- Back to Home »
- Joomla »
- জুমলা শিখুন (পার্ট-৬) Menu সম্পর্কে
Thursday, September 26, 2013
Menu কি তা সবাই জানেন। যেমন একটিসাইটে নিচের মেনু গুলো আছে।
এখানে Home, Analysis, Book etc মেনু গুলো আছে। আর আমাদের সাইটে আছে মাত্র একটি মেনু।
শুধু Home. এখন আমরা আরো কিছু মেনু তৈরি করি। আমরা এখন Main Manu তে আরো মেনু Add করবো। এর জন্য আপনার সাইটের Control panel এ যান, তারপর Menu Manager নির্বাচন করুন।
অথবা Menus থেকে Main Menu নির্বাচন করুন। এবার চিত্রে দেখানো
যেকোণ এক জাগায় Main Menu এডিট করুন। নিচের মত আসবে।
এখানে শুধু Home আছে। নতুন এড করতে এখান থেকে New তে ক্লিক করুন। আগের গুলো ও এডিট করতে পারেন এখান থেকে। আমরা এখন নতুন একটা তৈরি করবো তাই New তে ক্লিক করলাম।
একটা Option আসবে,
এখানে কি ধরনের মেনু তৈরি করবেন তা সিলেক্ট করুন। অনেক শরনের Option রয়েছে। যা আপনারা আস্তে আস্তে যানতে পারবেন। আর যদি আপনার আগ্রহ বেশি থাকে তাহলে তো আরো ভালো , সহযেই শিখতে ও যানতে পারবেন। আমরা এখন Internal Link থেকে Articles নির্বাচন করলাম। তাহলে নিছের মত আরো একটা Option পাবেন।
এখানে ও অনেক ধরনের Option রয়েছে। একটা একধরনের সাইটের জন্য। এটা দিয়ে ব্লগ সাইট ও বানাতে পারবেন। আমি আপাতত Article থেকে Article layout নির্বাচন করবো। এখানে মাত্র একটি Article দেখাবে। এ ব্যপারে পরে আরো আলো চনা করবো। তাহলে নিচের মত আরেকটা Window দেখত্রে পারবেন।
আপাতত ধরকারী গুলো আমি Highlight করে দিয়েছি। Title বক্স এ আপনার মেনুর নাম লিখুন। আমি লিখলাম Blog List. Alias বক্স এ Alias লিখুন। তার পর একটি Article সিলেকট করুন। এবার Save এ ক্লিক করুন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন Main Manu তে আরেকটা নতুন মেনু Add হয়েছে।
এভাবে আপনার ইচ্ছে মত মেনু Add করতে পারবেন।
আপনি যদি চান নতুন আরেকটা মেনু বক্স তৈরি করবেন। তাহলে আবার Menu Manager এ ক্লিক করুন।
এখান থেকে New তে ক্লিক করুন। নতুন একটা Form আসবে।
এখানে form টি পূরন করুন। এবং সেভ করুন। এটি কিন্তু এখনো সাইটে দেখা যাবে না। দেখানোর জন্য আপনাকে Module Manager এ যেতে হবে।
এখানে দেখুনAdditional site নামে একটী নতুন module রয়েছে। এবং এটি Enable নয়।
তাই দেখাও যাচ্ছে না। এটি Enable করার জন্য এর পাশের Enable এর নিচের ক্রস চিহ্নে কিল্ক করুন বা এটি সিলেকট করে উপরে Enable এ ক্লিক করুন। তাহলে এটি Enable হবে এবং দেখতে পাবেন।
দেখবেন Main Menu এর উপররে আপনার মেনু বক্স টি রয়েছে। এবার এর ভিতরে আমরা মেনু দেব। তার জন্য Manu Manager এ যান। এখান থেকে আপনার মেনু নির্বাচন করুন।
তারপর পর Menu Item এ ক্লিক করুন। এবার এখানে কি কি মেনু থাকবে তা Add করুন। আমি Projonmo Forum নামে একটা করে দেখিয়ে দিলাম। কিভাবে Add করবেন তা সম্পর্কে উপরে আলোচনা হয়েছে।
আপনার সাইটে গিয়ে দেখুন আপনার মেনু Add হয়েছে। এটা তো মেইন মেনুর উপরে তাই না। আপনি ইচ্ছে করলে যে কোন জাগায় এটা রাখতে পারেন। তার জন্য Manu Manager এ যান, এখানে যাকে আগে রাখতে চান তার Order Value কম দিন। আমরা মেইন মেনুকে আগে রাখতে চাই তাই এর Value দিলাম 0. Order এর পাশে দেখুন ছোট্ট করে সেভ ছিহ্ন আছে, সেখানে সিলেকট করে Order save করুন। এবার সাইটে গিয়ে দেখুন আগে মেইন মেনু। তার পর Additional sites.
এতে ও খুশি না? আরো কিছু চান, নিজের ইচ্ছে মত আরো ভালোভাবে সাজিয়ে নিতে এবার চলে যান Module Manager এ । একান থেকে আপনি যেটাকে নিজের ইচ্ছে মত সাজাতে চান তা সিলেকট করুন।
এখানে অনেক
গুলো Option রয়েছে আমি আপনাকে যদি ধরে ধরে শিখাই তাহলে আমার শিখানো ও হবেনা আপনি ও শিখতে পারবে না। তার পর ও আমি একটা দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি চাচ্ছেন আপনার মেনু টি ডানে না হয়ে বামে বা উপরে অথবা নিছে হবে তা হলে আপনি Position থেকে তা সিলেকট করতে পারবেন। এখন থেকে ও আপনি Manu Order করতে পারবেন। তার জন্য রয়েছে Order Option. Access Level Option থেকে আপনার মেনু/ মডিউল টি কারা কারা দেখতে পারবে তা নির্বাচন করতে পারবেন। যেমন একটি মেনু শুধু Registered ভিজিটর রা দেখতে পারবে, তা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। Menu Style থেকে আপনার মেনু উওর নিচ হবে না কি সোজা সামনা সামনি হবে তা সিলেকট করতে পারবেন।
এখানে Home, Analysis, Book etc মেনু গুলো আছে। আর আমাদের সাইটে আছে মাত্র একটি মেনু।
শুধু Home. এখন আমরা আরো কিছু মেনু তৈরি করি। আমরা এখন Main Manu তে আরো মেনু Add করবো। এর জন্য আপনার সাইটের Control panel এ যান, তারপর Menu Manager নির্বাচন করুন।
অথবা Menus থেকে Main Menu নির্বাচন করুন। এবার চিত্রে দেখানো
যেকোণ এক জাগায় Main Menu এডিট করুন। নিচের মত আসবে।
এখানে শুধু Home আছে। নতুন এড করতে এখান থেকে New তে ক্লিক করুন। আগের গুলো ও এডিট করতে পারেন এখান থেকে। আমরা এখন নতুন একটা তৈরি করবো তাই New তে ক্লিক করলাম।
একটা Option আসবে,
এখানে কি ধরনের মেনু তৈরি করবেন তা সিলেক্ট করুন। অনেক শরনের Option রয়েছে। যা আপনারা আস্তে আস্তে যানতে পারবেন। আর যদি আপনার আগ্রহ বেশি থাকে তাহলে তো আরো ভালো , সহযেই শিখতে ও যানতে পারবেন। আমরা এখন Internal Link থেকে Articles নির্বাচন করলাম। তাহলে নিছের মত আরো একটা Option পাবেন।
এখানে ও অনেক ধরনের Option রয়েছে। একটা একধরনের সাইটের জন্য। এটা দিয়ে ব্লগ সাইট ও বানাতে পারবেন। আমি আপাতত Article থেকে Article layout নির্বাচন করবো। এখানে মাত্র একটি Article দেখাবে। এ ব্যপারে পরে আরো আলো চনা করবো। তাহলে নিচের মত আরেকটা Window দেখত্রে পারবেন।
আপাতত ধরকারী গুলো আমি Highlight করে দিয়েছি। Title বক্স এ আপনার মেনুর নাম লিখুন। আমি লিখলাম Blog List. Alias বক্স এ Alias লিখুন। তার পর একটি Article সিলেকট করুন। এবার Save এ ক্লিক করুন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন Main Manu তে আরেকটা নতুন মেনু Add হয়েছে।
এভাবে আপনার ইচ্ছে মত মেনু Add করতে পারবেন।
আপনি যদি চান নতুন আরেকটা মেনু বক্স তৈরি করবেন। তাহলে আবার Menu Manager এ ক্লিক করুন।
এখান থেকে New তে ক্লিক করুন। নতুন একটা Form আসবে।
এখানে form টি পূরন করুন। এবং সেভ করুন। এটি কিন্তু এখনো সাইটে দেখা যাবে না। দেখানোর জন্য আপনাকে Module Manager এ যেতে হবে।
এখানে দেখুনAdditional site নামে একটী নতুন module রয়েছে। এবং এটি Enable নয়।
তাই দেখাও যাচ্ছে না। এটি Enable করার জন্য এর পাশের Enable এর নিচের ক্রস চিহ্নে কিল্ক করুন বা এটি সিলেকট করে উপরে Enable এ ক্লিক করুন। তাহলে এটি Enable হবে এবং দেখতে পাবেন।
দেখবেন Main Menu এর উপররে আপনার মেনু বক্স টি রয়েছে। এবার এর ভিতরে আমরা মেনু দেব। তার জন্য Manu Manager এ যান। এখান থেকে আপনার মেনু নির্বাচন করুন।
তারপর পর Menu Item এ ক্লিক করুন। এবার এখানে কি কি মেনু থাকবে তা Add করুন। আমি Projonmo Forum নামে একটা করে দেখিয়ে দিলাম। কিভাবে Add করবেন তা সম্পর্কে উপরে আলোচনা হয়েছে।
আপনার সাইটে গিয়ে দেখুন আপনার মেনু Add হয়েছে। এটা তো মেইন মেনুর উপরে তাই না। আপনি ইচ্ছে করলে যে কোন জাগায় এটা রাখতে পারেন। তার জন্য Manu Manager এ যান, এখানে যাকে আগে রাখতে চান তার Order Value কম দিন। আমরা মেইন মেনুকে আগে রাখতে চাই তাই এর Value দিলাম 0. Order এর পাশে দেখুন ছোট্ট করে সেভ ছিহ্ন আছে, সেখানে সিলেকট করে Order save করুন। এবার সাইটে গিয়ে দেখুন আগে মেইন মেনু। তার পর Additional sites.
এতে ও খুশি না? আরো কিছু চান, নিজের ইচ্ছে মত আরো ভালোভাবে সাজিয়ে নিতে এবার চলে যান Module Manager এ । একান থেকে আপনি যেটাকে নিজের ইচ্ছে মত সাজাতে চান তা সিলেকট করুন।
এখানে অনেক
গুলো Option রয়েছে আমি আপনাকে যদি ধরে ধরে শিখাই তাহলে আমার শিখানো ও হবেনা আপনি ও শিখতে পারবে না। তার পর ও আমি একটা দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি চাচ্ছেন আপনার মেনু টি ডানে না হয়ে বামে বা উপরে অথবা নিছে হবে তা হলে আপনি Position থেকে তা সিলেকট করতে পারবেন। এখন থেকে ও আপনি Manu Order করতে পারবেন। তার জন্য রয়েছে Order Option. Access Level Option থেকে আপনার মেনু/ মডিউল টি কারা কারা দেখতে পারবে তা নির্বাচন করতে পারবেন। যেমন একটি মেনু শুধু Registered ভিজিটর রা দেখতে পারবে, তা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। Menu Style থেকে আপনার মেনু উওর নিচ হবে না কি সোজা সামনা সামনি হবে তা সিলেকট করতে পারবেন।