Popular Post

zwani.com myspace graphic comments

হবে কিভাবে দোকান এ না গিয়ে নিজেই নিজের জাভা ফোন USB কেব্ল এর সাহায্যে ফ্লাশ দিবেন।



আজ আপনাদেরকে দেখান হবে কিভাবে দোকান না গিয়ে নিজেই নিজের জাভা ফোন USB কেব্ এর সাহায্যে ফ্লাশ দিবেন
যা যা লাগবেঃ
#যে জাভা ফোনটি ফ্লাশ দিবেন সেটি icon biggrin নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!(ফোনটি অবশ্যয় BB5 হতে হবে, আপনার ফোন BB5 কিনা দেখতে এই লিঙ্ক যান)
#ফোন এর USB Cable
#JAF + PKey Emulator (লিঙ্কঃ এইখানে ক্লিক করুন)
#ফোন এর প্রতি কম মায়া-দয়া icon biggrin নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
#সাহস icon biggrin নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
যা যা করতে হবেঃ
প্রথমে ফ্লাশ ফাইল ডাউনলোড করতে হবে। এই লিঙ্ক থেকে আপনার ফোন এর মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইল ডাউনলোড করুন। সেটা ওপেন করে নিচের ছবিতে দেখান লোকেশন সেটআপ দিন
014 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
এখন উপরের লিঙ্ক থেকে JAF ডাউনলোড করুন। ডাউনলোড এর পর জিপ ফাইল টা আনজিপ করে দুইটা ফাইল পাবেন, এর মধ্যে সেটআপ ফাইলটা ওপেন করে ইন্সটল করুন এরপর আরেকটা যে ফাইল আছে ওটা ওপেন করুন
(লক্ষ্য করুনঃ Windows 7 Vista ব্যাবহারকারীরা ওই ফাইল টা তে রাইট ক্লিক করে Properties থেকে Compability ট্যাব থেকে Run as Windows XP Service Pack 3 সিলেক্ট করুন এবং Ok করে বেরিয়ে আসুন। নিচের ছবির মতন)
023 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
এখন Pkey Emulator ওপেন করুন। নিচের মতন দেখতে পাবেন। Go তে চাপ দিন
034 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
এখন নিচের মতন দেখতে পাবেন
043 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
ভয় পাবার কিছু নেই, ওকে তে চাপ দেন
এখন JAF এর BB5 ট্যাব ক্লিক করুন
নিচের মতন Dead USB, Normal Mode টিক আর CRT 308 থেকে টিক তুলে নিন
053 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
এখন ফোন অফ করে USB তে কানেক্ট করুন। দেখবেন ফোন অফ থাকা সত্তেও একটা ড্রাইভার ইন্সটল হবে
(লক্ষ্য করুনঃ Nokia PC Suite ইন্সটলড থাকতে হবে, তবে Close করে রাখতে হবে সেটা ফ্লাশ দেয়ার সময়।)
সবকিছু ঠিক থাকলে নিচের মতন দেখতে পাবেন, সবুজ বাতি জলছে।

(
লক্ষ্য করুনঃ এই ফাইলটি ডাউনলোড করে যেখানে JAF ইন্সটল করেছেন সেইখানে পেস্ট করুন। Replace করতে বললেও করুন।)
(লক্ষ্য করুনঃ সবুজ বাতি না জ্বললে Use INI টিক দিয়ে ফোন এর লিস্ট থেকে আপনার ফোনটি সিলেক্ট করুন।)
এখন বাতির নিচের ড্রপডাউন মেন্যু থেকে লিস্ট থেকে বাংলাদেশ এবং আপনার ফোন এর কালার সিলেক্ট করুন
061 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
এখন ফ্লাশ চাপ দিন আল্লাহর নাম নিয়ে। একটা ওয়ার্নিং দিতে পারে নিচের মতন, ওকে করুন।
তারপর দেখবেন Searching Phone দেখাবে স্ট্যাটাস বক্স এ। তখন ফোন টির পাওয়ার বাটন সেকেন্ড এর জন্য চেপে ধরুন
071 নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
সবকিছু ঠিক থাকলে কাজ শুরু হয়ে যাবে, -১০ মিনিট লাগতে পারে
হ্যাপি ফ্লাশিং icon biggrin নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
(সতর্কীকরণঃ যা যা বলা হয়েছে ঠিক সেইরকম না হলে ফ্ল্যাশ চাপ দিবেন না, ভুল হলে ফোন ব্রিক হয়ে যাবার সম্ভাবনা আছে।)
পোস্টটি আমার ফেসবুক পেজ পঞ্চম মাত্রা l Fifth Dimension এও প্রকাশ করা হবে। icon biggrin নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!
আমার আগামি পোস্টঃ কিভাবে জাভা মোবাইল অ্যাপ মিনিমাইজ করে একাধিক অ্যাপ চালাবেন! (ডিটেইলস, ছবিসহ)

এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ এ ফ্রী নেট চালান।


বর্তমানে আমরা অনেকেই একাধিক ল্যাপটপ/পিসি ব্যাবহার করে থাকি, আবার এখন মোবাইল ফোনে WiFi থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব ...সহজেই। শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার পিসি/ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন।


যা যা করতে হবেঃ

১। Hostpot Name >> নিজের ইচ্ছা মত যেকোনো নাম দিন

২। Password >> নিজের ইচ্ছা মত যেকোনো Password দিন

৩। Internet >> আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন। যেমন, Broadband চালালে Broadband সিলেক্ট করুন

৪। Advanced >> এখানে দেখুন Shar over & sharing mode রয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন sharing mode WI-Fi Access Point, Encrypted(WPA2) সিলেক্ট করুন।

৫। এবার Start Hotspot ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে। এবার আপনার মোবাইল বা ল্যাপটপ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার নামে। আপনার মোবাইল বা ল্যাপটপ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন।

এবার মনের আনন্দে আপনার মোবাইল বা ল্যাপটপ ফ্রী নেট চালান।

Tag : ,

মোবাইল ফোনে বিনামূল্যে জানুন ফেসবুক আপডেট



সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক কম্পিউটারে ব্যবহার করার পাশাপাশি মোবাইল ফোন থেকেও ব্যবহার করার সুযোগ রয়েছে। এর জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয় না। অন্যান্য দেশের ব্যবহারকারীরা এসব নোটিফিকেশন - মেইলের পাশাপাশি মোবাইল ফোনেও পেয়েছেন এতদিন। এবার আমাদের দেশেও এসেছে সুযোগ। সম্প্রতি বাংলাদেশের দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বাংলালিংক ব্যবহারকা...রীদের জন্য সুবিধাটি চালু করেছে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন স্ট্যাটাস আপডেট, কারও ওয়ালে পোস্ট করা এবং নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেখার সুবিধা রয়েছে।
কীভাবে পাবেন সেবা? এর জন্য ফেসবুকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এজন্য ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings অপশনে যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাবে যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে নিচের একটি পেজ খুলবে। যেখানে একেবারে নিচে লেখা রয়েছে Already received a confirmation code? লেখাটির ওপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নম্বর থেকে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেটির মেসেজ অপশনে গিয়ে fb লিখে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বর এবং বাংলালিংক ব্যবহারকারীদের ৩২৬৬৫ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার ফেসবুকের মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এবার যে Confirmation Code-টি এসএমএসে এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm- ক্লিক করুন। এখন কী কী নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলো ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরনের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না
Tag : ,

আপনার ওয়েবসাইটের SEO র সাহায্য নিন GOOGLE এর !!!

 আপনার ওয়েবসাইট এর সার্চ ইঞ্জিন আপটিমাইজেসনে গুগল এর সাহায্য নিতে পারেন যেভাবে -
১. http://www.google.com/webmasters/ সাইনাপ করে আপনার সাইট এর ভেরিফিকেসান করুন ( গুগল এর দেওয়া meta tag বসিয়ে ), তারপর sitemap.xml ও robots.txt সাবমিট করুন।
২. একই আইডি দিয়ে http://www.google.com/analytics/ এ সাইনাপ করে আপনার সাইট এর ভেরিফিকেসান করুন। analytics থেকে প্রাপ্ত জাভা স্ক্রিপ্ট আপনার সাইট এর কাঙ্খিত পেইজের হেড সেকশনে বসান।
৩. পুনরায় একই আইডি দিয়ে https://profiles.google.com/ এ সাইনাপ করে আপনার প্রফাইল সেভ করুন।
আসা করা যায় কাজগুলো আপনার সাইটের SEO তে বেশ সাহায্য করবে।
Tag : ,

3G Teletalk

•••• 3G PREPAID BROADBAND INTERNET DATA PLANS ••••


speed up to 256kbps :


• 40mb@25tk+vat (3 day validity). to buy, type D35 and send to 111
• 500MB@200tk +vat (30 days validity). to buy, type D13 and send to 111
• 1GB@175tk +vat (10 days validity). to buy, type D14 and send to 111
• 2GB@400tk +vat (30 days validity). to buy, type D15 and send to 111
• 4GB@600tk +vat (30 days validity). to buy, type D16 and send to 111
• Unlimited : 1050tk +vat (30 days validity). to buy, type D17 and send to 111

speed up to 512kbps :

• 40MB@25tk+vat (1 day validity). to buy, type D18 and send to 111
• 1GB@200tk +vat (10 days validity). to buy, type D19 and send to 111
• 1GB@300tk +vat (30 days validity). to buy, type D31 and send to 111
• 2GB@500tk +vat (30 days validity). to buy, type D20 and send to 111
• 3GB@625tk +vat (30 days validity). to buy, type D21 and send to 111
• 3GB@1000tk +vat (90 days validity). to buy, type D21 and send to 111
• 10GB@1000tk +vat (30 days validity). to buy, type D22 and send to 111
• Unlimited : 1500tk +vat (30 days validity). to buy, type D32 and send to 111

speed up to 1mbps :

