- Back to Home »
- SEO Tutorial »
- মেঘ না চাইতে জল- SEO সম্পর্কিত সম্ভবত সবচাইতে বড় ভুল।
Monday, August 26, 2013
আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুধরনের
১। অনপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক্ত-
ক। টাইটেল ট্যাগ ব্যবহার
খ। হেডার ট্যাগ ব্যবহার
গ। মেইন কিওয়ার্ড বোল্ড, ইটালিক ও আনডারলাইনিং ইত্যাদি করা
ঘ। Alt ট্যাগ ইমেজ এর ব্যবহার
ঙ। মেটা ট্যাগের ব্যবহার ইত্যাদি।
২। অফপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক -
ক। লিংকের এ্যাঙ্কর টেক্সট
খ। লিংক সাইটের টাইটেল
গ। লিংক করা সাইটের পেইজ র্যাঙ্ক
ঘ। লিংক করা সাইটের বিষয় বস্তু ইত্যাদি
কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেকেই যেভুলটি করে তা হলে তারা অনপেইজ অপটিমাইজেশন করেই ভেবে থাকে যে এতে করে তাদের সাইটটি সার্চ রেজাল্টের প্রথমে দেখা যাবে। আসলে অনপেইজ অপটিমাইজেশন ততটা গুরুত্বপূর্ন নয়। এমনি কি অনেক ক্ষেত্রে একটি সাইট শুধুমাত্র অফপেইজ অপটিমাইজেশন দ্বারাই একটি নিদির্ষ্ট কি ওয়াডের জন্য সার্চ রেজাল্টের প্রথম সারিতে দেখা যেতে পারে। যদিও সেই সাইটটি ঐ বিশেষ কিওয়াডের জন্য অনপেইজ অপটিমাইজেশন না করা থাকে!
একটি উদারহন দিলে বোধহয় ভাল হয়। আপনার কি কখনও গুগুল বা ইয়াহুতে “Click Here” এই কিওয়ার্ডের জন্য সার্চ করেছেন?না করে থাকলে একবার করে দেখুন যে এরজন্য যে ফলাফল পাওয়া যায় তার প্রথম লিঙ্কটি টি হলো adobe.com সাইটের জন্য! আমরা জানি এ্যাডবি হলো বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার তৈরী ও উন্নয়নের জন্য বিখ্যাত। সেক্ষেত্রে নিচের যেকোন কিওয়ার্ডের জন্য এর সাইটটি প্রথমে আসলে তা স্বাভাবিক হত-
? graphic design programs
? create printable documents
? web design programs
? and other keywords related to what they sell...
এখানে কিছু বিষয় লক্ষ্য করার মত -
১। “click here” এই কিওয়ার্ডটি উক্ত সাইটের পেইজ টাইটেল নয়
২। “click here” কিওয়ার্ডটি উক্ত সাইটের url এর অংশ বিশেষও নয়
৩। এমনকি “click here” ওয়ার্ডটি উক্ত সাইটের কোথাও উল্লেখও করা হয়নি।
তাহলে ঠিক কোন কারনে adobe.com এই কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টের প্রথমে আসল? এরজন্য আসলে দুটি কারন দায়ী -
১। adobe.com সাইটটিকে লিঙ্ক করা সাইটসমুহের নিজস্ব পেইজ র্যাঙ্ক তথা বিষয়গুরুত্ব।
২। ঐ সাইটগুলো adobe.com সাইটকে লিঙ্ক করার ক্ষেত্রে click এবং here এইদুটি ওয়ার্ডকে এ্যাঙ্কর টেক্সট হিসাবে বেশ কয়েক বার ব্যবহার করা।
অথ্যাৎ দেখা যাচ্ছে adobe.com এক্ষেত্রে মেঘ না চাইতে জল পেয়ে বসে আছে। তাই বলা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অফপেইজ অপটিমাইজেশনই মুখ্য বিবেচ্য বিষয়।
১। অনপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক্ত-
ক। টাইটেল ট্যাগ ব্যবহার
খ। হেডার ট্যাগ ব্যবহার
গ। মেইন কিওয়ার্ড বোল্ড, ইটালিক ও আনডারলাইনিং ইত্যাদি করা
ঘ। Alt ট্যাগ ইমেজ এর ব্যবহার
ঙ। মেটা ট্যাগের ব্যবহার ইত্যাদি।
২। অফপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক -
ক। লিংকের এ্যাঙ্কর টেক্সট
খ। লিংক সাইটের টাইটেল
গ। লিংক করা সাইটের পেইজ র্যাঙ্ক
ঘ। লিংক করা সাইটের বিষয় বস্তু ইত্যাদি
কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেকেই যেভুলটি করে তা হলে তারা অনপেইজ অপটিমাইজেশন করেই ভেবে থাকে যে এতে করে তাদের সাইটটি সার্চ রেজাল্টের প্রথমে দেখা যাবে। আসলে অনপেইজ অপটিমাইজেশন ততটা গুরুত্বপূর্ন নয়। এমনি কি অনেক ক্ষেত্রে একটি সাইট শুধুমাত্র অফপেইজ অপটিমাইজেশন দ্বারাই একটি নিদির্ষ্ট কি ওয়াডের জন্য সার্চ রেজাল্টের প্রথম সারিতে দেখা যেতে পারে। যদিও সেই সাইটটি ঐ বিশেষ কিওয়াডের জন্য অনপেইজ অপটিমাইজেশন না করা থাকে!
একটি উদারহন দিলে বোধহয় ভাল হয়। আপনার কি কখনও গুগুল বা ইয়াহুতে “Click Here” এই কিওয়ার্ডের জন্য সার্চ করেছেন?না করে থাকলে একবার করে দেখুন যে এরজন্য যে ফলাফল পাওয়া যায় তার প্রথম লিঙ্কটি টি হলো adobe.com সাইটের জন্য! আমরা জানি এ্যাডবি হলো বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার তৈরী ও উন্নয়নের জন্য বিখ্যাত। সেক্ষেত্রে নিচের যেকোন কিওয়ার্ডের জন্য এর সাইটটি প্রথমে আসলে তা স্বাভাবিক হত-
? graphic design programs
? create printable documents
? web design programs
? and other keywords related to what they sell...
এখানে কিছু বিষয় লক্ষ্য করার মত -
১। “click here” এই কিওয়ার্ডটি উক্ত সাইটের পেইজ টাইটেল নয়
২। “click here” কিওয়ার্ডটি উক্ত সাইটের url এর অংশ বিশেষও নয়
৩। এমনকি “click here” ওয়ার্ডটি উক্ত সাইটের কোথাও উল্লেখও করা হয়নি।
তাহলে ঠিক কোন কারনে adobe.com এই কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টের প্রথমে আসল? এরজন্য আসলে দুটি কারন দায়ী -
১। adobe.com সাইটটিকে লিঙ্ক করা সাইটসমুহের নিজস্ব পেইজ র্যাঙ্ক তথা বিষয়গুরুত্ব।
২। ঐ সাইটগুলো adobe.com সাইটকে লিঙ্ক করার ক্ষেত্রে click এবং here এইদুটি ওয়ার্ডকে এ্যাঙ্কর টেক্সট হিসাবে বেশ কয়েক বার ব্যবহার করা।
অথ্যাৎ দেখা যাচ্ছে adobe.com এক্ষেত্রে মেঘ না চাইতে জল পেয়ে বসে আছে। তাই বলা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অফপেইজ অপটিমাইজেশনই মুখ্য বিবেচ্য বিষয়।