Popular Post

zwani.com myspace graphic comments

Showing posts with label oDesk. Show all posts

কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে

কি কি কারণে ওডেস্কের আ্যাকাউন্ট ব্যান হতে পারে
  • ১. একই পি সি থেকে একাধিক একাউন্ট করলে আইডি ফ্ল্যাগ হতে পারে। সেক্ষেত্রে আইডি ভেরিফিকেশন করে নিলে সমস্যা হবে না।
  • ২. ওডেস্ক অ্যাকাউন্ট ব্যান হওয়ার আরেকটি বড় কারণ কাভার লেটার স্প্যামিং, যেটির কারণ মূলত কপি পেস্ট। অন্যের কাভার লেটার তো কপি করবেনই না, বরং নিজের কাভার লেটারও বারংবার কপি না করে ঘুরিয়ে ফিরিয়ে লিখুন।
  • ৩. কাভার লেটারে কোন প্রকার কন্টাক্ট ইনফরমেশন দিবেন না। কন্টাক্ট ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
  • ৪. যারা ওডেস্কের বায়ার তাদের জন্য একটা কথা নিজের টিম মেম্বার কে হায়ার করলে অ্যাকাউন্ট ব্যান হবে না।

  • ৫. বায়ার যদি আপনার সাথে কোন রকম ২ নাম্বারি করে তাহলে নিজে আ্যকশনে যাবার কোন দরকার নেই। বায়ারের সাথে কোন রকম বাকবিতন্ডা করবেন না। কারণ বায়ারের নেগেটিভ কমপ্লিমেন্ট আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই এক্ষেত্রে আপনি বায়ারের সকল উল্টা পাল্টা কর্মকান্ডের স্ক্রীনশট, তথ্য প্রমানাদি সংরক্ষন করুন এবং ঠান্ডা মাথায় ওডেস্ক কর্তৃপক্ষকে জানিয়ে দিন। তাহলে ওডেস্কই বায়ারকে ভাল উত্তম মধ্যম দিবে।
  • ৬. কখনই অন্যের প্রোফাইলের জিনিসপত্র আপনার প্রোফাইলে বসাবেন না, সোজা বাংলায় নকল করবেন না। নকল করলেন তো মরলেন। একটা কথা মনে রাখবেন, ভাল একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলের অনুকরণ নয়, অনুসরণই আপনাকে সঠিক গন্তব্যে পৌছাতে সাহায্য করতে পারে।
  • ৭. আপনি কখনই অন্যের পোর্টফোলিও নিজের নামে চালাতে যাবেন না। যদি এ কাজটি করেন তাহলে ফলাফল নগদেই হাতে হাতে পেয়ে যাবেন্।
Tag : ,

ODesk যাদের জন্য ( নয় )

বাংলা ব্লগ এবং কম্যুনিটির সুবাদে ODesk ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে একটি পরিচিত নাম। আজকাল আবার দেখছি দেশের গনমাধ্যমও আউট সোর্সিং এর নাম নিতে ODesk ODesk করছে। কিন্তু এর ফলাফল হিসেবে অনেক অনেক বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারী ODesk সম্মন্ধে জেনে বা না জেনে রেজিস্ট্রেশন করছেন। যারা জেনে ODesk এ সাইন আপ করছেন এদের সংখ্যা খুবই কম বেশির ভাগ ই না জেনে রেজিস্ট্রেশন করছেন এবং অদ্ভূত কর্মকান্ড করে বাইরের Employer দের কাছে বাংলাদেশীদের সম্পর্কে বাজে ধারনা তৈরী করছেন। নীচের লেখা গুলো তাদের জন্য
ODesk Logo
ODesk যাদের জন্য নয়
১. যারা ইংরেজীতে কথা বলতে জানেন না, ODesk তাদের জন্য নয়
২. যারা কাজ জানেন না, ক্লিক করে উপার্জন করতে চান, ODesk তাদের জন্য নয়
৩. যারা কাজ শিখতে চান, ODesk তাদের জন্য নয়, ODesk শুধুমাত্র প্রফেশনালদের জন্য
৪. যারা ডেডলাইন কি জিনিস এটা বোঝেন না, ODesk তাদের জন্য নয়
৫. যারা সল্প সময়ে টাকা / ডলার পেতে চান বা ধৈর্য্য নেই ODesk তাদের জন্য নয়
আসল কথা, আপনি ODesk এ যদি কাজ করতে চান তবে পর্যাপ্ত যোগ্যতা এবং ধৈর্য্য নিয়ে আসতে হবে। তা-না হলে আপনার নিজের কোনোই লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট।
Tag : ,

একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে odesk-e গত তিন মাসে আমার অবস্থান

ওডেক্সে আমার যাত্রা শুরু গত তিন মাস আগে।খু্বই চিন্তায় ছিলাম কিভাবে ওডেস্কে সহজে আগানো ও কাজ পাওয়া যাবে তা নিয়ে। আমার মাথায় ছিল কোন ক্যাটাগরিতে কাজ করলে সহজে কাজ পাওয়া যাবে। এজন্য আমি SEO,Blogging, Web Development & Design, Writing ইত্যাদির উপর প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করি।
ওডেস্কে কাজ পাওয়ার জন্য প্রথমে চিন্তা করে বের করি কোন দক্ষতা নিয়ে কাজের আবেদন করলে সহজে কাজ পাওয়া যাবে। SEO শিখার সময় আমি yahoo-answers এর উপর প্রশিক্ষণ নিয়ে ছিলাম। ওডেক্সে সার্চ করে দেখলাম yahoo-answers এর উপর কাজ খুবই কম। তাই আমি ওডেক্সে yahoo-answers কে প্রথম কাজ পাওয়ার কৌশল হিসাবে বেছে নিলাম। যথারীতি আবেদন করলাম এবং কাজও পেলাম। এই মুর্হূতে ওডেক্সে Find contractors এ yahoo-answers দিয়ে সার্চ দিলে আমার পজিশন 2 (দুই) নাম্বারে। আমার জন্য সুখবর হলো এই যে, আমার এখন yahoo-answers এ কাজের জন্য বিড করতে হয় না। বিড করা ছাড়াই ওডেস্ক এবং ওডেস্ক মার্কেটপ্লেস এর বাহিরে প্রতি মাসে 5/7টি কাজ পায় নিয়মিত।
ওডেস্ক এ আমার yahoo-answers সার্চ প্রোপাইলঃ https://www.odesk.com/o/profiles/browse/min/0/max/45/hrs/0/?q=yahoo-answers
আমার ওডেক্স প্রোপাইলঃ https://www.odesk.com/users/Writing-Wordpress-Joomla-Drupal-PHPBB-Ecomme...
Tag : ,

The Won Blog Of EARN FOR TEICKS. The Blog Created by Bijoy Kumar Biswas. Designed by বিজয়*বিজন*বিজু