Popular Post

zwani.com myspace graphic comments

Sunday, August 25, 2013

ফ্রিল্যান্সিং এর এই সময়ে আমরা সবাই ওডেস্ক এ কাজ পেতে এবং ওডেস্ক ক্যারিয়ার গড়তে অনেক উৎসাহী। আমি ডেস্ক এ কাজ করছি ২০১০ সাল থেকে। আল্লাহর রহমতে খুব ভালভাবে কাজ করতে পারছি। আমার ওডেস্ক প্রোফাইল এর লিঙ্কটি দেখতে পারেন এখানে। ওডেস্ক এ কাজ পেতে হলে আমাদের অনেক প্রতিযোগিতা করতে হয়। তবে এখানে ভাল একটি কাভার লেটার লিখতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনাদের সকলের ওডেস্ক এ কাজ পেতে সহায়ক একটি নমুনা অ্যাপ্লিকেশন দিচ্ছি। এর আগে সবাইকে সুনিশ্চিত করতে হবে নিচের বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা।
১ আপনার ওডেস্ক এর প্রোফাইল completeness ১০০% আছে কিনা।
২ সুন্দর একটি টাইটেল এবং overview আছে কিনা।
৩ আপনার Skills and Employment History অ্যাড করা আছে কিনা।
৪ অবশ্যই অবশ্যই আপনার নিজস্ব করা এবং অনেক সুন্দর সুন্দর কাজের portfolio (image + link) থাকতে হবে।
শুধুমাত্র উপরের বিষয়গুলো ঠিকঠাক থাকলেই আপনি নিচে দেওয়া Application Format টি Follow করলে আপনার ওডেস্ক এ কাজ পাওয়া এবং ওডেস্ক এর Career গড়ে তোলা সুনিশ্চিত।
অ্যাপ্লিকেশন/Cover letter format নিম্নরূপ:
Dear Hiring Manager,
You had mentioned that you are looking for [Job post] who can [job role].
I’m interested in the position of [job position here]. I have been a professional [your working platform] working for over [--] years with a lot of projects using [tehchnology, methods if any]. Moreover, I have professional working experience with [company name where have you worked].
I will do this job in the following way: [your planning to complete the job according to buyer's choice]
You can see some of my completed job related to this:
1. ----------------------------- (link of your portfolio - Portfolio must be related to buyers requirement)
2. ---------------------------- (link of your portfolio - Portfolio must be related to buyers requirement)
3. ----------------------------- (link of your portfolio - Portfolio must be related to buyers requirement)
----------------------------------------
[say something about your availability]
[say something about your timeline to complete the job]
Feel free to ask me any question any time.
Regards
[Your Name]
মনে রাখবেন কখনো ভুলেও আপনার ইমেইল, স্কাইপ আইডি, ইয়াহু, এগুলো কাভার লেটারে দেওয়া যাবে না। ক্লায়েন্ট আপনাকে নক করলে শুধুমাত্র তখনি আপনার কন্টাক্ট ডিটেইলস তাকে দিবেন। আর অবশ্যই যে কাজ আপনি খুব ভালভাবে করতে পারবেন শুধুমাত্র সেই কাজের জন্যই অ্যাপ্লিকেশন করবেন। আশা করি এটি অবশ্যই আপনাদের কাজে লাগবে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু