Thursday, September 26, 2013
আমি আপনাদের সামনে জুমলা সম্পর্কে প্রায় সকল কিছু নিয়ে হাজির হচ্ছি। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত যেতে পারি।
Joomla কিঃ
জুমলা একটি পুরষ্কার পাপ্ত CMS যার পূর্ণ রুপ হলঃ Content Management System। এটি শুধু
Content
Management System নয় একটি শক্তিশালি Content Management System। এটি দিয়ে
ওয়েব সাইট ও ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়। এটির ব্যবহার খুব সহজ।
CMS কিঃ CMS হচ্ছে অনেক গুলো পদ্ধতির সমন্যয়ের সাহায্যে সহযোগিমূলক(অনেক জন ইউজার) পরিবেশে কাজের ধারা ঠিক রাখার একটি প্রক্রিয়া।
এবং এটি নিচের রুল গুলো মনে রেখে করা হয়ঃ
1. অনেক গুলো লোককে তাদের ডাটা জমা রাখা এবং শেয়ার করায় সাহায্য করা
2.
ডাটা গুলো কে ইউজার অনুযায়ি ব্যবহার করার অনুমটি দেওয়া। যেমনঃ কোন ইউজার
লিখতে পারবে। কেউ পুড়তে পারবে কেউ লিখতে পড়তে ও ডিলিট করতে পারবে ইত্যাদি
অনুযাই ভাগ করা।
3. ডাটা জমা রাখা এবং পুনরায় ফিরে ফেতে সহযে সাহায্য করা।
4. একই জিনিশ বার বার ঢুকাতে বাধা দেওয়া। যেমনঃ ডুপ্লিকেট কমেন্ট।
5. সহজে রিপোর্ট লেখা তৈরি করতে সাহায্য
6. এবং ব্যবহার কারিদের মধ্যে সহযে যোগাযোগ রাখতে সহযোগিতা করা।
জুমলা দিয়ে কত সহজে কত সুন্দর ওয়েব সাইট তৈরি করা যায় তা ব্যবহারের আগে বুঝবেন না। যারা ব্যবহার করে তারাই জানে।
জুমলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়ার। আপনাকে এরজন্য কোন ফি দিতে হবে না।
এটি পি এইচ পি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এটি মাই ইসকুয়াল ডাটা বেজ ব্যবহার করে।
এটি দিয়ে করপোরেট, নন করপোরেট সহ নিজের একটি সাইট সহজে তৈরি করা যায়।
তাহলে আর দেরি কেন? শুরু করুন আমার সাথে।
বিদ্রঃ
আমি অনেক বিস্তারিত সহকারে লিখতেছি ও লিখতে চাই, যেন আপনারা একটি CMS শিখে
অন্যান্য গুলোতে ও কাজ করতে পারেন।এজন্য আপনাদের মতা মত দরকার।