• 4GB@800tk +vat (30 days validity). to buy, type D25 and send to 111
• 8GB@1200tk +vat (30 days validity). to buy, type D26 and send to 111

speed up to 2mbps :

• 10GB@2500tk +vat (30 days validity). to buy, type D27 and send to 111
• 40GB@6000tk +vat (30 days validity). to buy, type D28 and send to 111

speed up to 4mbps :

• 8GB@3000tk +vat (10 days validity). to buy, type D29 and send to 111
• 20GB@6500tk +vat (10 days validity). to buy, type D30 and send to 111


• For unlimited package , 

speed 256kbps Fair use policy is upto 25GB for subscription code D17

speed 512kbps Fair use policy is upto 30GB for subscription code D32


•••• 3G POSTPAID BROADBAND INTERNET DATA PLANS ••••

speed up to 256kbps :

• 3GB@400tk +vat (30 days validity). to buy, type F1 and send to 111
• 7GB@700tk +vat (30 days validity). to buy, type F2 and send to 111
• Unlimited : 1050tk +vat (30 days validity). to buy, type F3 and send to 111

speed up to 512kbps :

• 4GB@500tk +vat (30 days validity). to buy, type F4 and send to 111
• 7GB@850tk +vat (30 days validity). to buy, type F5 and send to 111
• 12GB@900tk +vat (30 days validity). to buy, type F6 and send to 111
• 16GB@1150tk +vat (30 days validity). to buy, type F7 and send to 111
• Unlimited : 1500tk +vat (30 days validity). to buy, type F8 and send to 111

speed up to 1mbps :

• 10GB@1400tk +vat (30 days validity). to buy, type F9 and send to 111
• 20GB@2000tk +vat (30 days validity). to buy, type F10 and send to 111
• Unlimited : 2500tk +vat (30 days validity). to buy, type F11 and send to 111

speed up to 2mbps :

• 10GB@2500tk +vat (30 days validity). to buy, type F12 and send to 111
• 20GB@4000tk +vat (30 days validity). to buy, type F13 and send to 111

speed up to 4mbps :

• 24GB@6000tk +vat (30 days validity). to buy, type F14 and send to 111

•••• 15% vat apply ••••

• For unlimited package , 

speed 256kbps Fair use policy is upto 30GB for subscription code F3
speed 512kbps Fair use policy is upto 35GB for subscription code F8
speed 1mbps Fair use policy is upto 40GB for subscription code F11


NOTE:

• to get auto settings for handset, type SET and send to 738 (free). then save with 1234.

• packs will be activated instantly.

• to check remaining limit, write 'u' and send SMS to 111.

• Unused limit will be no carry forwarded with new pack if its being taken before the expiry of previous pack.

• After consuming data limit or FUP limit, default pay per use rate (10KB/1p) will be applicable.

• The default data speed is up to 512kbps & can be enchanted up to 2mbps as per data bundle pack!
Tag : ,

আপনার computer বা laptop er c drive space দিন দিন কমে যাচ্ছে ? তাহলে পোষ্টটি আপনার জন্য।

lamiyanuha 1380214339 1 12 আপনার কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভ স্পেস দিন দিন কমে যাচ্ছে ? তাহলে পোষ্টটি আপনার জন্য।
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? অনেকের কম্পিউটার বা ল্যাপটপে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল না করলেও দিনে দিনে সি ড্রাইভ স্পেস কমে যায়। এই সমস্যার সমাধানে আজ নিয়ে এলাম আপনাদের জন্য ছোট্ট একটি সফটওয়্যার। সাইজ ? মাত্র 2 MB । এই সফটওয়্যারটি দ্বারা আপনার কম্পিউটারে জমে থাকা সকল আবর্জনা ও জঞ্জাট নিমিষেই সাফ করতে পারবেন। সি ড্রাইভের হারানো স্পেসও ফিরে পাবেন। ফিরে পাবেন পূর্ণ গতি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক- তবে আরেকটি কথা বলে নেই, সফটওয়্যারটির নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। আশা করছি এর কার্যকরী যোগ্যতা সম্পর্কে আর আপনাদের ধারনা দিতে হবেনা। তাহলে চলুন শুরু করা যাক-
প্রথমে আমার দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি ওপেন করুন। নিচের ছবিটির মতো দেখাবে। এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ Internet Explore Cache, Internet Explore Cookies ইত্যাদি ইত্যাদি যা দেখতেছেন সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন। তারপর Start Smart Cleaning Process এ ক্লিক করুন। এখন একটি অপশন আসবে। এবার Yes এ ক্লিক করুন। দেখুন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে। ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখুন আপনার পিসি বা ল্যাপটপ আগের চেয়ে অনেক গুন বেশী স্পিডি হয়ে গেছে। আপনার সি ড্রাইভের স্পেসও বেড়ে গেছে।
শুধুমাত্র নিরবে কাজ করে চলে যাবেননা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন সবাই।

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু