ‍গিয়ে আপনার সাইটের নাম এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে সাবমিট এ ক্লিক করলে আপনার সাইটের তথ্যগওলো পাওয়া যাবে।এই সাইটের মুল বৈশিষ্ট হচ্ছে এস ই ও এর বিভিন্ন ত্রুটিগুলো ইমেজের মাধ্যমে দেথায়্।এর মাধ্যমে যে কেউ সহজে প্রবলেমগুলো সমাধান করতে পারবে।

seo tools

৬.Upcity:

এই টুলসটি ব্যবহার করার জন্য, সাইটে প্রবেশ করে, আপনার নাম,ইমেঈল,কিওয়ার্ড লিখে রিপোর্ট বাটনে ক্লিক করুন, দেখবেন আপনার রিপোর্টটি প্রকাশিত হয়েছে।এটি আপনাকে একটি রেন্কিং প্রদান করবে।এই টুলসটি আপনাকে কিওয়ার্ডের সাথে কমপেয়ার করে কারেন্ট রেন্ক, লিন্ক বিল্ডিং,অন সাইট, এক্সেসিবিলিটি প্রকাশ করে।এছাড়াও ডোমেইন অথরিটি এর জন্য একটি রেন্কিং নম্বর প্রদান করে।

seo tools

৭.Seo optimizer:

এই টুলসটি ব্যবহার করার জন্য, সাইটে প্রবেশ করে, আপনার সাইটের নাম লিখে সাবমিট করলেই , প্রথমে একটি সামারি প্রদান করবে কোন কোন বিয়য়ে আপনার সাইটকে ইমপ্রুভ করতে হবে।এচাছাড়াও কোন ক্ষেত্রে কি করতে হবে তার সাজেশন প্রদান করে।

seo tools

৮.Webgnomes:

প্রথমে সাইটে প্রবেশ করে আপনার সাইটের নাম ও ইমঈল এড্ড্রেস টাইপ করে  এনালাইজ বাটনে ক্লিক করুন।একটি এস ই ও রিপোর্ট আপনার ইমঈলে চলে যাবে। এই টুলসটি কমন সবধরনের প্যারামিটার এর ফলাফল প্রকাশ করে।এর অন্যতম বৈশিষ্ট হচ্ছে এটি প্রত্যেকটি সেক্টরের জন্য রেন্কিং নম্বর দেয় ৫ এর মধ্যে।

seo tools

৯.mysiteauditor:

এখান থেকে আপনি যে সকল তথ্যগুলো পাবেন:
১.আপনার সাইটের কিওয়ার্ডের অবস্থা
২.মেটাট্যাগের অবস্থা
৩.মেটাট্যাগ ডেসক্রিপশন এর অবস্থা
৪.ইমেজ অল্ট ট্যাগের অবস্থা
৫.ইউ আর এ কিওয়ার্ড এ ব্যবহার হয়েছে কিনা
৬.কিওয়ার্ড এস ই ও ফ্রেন্ডলি কিনা
এছাড়াও কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার তার পরামর্শ  পাওয়া যাবে।

 seo tools

১০.Traffictravis:

এই টুলসটি ব্যবহার করার জন্য প্রথমে সাইটটি অপেন করে, একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হরে।তারপর সেই সফটয়ারটি অপেন করে আপনার সাইটের নাম ও অন্যান্য তথ্য প্রদান করলে বিভিন্ন্ভাগে এস ই ও রিপোর্ট দেখাবে।

seo tools

আশা করতেছি এই তথ্যগুলো সবার অবশ্যই কাজে লাগবে এবং এই টুলসগুলো ব্যবহার করতে পারলে আপনার এস ই ও করার গতি অনেক বেড়ে যাবে।
Tag : ,

Google PR Domain সহজ করবে online আয় করার স্বপ্ন

আসুন প্রথমেই জেনে নেই, গুগল পি.আর ডোমেইন কি? এটি হলো ডোমেইন এর রেংকিং এর মাত্রা যা গুগল সার্চ ইঞ্জিণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়।
সাধারণত একটি ডোমেইন যতো পুরাতন হয় তার রেংক তত বাড়তে থাকে। আবার একটি সাইটে যদি অনেক ভিজিটর ও আরটিকোল থাকে তবে তার রেংক বাড়তে থাকে। গুগল একটি ডোমেইন কে ০ থেকে ১ , ২,৩ ইত্যাদি ক্রম অনুসারে ১০ পর্যন্ত রেংক দিয়ে থাকে। রেংকিং যত বেশী হবে ডোমেইন এর দাম তত বেশী হবে। কাউন্ট শুরু হয় ০ থেকে। যেগুলোতে কোন রেংকিং নাই সেগুলো (–)  রেংক হিসেবে চিহ্নিত করা হয়।
এবার আসুন জেনে নেই একটি পি.আর ডোমেইন থেকে কিভাবে আয় করা যায়?
  • ১। হাই পেইজ রেংক প্রাপ্ত একটি ডোমেইন ১৫-২৫ টি আরটিকোল লিখে এডসেন্স একাউন্ট তৈরি করে তা থেকে আয় করতে পারেন। যেহেতু ডোমেইনগুলো অনেক পুরাতন তাই এডসেন্স একটিভ করতে ৬ মাস অপেক্ষা করার প্রয়োজন নাই।
  • ২। হাই পেইজ রেংক ডোমেইনে কয়েকদিন ব্লগিং করে বিশাল ভিজিটর নিয়ে আসা সম্ভব যা দিয়ে আপনি এফিলিয়েট মার্কেট এর কাজ করতে পারেন। আপনি হয়ত জানেন, আমাদের দেশে অনেকই রয়েছেন যারা মাসে ১ থেকে ৫ হাজার ডলার আয় করছেন কেবল এফিলিয়েট মার্কেটিং করে। আপনি যদি ইংরেজীতে দক্ষ হোন তবে আপনিও পারেন একজন সফল এফিলিয়েট মার্কেটার হতে। এফিলিয়েট মার্কেটার হতে আরো একটি গুন থাকা প্রয়োজন আর তা হলো মানুষ বুঝাতে পারার ক্ষমতা থাকতে হবে।
  • ৩। মাইক্রোওয়ার্কাস এর অসংখ্য কাজ রয়েছে যা সমাপ্তি করতে হাই পেইজ রেংক এর সারভার প্রয়োজন পড়ে। মাইক্রোওয়ার্কারস এর সাইটগুলো ভিজিট করলে দেখতে পাবেন যে, পি.আর. ২ + সাইটে কমেন্ট ও ১০০ শব্দের আরটিকোল লিখে .৫০ সেন্ট থেকে ৫ ডলার আয় করার সুযোগ রয়েছে।
  • ৪। ডোমেইন গুলোর রেংকিং আরো বাড়িয়ে বিশাল দাম তুলে বিক্রয় করতে পারেন।
  • ৫। নিজের প্রডাক্ট সহজেই মার্কেটিং করতে পারেন। যেহেতু এটির ভালো একটি রেংকিং রয়েছে তাই আরটিকোল লিখলেই সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া যায়। আলাদা করে বিশাল পরিমানে এস.ই.ও করার প্রয়োজন পড়ে না।
এছাড়াও আরো অনেক সুযোগ তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসায়ী হিসেবে সুপরিচিতি তৈরি করতে পারেন। নিজের মতো করে একটি প্লান তৈরি করুন যা আপনাকে সফলতা এনে দেবে। মনে রাখবেন, পি.আর বা পেইজ রেংক যত বেশী হবে সফল হওয়ার সম্ভাবনা তত বেশী হবে।
পি.আর ডোমেইন রেডিমেইট পাওয়া যায় আবার একটি ডোমেইন কিনে এস.ই.ও করলে রেংক পাওয়া যাবে।
Tag : ,

free তে শিখুন প্র্যাকটিক্যাল SEO, ছবিসহ একটি ধারাবাহিক টিউটোরিয়াল !!! Part:07

সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি).......ভাববেন না আবার ফ্রিতে আলকাতরা দিচ্ছি......... :lol:
}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{ Learn to SEO (Search Engine Optimization)




বর্তমান সময়ে ওয়েবসাইট ব্যান্ডিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যেটার কথা চিন্তা করা হয় সেটা হল সোশ্যাল বুকমার্কিং।
সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই।
সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ:
• খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
• সোশ্যাল বুকমার্কিং আমদের সাইটের জন্য লিংক বিল্ডিং এর কাজ করে থাকে।
• "DoFollow Backling" পাওয়া যায়।
• মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
• দ্রত পোস্ট ইন্ডেক্সিং করানর জন্য বুকমার্কিং এর জুরি নাই।
• ফ্রিল্যান্সিং-এ সোশ্যাল বুকমার্কিং এর কাজের অনেক দাম রয়েছে। যা কিনা যা কেউ এই কাজটি অনায়াসে করতে পারে।
• সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
• আর তো সাইটের জন্য কাংক্ষিত ভিজিটর পাবেন-ই
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বইটিতে আরও পাবেন.......৩০০ সোস্যাল বুকমার্কিং সাইটের লিষ্ট........ মোট পৃষ্ঠা সংখ্যা- ২৩, সাইজ: ৩ মেগাবাইট।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/m9TFYVowsX3W
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/iw89496bpmx9xxg/Social%20Bookmarking.pdf
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু