- Back to Home »
- SEO Tutorial »
- Google PR Domain সহজ করবে online আয় করার স্বপ্ন
Sunday, December 8, 2013
আসুন প্রথমেই জেনে নেই, গুগল পি.আর ডোমেইন কি? এটি হলো ডোমেইন এর রেংকিং
এর মাত্রা যা গুগল সার্চ ইঞ্জিণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে
নির্ধারণ করা হয়।
সাধারণত একটি ডোমেইন যতো পুরাতন হয় তার রেংক তত বাড়তে থাকে। আবার একটি সাইটে যদি অনেক ভিজিটর ও আরটিকোল থাকে তবে তার রেংক বাড়তে থাকে। গুগল একটি ডোমেইন কে ০ থেকে ১ , ২,৩ ইত্যাদি ক্রম অনুসারে ১০ পর্যন্ত রেংক দিয়ে থাকে। রেংকিং যত বেশী হবে ডোমেইন এর দাম তত বেশী হবে। কাউন্ট শুরু হয় ০ থেকে। যেগুলোতে কোন রেংকিং নাই সেগুলো (–) রেংক হিসেবে চিহ্নিত করা হয়।
এবার আসুন জেনে নেই একটি পি.আর ডোমেইন থেকে কিভাবে আয় করা যায়?
পি.আর ডোমেইন রেডিমেইট পাওয়া যায় আবার একটি ডোমেইন কিনে এস.ই.ও করলে রেংক পাওয়া যাবে।
সাধারণত একটি ডোমেইন যতো পুরাতন হয় তার রেংক তত বাড়তে থাকে। আবার একটি সাইটে যদি অনেক ভিজিটর ও আরটিকোল থাকে তবে তার রেংক বাড়তে থাকে। গুগল একটি ডোমেইন কে ০ থেকে ১ , ২,৩ ইত্যাদি ক্রম অনুসারে ১০ পর্যন্ত রেংক দিয়ে থাকে। রেংকিং যত বেশী হবে ডোমেইন এর দাম তত বেশী হবে। কাউন্ট শুরু হয় ০ থেকে। যেগুলোতে কোন রেংকিং নাই সেগুলো (–) রেংক হিসেবে চিহ্নিত করা হয়।
এবার আসুন জেনে নেই একটি পি.আর ডোমেইন থেকে কিভাবে আয় করা যায়?
- ১। হাই পেইজ রেংক প্রাপ্ত একটি ডোমেইন ১৫-২৫ টি আরটিকোল লিখে এডসেন্স একাউন্ট তৈরি করে তা থেকে আয় করতে পারেন। যেহেতু ডোমেইনগুলো অনেক পুরাতন তাই এডসেন্স একটিভ করতে ৬ মাস অপেক্ষা করার প্রয়োজন নাই।
- ২। হাই পেইজ রেংক ডোমেইনে কয়েকদিন ব্লগিং করে বিশাল ভিজিটর নিয়ে আসা সম্ভব যা দিয়ে আপনি এফিলিয়েট মার্কেট এর কাজ করতে পারেন। আপনি হয়ত জানেন, আমাদের দেশে অনেকই রয়েছেন যারা মাসে ১ থেকে ৫ হাজার ডলার আয় করছেন কেবল এফিলিয়েট মার্কেটিং করে। আপনি যদি ইংরেজীতে দক্ষ হোন তবে আপনিও পারেন একজন সফল এফিলিয়েট মার্কেটার হতে। এফিলিয়েট মার্কেটার হতে আরো একটি গুন থাকা প্রয়োজন আর তা হলো মানুষ বুঝাতে পারার ক্ষমতা থাকতে হবে।
- ৩। মাইক্রোওয়ার্কাস এর অসংখ্য কাজ রয়েছে যা সমাপ্তি করতে হাই পেইজ রেংক এর সারভার প্রয়োজন পড়ে। মাইক্রোওয়ার্কারস এর সাইটগুলো ভিজিট করলে দেখতে পাবেন যে, পি.আর. ২ + সাইটে কমেন্ট ও ১০০ শব্দের আরটিকোল লিখে .৫০ সেন্ট থেকে ৫ ডলার আয় করার সুযোগ রয়েছে।
- ৪। ডোমেইন গুলোর রেংকিং আরো বাড়িয়ে বিশাল দাম তুলে বিক্রয় করতে পারেন।
- ৫। নিজের প্রডাক্ট সহজেই মার্কেটিং করতে পারেন। যেহেতু এটির ভালো একটি রেংকিং রয়েছে তাই আরটিকোল লিখলেই সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া যায়। আলাদা করে বিশাল পরিমানে এস.ই.ও করার প্রয়োজন পড়ে না।
পি.আর ডোমেইন রেডিমেইট পাওয়া যায় আবার একটি ডোমেইন কিনে এস.ই.ও করলে রেংক পাওয়া যাবে।